বুধবার, ২৬ নভেম্বর ২০২৫, ১০:৪১ অপরাহ্ন
ফয়ছল আহমদ নুমান, কোম্পানীগঞ্জ (সিলেট) প্রতিনিধিঃ
সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলার টুকেরগাঁওয়ে মাদকমুক্ত সমাজ গঠনের লক্ষ্যে এক মাদকবিরোধী আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২৫ নভেম্বর) রাত ৮টায় টুকের বাজার হাইস্কুল মাঠে টুকেরগাঁও আদর্শ ক্লাবের আয়োজনে এবং ফ্রেন্ডস ইউনিয়ন টুকেরবাজারসহ টুকেরগাঁও এলাকার সার্বিক সহযোগিতায় এ সভা অনুষ্ঠিত হয়।
সভায় সভাপতিত্ব করেন টুকেরগাঁও আদর্শ ক্লাবের সভাপতি রাইসুল ইসলাম রাজন। সঞ্চালনায় ছিলেন ক্লাবের সহ-সাংগঠনিক সম্পাদক আক্তারুজ্জামান। স্বাগত বক্তব্য রাখেন সাবেক সহ-সাংগঠনিক সম্পাদক বাবুল আহমেদ।
সভায় বক্তব্য দেন— টুকেরগাঁও আদর্শ ক্লাবের সাবেক সভাপতি রাসেল আহমদ, সাবেক সাধারণ সম্পাদক মোস্তফা কামাল জালাল, সমাজকল্যাণ সম্পাদক মোর্শেদ আলম, টুকেরগাঁও হাফিজিয়া মাদ্রাসার সভাপতি মাওলানা ইব্রাহিম খলিল, কোম্পানীগঞ্জ সাংবাদিক ইউনিয়নের সহ-সভাপতি সালাউদ্দিন রানা, ফ্রেন্ডস ইউনিয়নের সাধারণ সম্পাদক খোরশেদ আলম, ইয়ংস্টার সদস্য ওয়াসিম মিয়া, জহিরুল স্পোর্টস একাডেমীর সত্ত্বাধিকারী জহিরুল ইসলাম, ভাই ভাই একাদশের সভাপতি রাসেল ও সংগঠনিক সম্পাদক খোকন প্রমুখ।
বক্তারা বলেন, মাদক একটি পরিবার থেকে শুরু করে পুরো সমাজকে ধ্বংস করে দেয়। মাদকসেবী ও মাদককারবারীদের বিরুদ্ধে সামাজিক প্রতিরোধ গড়ে তোলা এখন সময়ের দাবি। তারা মাদককে চিহ্নিত করে সামাজিক ও আইনগত ব্যবস্থার আওতায় আনার ওপর গুরুত্বারোপ করেন।
সভায় সিদ্ধান্ত হয়— টুকেরগাঁও এলাকার পক্ষ থেকে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও কোম্পানীগঞ্জ থানা ইনচার্জের নিকট লিখিত দরখাস্ত প্রদান করা হবে, যাতে দ্রুত আইনগত ব্যবস্থা গ্রহণ করে এলাকা মাদকমুক্ত ঘোষণা করা যায়।
সামাজিক সচেতনতা, সম্মিলিত উদ্যোগ ও তরুণদের অঙ্গীকারকে সামনে রেখে “মাদককে না বলুন, সুস্থ জীবন গড়ুন”— এই শপথের মধ্য দিয়ে আলোচনা সভার সমাপ্তি ঘটে।
2025 © জনপদ সংবাদ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
প্রয়োজনে যোগাযোগঃ ০১৭১২-০৬৮৯৫৩