বুধবার, ২৬ নভেম্বর ২০২৫, ০৪:৪৫ অপরাহ্ন
আরাফাত হোসেন, মাদারীপুর প্রতিনিধিঃ
ব্রাহ্মণবাড়িয়া জেলার পুলিশ সুপার এহতেশামুল হককে মাদারীপুর জেলার নতুন পুলিশ সুপার (এসপি) হিসেবে পদায়ন করেছে সরকার। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগ থেকে জারি করা এক প্রজ্ঞাপনে এই পদায়নের তথ্য নিশ্চিত করা হয়।
নতুন দায়িত্ব পেয়ে এহতেশামুল হক মাদারীপুরে আইন-শৃঙ্খলা পরিস্থিতি আরও উন্নত করা, জনগণের নিরাপত্তা নিশ্চিত করা এবং গণসেবার মান বাড়ানোর প্রত্যয় ব্যক্ত করেছেন বলে প্রশাসন সূত্র জানায়।
এদিকে মাদারীপুরের বিভিন্ন মহল নতুন পুলিশ সুপারের প্রতি স্বাগত জানিয়ে আশা প্রকাশ করেছে যে, তাঁর নেতৃত্বে জেলায় অপরাধ দমন ও জননিরাপত্তা ব্যবস্থাপনা আরও শক্তিশালী হবে।
2025 © জনপদ সংবাদ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
প্রয়োজনে যোগাযোগঃ ০১৭১২-০৬৮৯৫৩