শুক্রবার, ০৫ ডিসেম্বর ২০২৫, ০৫:২৬ অপরাহ্ন

সংবাদ শিরোনামঃ
ডিমলায় কৃষকদের মাঝে সার ও ধান বীজ বিতরণ দোয়ারাবাজার সীমান্তে চেলা নদীতে বালু উত্তোলনকালে মাটি চাপায় যুবক আহত মাদারীপুরে ২৪ ঘন্টার আলটিমেটাম দিয়ে অবরোধ তুলে নিলেন শিক্ষার্থী চারঘাটে পৌরসভা মাস্টার প্ল্যান সংক্রান্ত বিষয়ে পরামর্শকরণ সভা চারঘাটে খালেদা জিয়ার রোগমুক্তির কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত লালপুরে ছেলের প্রতি অভিমান, মায়ের মর্মান্তিক আত্মহত্যা ঝিনাইদহে ৩ বছরের সাবার লাশ মিলল প্রতিবেশীর ঘরে সলিয়াবাকপুরে শ্রমিকদলের আয়োজনে খালেদা জিয়ার সুস্থতা কামনায় দোয়া মোনাজাত কমলনগরে চকলেট ও টাকার লোভ দেখিয়ে শিশুকে ধর্ষণের চেষ্টা বাউফলে মানসিক ভারসাম্যহীন ছেলের আগুনে পুড়ে গেল ঘর খালেদা জিয়ার সুস্থতা কামনায় পবিপ্রবি জিয়া পরিষদের মিলাদ ও দোয়া মাহফিল শিবচরে বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় দোয়া ও মিলাদ মাহফিল জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘Career Path and Higher Education Expo-2025’ অনুষ্ঠিত শেরপুর-৩ আসনের স্বতন্ত্র প্রার্থী আমিনুল ইসলামের নির্বাচনী আলোচনা সভা নাসির নগরে ০৮ বছরের এক শিশুকে ধর্ষনের পর হত্যার অভিযোগ শ্রীবরদীতে ৩৪তম আন্তর্জাতিক ও ২৭তম জাতীয় প্রতিবন্ধী দিবস উদযাপন কুবিতে প্রথম আন্তর্জাতিক বিজ্ঞান সম্মেলন ৯–১০ জানুয়ারি চাঁপাইনবাবগঞ্জে মহানন্দা ব্যাটালিয়ান ৫৯ বিজিবির ১০ম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত মাভাবিপ্রবিতে নাগরিক প্ল্যাটফর্মের নির্বাচন কেন্দ্রিক যুব প্রশিক্ষণ কর্মশালা ভাসানী বিশ্ববিদ্যালয়ে শিক্ষিকাকে নিয়ে অপপ্রচারের প্রতিবাদে ক্লাস ও পরিক্ষা বর্জন

নজরুল বিশ্ববিদ্যালয়ে জমকালো আয়োজনে বিশ্ব দর্শন দিবস উদযাপিত

আবু তাহের, নজরুল বিশ্ববিদ্যালয় প্রতিনিধি:

জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের দর্শন বিভাগের আয়োজনে বর্ণাঢ্যভাবে পালিত হয়েছে বিশ্ব দর্শন দিবস- ২০২৫।

রবিবার ২৩ই নভেম্বর নতুন কলা ভবনের সামনে থেকে আনন্দ র‌যালি বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। এরপর বিশ্ববিদ্যালয়ের পুরাতন প্রশাসনিক ভবনের কনফারেন্স কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

আলোচনা সভা শেষে দর্শন বিভাগের প্রভাষক শুভ চন্দ্র ঘোষ সম্পাদিত ‘বিশ্ব দর্শন দিবস স্মরণিকা- ২০২৫’ এর মোড়ক উম্মোচন করা হয় এবং মঞ্চে কেক কাটা হয়।

অনুষ্ঠানটি উদ্বোধন করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ও আলোচনা সভার সভাপতি অধ্যাপক ড. মো. জাহাঙ্গীর আলম। উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ কামরুল আহসান ও প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন গ্লোবাল ইউনিভার্সিটি বাংলাদেশের উপাচার্য ইমেরিটাস অধ্যাপক ড. আনিসুজ্জামান।

প্রধান অতিথির বক্তব্যে অধ্যাপক ড. মোহাম্মদ কামরুল আহসান বলেন, দর্শন, বিজ্ঞান ও ধর্ম একে অপরের সাথে গভীরভাবে যুক্ত—তিনটিই জীবন ও জগতকে ব্যাখ্যা করে। বিজ্ঞান পর্যবেক্ষণ ও পরীক্ষা দিয়ে সত্য খোঁজে, দর্শন যৌক্তিক বিশ্লেষণ করে, আর ধর্ম বিশ্বাসের ভিত্তি তৈরি করে। বিজ্ঞানের সীমাবদ্ধতা যখন দেখা দেয়, তখন দর্শন যৌক্তিক ব্যাখ্যা প্রদান করে। তিনি আরও বলেন, যেমন একজন মানুষ একসাথে বাবা, ভাই ও শিক্ষক হতে পারে, তেমনি একই ব্যক্তি দার্শনিক, বিজ্ঞানী ও ধার্মিকও হতে পারেন—তবে প্রেক্ষিত ও ভূমিকা ভিন্ন হবে।

অধ্যাপক ড. আনিসুজ্জামান বলেন, প্রতিটি শিক্ষার ভিত্তিই দর্শন। তাই দর্শন দিবস শুধু একটি বিভাগ নয়, জ্ঞানের মূল ভিত্তিকে স্মরণ করার দিন। ২০০২ সালে ইউনেস্কো বিশ্ব দর্শন দিবস ঘোষণা করে—কারণ গুরুত্বপূর্ণ বিষয়গুলোর গুরুত্ব কমে গেলে জাতিসংঘ সেই গুরুত্ব ফেরাতে দিবস ঘোষণা করে। বাবা-মা কিংবা দর্শনের মতো মূল্যবান বিষয়গুলোর গুরুত্ব সমাজে কমে যাওয়ায় এসব দিবসের প্রয়োজনীয়তা তৈরি হয়েছে।

সভাপতির বক্তব্যে নজরুল বিশ্ববিদ্যালয় উপাচার্য বলেন, দর্শনের শিক্ষার্থী না হয়েও বিশ্ব দর্শন দিবস ২০২৫ অনুষ্ঠানের সভাপতিত্ব করতে পেরে তিনি গর্বিত। এই আলোচনায় দার্শনিকদের কাছ থেকে নতুন জ্ঞান অর্জন করেছেন এবং সমাজবিজ্ঞানের সাথে দর্শনের যোগসূত্র সম্পর্কে জানতে পেরেছেন। তিনি আরও বলেন, দর্শনের শিক্ষার্থীরা অন্তর্দৃষ্টি দিয়ে সমাজকে দেখলে অসমতা দূর ও সাম্য স্থাপনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। তাঁর আশা, এখানকার শিক্ষার্থীদের মধ্য থেকেই নোয়াম চমস্কি বা এডওয়ার্ড সাঈদের মতো চিন্তাবিদ বের হয়ে আসবে এবং সত্য প্রতিষ্ঠার মাধ্যমে শান্তি ও সমৃদ্ধির সমাজ গড়ায় অবদান রাখবে।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার অধ্যাপক ড. জয়নুল আবেদীন সিদ্দিকী, কলা অনুষদের ডিন অধ্যাপক ড. মোহাম্মদ ইমদাদুল হুদা, বিজ্ঞান ও প্রকৌশল অনুষদের ডিন অধ্যাপক ড. এ এইচ এম কামাল, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের দর্শন বিভাগের অধ্যাপক মো. জাকির হোসেন এবং নজরুল বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) অধ্যাপক ড. মো. মিজানুর রহমান।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বিভিন্ন অনুষদের ডিন,, প্রক্টর, হল প্রভোস্ট, ছাত্র পরামর্শ ও নির্দেশনা দপ্তরের পরিচালক, বিভাগীয় প্রধান, শিক্ষক, কর্মকর্তা-কর্মচারী ও শিক্ষার্থীবৃন্দ।

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন দর্শন বিভাগের বিভাগীয় প্রধান ও ‘বিশ্ব দর্শন দিবস ২০২৫’ উদযাপন কমিটির আহ্বায়ক মো. তারিফুল ইসলাম। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন দর্শন বিভাগের প্রভাষক শায়লা ইসলাম নীপা।

সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন

2025 © জনপদ সংবাদ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত

প্রয়োজনে যোগাযোগঃ ০১৭১২-০৬৮৯৫৩