সোমবার, ১১ অগাস্ট ২০২৫, ০৪:৩১ অপরাহ্ন

সংবাদ শিরোনামঃ
বৃষ্টির মধ্যেও জনতার ঢল মরহুমা নার্গিস বেগমের জানাযা অনুষ্ঠিত শাহজাদপুরে সাংবাদিক তুহিন হত্যার দ্রুত বিচার দাবিতে মানববন্ধন কুড়িগ্রামে জলবায়ু পরিবর্তনজনিত ঝুঁকি মোকাবেলায় লজিক প্রকল্পের কর্মশালা অনুষ্ঠিত রাজশাহী ডিভিশনাল কমিউনিটির নতুন কমিটি গঠন বিএনপি নেতার আবেদনের প্রেক্ষিতে মোকামতলা পৌরসভা গঠনের পরিকল্পনা উঠতি মধ্যবিত্ত তরুণরা সব সময় স্বৈরাচারের হাত থেকে দেশকে রক্ষা করেছেন: ফারুক ওয়াসিফ মাছের গাড়ি ছিনতাইয়ের অভিযোগে সাবেক এমপির ছেলে আটক শিবগঞ্জে পাটক্ষেত থেকে অজ্ঞাত নারীর কঙ্কাল উদ্ধার নজরুল বিশ্ববিদ্যালয়ে নবীন শিক্ষার্থীদের ওরিয়েন্টেশন আগামী ১৭ আগষ্ট কুড়িগ্রামে “ফুল” এর শিক্ষা বৃত্তি সনদপত্র ও অর্থ প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত নজরুল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী পেলেন ফিল্ম আর্কাইভের গবেষণা ফেলোশিপ কুড়িগ্রামে ৭ দিনব্যাপী বৃক্ষ মেলার উদ্বোধন জাকসু নির্বাচন ১১ সেপ্টেম্বর, তফসিল ঘোষণা প্রস্তুতি থাকলেও অনুমতি মেলেনি রাষ্ট্রপতির; অনিশ্চয়তায় কুবির দ্বিতীয় সমাবর্তন বিসিএস শিক্ষা ক্যাডারে অন্তর্ভুক্তির দাবিতে জাবির লোকপ্রশাসন বিভাগের শিক্ষার্থীদের মানববন্ধন পিএসসির সিদ্ধান্তের বিরুদ্ধে “সরকার ও রাজনীতি” বিভাগের শিক্ষার্থীদের মানববন্ধন গাজীপুরে সাংবাদিক তুহিন হত্যার প্রতিবাদে ঝালকাঠি উত্তাল: মানববন্ধন-বিক্ষোভে দৃষ্টান্তমূলক শাস্তির হুঁশিয়ারি নাসির নগরে নৌকায় ঘুমানোয় নিয়ে কথা-কাটাকাটি জেরে এক জেলের বৈঠার আঘাতে আরেক জেলের মৃত্যু, মাওলানা সাইদুর রহমান জয়পুরহাট শহর জামায়াতের ভারপ্রাপ্ত আমীর হিসেবে মনোনীত তুহিন হত্যা ও সারা দেশে সাংবাদিক নিপীড়নের প্রতিবাদে মানববন্ধন কাঠালিয়া প্রেস ক্লাব

ফেব্রুয়ারির প্রথমার্ধেই ত্রয়োদশ জাতীয় নির্বাচন: রংপুরে সিইসি

 

আনোয়ারুল ইসলাম রনি, রংপুর প্রতিনিধিঃ

প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন জানিয়েছেন, আগামী বছরের ফেব্রুয়ারির প্রথমার্ধে অনুষ্ঠিত হবে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন।

শনিবার (৯ আগস্ট) বিকেলে রংপুর বিভাগীয় কমিশনারের সম্মেলন কক্ষে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে প্রশাসনিক কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ তথ্য দেন তিনি।

সিইসি বলেন, “আইনশৃঙ্খলা পরিস্থিতির ওপর আমরা বিশেষ গুরুত্ব দিচ্ছি। আগামী বছরের ফেব্রুয়ারির প্রথমার্ধেই নির্বাচন হবে। সে অনুযায়ী নির্বাচন সংশ্লিষ্ট সব আইনশৃঙ্খলা বাহিনীকে প্রস্তুতি নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।”

তিনি আরও জানান, রংপুরের সার্বিক অবস্থা সম্পর্কে কমিশন অবগত এবং এখানকার নির্বাচনে সে অনুযায়ী পদক্ষেপ নেওয়া হবে।

এর আগে সকালে রংপুর আঞ্চলিক নির্বাচন অফিসে জাতীয় সংসদ নির্বাচন বিষয়ক মতবিনিময় সভায় সিইসি বলেন, “নির্বাচন কাঠামো, পর্যাপ্ত জনবলসহ সব প্রস্তুতি গুছিয়ে সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের সর্বোচ্চ চেষ্টা করছে কমিশন। নির্বাচন কমিশনের প্রতি আস্থা রাখতে হবে।”

তিনি আশ্বস্ত করে বলেন, নির্বাচন সংশ্লিষ্ট কেউ আগামী নির্বাচনে কারও পক্ষে বা বিপক্ষে কাজ করবে না। দেশের ১৮ কোটি মানুষের জন্য অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন আয়োজনই ইসির মূল লক্ষ্য।

এআই প্রযুক্তি ব্যবহার করে সামাজিক যোগাযোগমাধ্যমে বিভ্রান্তি ছড়ানো হচ্ছে উল্লেখ করে সিইসি বলেন, “এসব প্রতিরোধে আমরা চেষ্টা চালিয়ে যাচ্ছি।”

নাগরিকদের উদ্দেশে নাসির উদ্দিন বলেন, “ভোট দেওয়া যেমন নাগরিক দায়িত্ব, তেমনি এটি ঈমানি দায়িত্বও বটে। আসন্ন ত্রয়োদশ জাতীয় নির্বাচন স্বচ্ছ ও সুন্দরভাবে সম্পন্ন করতে সর্বোচ্চ প্রচেষ্টা চলছে।”

তিনি আরও জানান, নির্বাচনের সময় সাংবাদিকরা সংবাদ সংগ্রহে পূর্ণ স্বাধীনতা পাবেন, তবে ভোটকেন্দ্রের ভেতরে সরাসরি সম্প্রচার না করার আহ্বান জানান তিনি।

এ সময় রংপুর আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা, জেলা নির্বাচন কর্মকর্তাসহ বিভাগের সব জেলার নির্বাচনী কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন

2025 © জনপদ সংবাদ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত

প্রয়োজনে যোগাযোগঃ ০১৭১২-০৬৮৯৫৩