সোমবার, ০৭ Jul ২০২৫, ০১:৩৯ অপরাহ্ন

সংবাদ শিরোনামঃ
কারবালার স্মরণে নবুগ্রাম ইমামবাড়ীতে আশুরা উদযাপন ১০ মহররম ১৪৪৭ হিজরি দেশের জাতীয় নিরাপত্তা রক্ষায় জনগণ ঐক্যবদ্ধ : মির্জা ফখরুল বর্ষাকালেই দেখা যায় রাস্তার নতুন রূপ মুসলিম বিশ্বের সহায়তায় ইসলামি এনজিওগুলোকে সামাজিক ব্যবসায় যুক্ত হওয়ার আহ্বান প্রধান উপদেষ্টার বাঘাইছড়িতে জিয়াউর রহমান এর ৪৪তম শাহাদাতবার্ষিকী উপলক্ষে মাসব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন নজরুল বিশ্ববিদ্যালয় রোটার‍্যাক্ট ক্লাবের নতুন কমিটি গঠন বাংলাদেশে বর্তমানে কোনো জঙ্গিবাদ নেই : স্বরাষ্ট্র উপদেষ্টা গাজা যুদ্ধবিরতি আলোচনায় সম্মত ইসরাইল অনুমোদনহীন শিশু খাদ্য তৈরির কারখানায় অভিযান: এক লাখ টাকা জরিমানা ও ৭ দিনের কারাদণ্ড জীবন যুদ্ধে হার না মানা শতবর্ষী বৃদ্ধ আজাহার মোল্লা সংস্কারের নামে বেহাল নজরুল বিশ্ববিদ্যালয়ের একমাত্র খেলার মাঠ জয়পুরহাটে জামায়াতের নিজস্ব অর্থায়নে ৩৫০ ফিট রাস্তা সংস্কার কাজের উদ্বোধন গাইবান্ধার ফুলছড়িতে পার্টনার প্রকল্পের আলোচনা সভা অনুষ্ঠিত ৩২ বিশ্ববিদ্যালয়কে পেছনে ফেলে রানার্স আপ মাভাবিপ্রবি ডিবেটিং সোসাইটি কলাপাড়ায় সর্বপ্রথম এক মসজিদের মুয়াজ্জিনের জন্য মসজিদ কমিটি পেনশন চালু করেছে

সংস্কারের নামে বেহাল নজরুল বিশ্ববিদ্যালয়ের একমাত্র খেলার মাঠ

 

আবু তাহের, নজরুল বিশ্ববিদ্যালয় প্রতিনিধিঃ

জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় খেলার মাঠটি সংস্কারের নামে পড়েছে অবহেলায়। কাজ শুরুর দুই মাস পেরিয়ে গেলেও দৃশ্যমান অগ্রগতি নেই। ফলে চরম ভোগান্তিতে পড়েছেন শিক্ষার্থীরা।

জানা যায়, গত ৯ মে মাঠটির সংস্কার কাজ শুরু করে বিশ্ববিদ্যালয় প্রশাসন। তিন মাসের মধ্যে কাজ শেষ করার লক্ষ্যে ঠিকাদার প্রতিষ্ঠানকে নির্দেশনাও দেওয়া হয়। প্রাথমিক পর্যায়ে আগাছা পরিষ্কারসহ কিছু কাজ সম্পন্ন হলেও মূল কাজ—বালি ফেলা—তেমনভাবে এগোয়নি। মে মাসের মধ্যে ২২০টি ট্রাক বালি ফেলার কথা থাকলেও তা এখনও শেষ হয়নি।

শিক্ষার্থীদের অভিযোগ, প্রশাসনের তদারকির ঘাটতি, শ্রমিকের অভাব এবং কাজের গাফিলতির কারণেই সংস্কার প্রকল্পটি ধীরগতিতে চলছে। এর ফলে নিয়মিত খেলাধুলা কার্যক্রম মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে।

বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী সানোয়ার রাব্বি প্রমিজ বলেন, “আমরা চাই একটি উপযোগী খেলার মাঠ, যেখানে নিয়মিত খেলাধুলা করা যাবে। কিন্তু কাজের গতি আশানুরূপ নয়। মাঝপথে কাজ থেমে যাওয়ার কোনো যৌক্তিক ব্যাখ্যা পাচ্ছি না। তদারকির অভাব চোখে পড়ার মতো।”

প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছিল, আগস্টের মাঝামাঝি মাঠের সংস্কার কাজ শেষ হবে। কিন্তু ৩০ মে বিশ্ববিদ্যালয়ের ছুটি শুরু হলে ঠিকাদারি প্রতিষ্ঠান কাজ বন্ধ করে দেয়। পরবর্তীতে ১৪ জুন কাজ আবার শুরুর কথা থাকলেও তাতেও তেমন অগ্রগতি হয়নি।

বিশ্ববিদ্যালয়ের পরিকল্পনা, উন্নয়ন ও ওয়ার্কস দপ্তরের পরিচালক প্রকৌশলী মো. হাফিজুর রহমান বলেন,
“বর্ষায় যেসব হাট থেকে বালি আনা হয়, সেগুলো বন্ধ থাকায় ঠিকাদার সময়মতো সরবরাহ করতে পারেনি। তবে এখন কাজের গতি কিছুটা বেড়েছে। টানা বৃষ্টির মাঝেও আমরা মাঠে থেকে কাজ তদারকি করছি। আশা করছি দ্রুতই কাজ শেষ করা সম্ভব হবে।”

ছাত্র পরামর্শ ও নির্দেশনা দপ্তরের পরিচালক ড. মো. আশরাফুল আলম বলেন,
“শুরুর দিকে আবহাওয়া প্রতিবন্ধকতা তৈরি করেছিল। পরে আমরা ঠিকাদারি প্রতিষ্ঠানকে দ্রুত কাজ শেষ করার জন্য নির্দেশনা দিয়েছি। প্রথম ধাপের বালি ফেলার কাজ জুলাইয়ের ১৫-২০ তারিখের মধ্যে দৃশ্যমান হবে বলে আশা করছি। সব ঠিক থাকলে সেপ্টেম্বরের মধ্যেই মাঠটি শিক্ষার্থীদের জন্য উন্মুক্ত করা সম্ভব হবে।”

সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন

2025 © জনপদ সংবাদ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত

প্রয়োজনে যোগাযোগঃ ০১৭১২-০৬৮৯৫৩