শুক্রবার, ২৩ জানুয়ারী ২০২৬, ০৬:১৬ অপরাহ্ন

সংবাদ শিরোনামঃ
চিলায় ধানের শীষের পথসভা ও আলোচনা সভা অনুষ্ঠিত শ্রীবরদীতে সুজনের উদ্যোগে শীতবস্ত্র বিতরণ ও নবগঠিত কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত বিদ্যার দেবী সরস্বতী পূজা আগামীকাল ভোটারদের যাতায়াত ও আইনশৃঙ্খলা নিশ্চিত করতে ১১ ফেব্রুয়ারি সরকারি ছুটি অনুমোদন মোংলায় দুর্যোগ প্রস্তুতি পরিকল্পনা প্রণয়নে ‘ফিশনেট’ প্রকল্পের যাচাইকরণ সভা অনুষ্ঠিত বকেয়া বেতনের দাবিতে শ্রীপুরে সড়ক অবরোধ, শ্রমিক-পুলিশ সংঘর্ষ বিএনপি’র দলীয় সিদ্ধান্ত অমান্য করে স্বতন্ত্র প্রার্থী হওয়ায় ব্রাহ্মণবাড়িয়ায় তিন বিএনপি নেতাকে বহিষ্কার। মহাদেবপুরে শাকসু নির্বাচন স্থগিতের প্রতিবাদে ছাত্রশিবিরের বিক্ষোভ মিছিল আজ থেকে ৪১৯ উপজেলায় ভর্তুকি মূল্যে চাল বিক্রি শুরু হচ্ছে কুবির শহীদ ধীরেন্দ্রনাথ দত্ত হলের নতুন প্রভোস্ট ড. জনি আলম অধ্যাদেশ জারি : তিন ফসলি জমিতে তামাক চাষ নিষিদ্ধ, লঙ্ঘনে ১০ লাখ টাকা জরিমানা ঠাকুরগাঁওয়ে জামায়াতের আমিরের আগমন উপলক্ষে সংবাদ সম্মেলন ঠাকুরগাঁওয়ের ৩টি আসনে ২০ প্রার্থীর প্রতীক বরাদ্দ নওগাঁয় নির্বাচন ও গণভোট ঘিরে নিরাপত্তা জোরদার, জেলাজুড়ে পুলিশের বিশেষ চেকপোস্ট কুড়িগ্রামের ৪টি সংসদীয় আসনে প্রতীক বরাদ্দ সম্পন্ন গাজীপুরে মাদক বিরোধী বিশেষ অভিযানে ১১৮ কেজি গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার তারেক রহমান আগমন উপলক্ষে চৌদ্দগ্রামে প্রস্তুতি সভা ও আনন্দ মিছিল আগামীর বাংলাদেশ সব শ্রেণীর মানুষের অধিকার রক্ষার বাংলাদেশ : ডা. তাহের দেড়যুগের দখলমুক্তি, গরুর হাট উচ্ছেদে ফিরল শিক্ষার স্বস্তি জয়পুরহাটে বেগম খালেদা জিয়ার স্মরণে শোকসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

সংস্কারের নামে বেহাল নজরুল বিশ্ববিদ্যালয়ের একমাত্র খেলার মাঠ

 

আবু তাহের, নজরুল বিশ্ববিদ্যালয় প্রতিনিধিঃ

জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় খেলার মাঠটি সংস্কারের নামে পড়েছে অবহেলায়। কাজ শুরুর দুই মাস পেরিয়ে গেলেও দৃশ্যমান অগ্রগতি নেই। ফলে চরম ভোগান্তিতে পড়েছেন শিক্ষার্থীরা।

জানা যায়, গত ৯ মে মাঠটির সংস্কার কাজ শুরু করে বিশ্ববিদ্যালয় প্রশাসন। তিন মাসের মধ্যে কাজ শেষ করার লক্ষ্যে ঠিকাদার প্রতিষ্ঠানকে নির্দেশনাও দেওয়া হয়। প্রাথমিক পর্যায়ে আগাছা পরিষ্কারসহ কিছু কাজ সম্পন্ন হলেও মূল কাজ—বালি ফেলা—তেমনভাবে এগোয়নি। মে মাসের মধ্যে ২২০টি ট্রাক বালি ফেলার কথা থাকলেও তা এখনও শেষ হয়নি।

শিক্ষার্থীদের অভিযোগ, প্রশাসনের তদারকির ঘাটতি, শ্রমিকের অভাব এবং কাজের গাফিলতির কারণেই সংস্কার প্রকল্পটি ধীরগতিতে চলছে। এর ফলে নিয়মিত খেলাধুলা কার্যক্রম মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে।

বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী সানোয়ার রাব্বি প্রমিজ বলেন, “আমরা চাই একটি উপযোগী খেলার মাঠ, যেখানে নিয়মিত খেলাধুলা করা যাবে। কিন্তু কাজের গতি আশানুরূপ নয়। মাঝপথে কাজ থেমে যাওয়ার কোনো যৌক্তিক ব্যাখ্যা পাচ্ছি না। তদারকির অভাব চোখে পড়ার মতো।”

প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছিল, আগস্টের মাঝামাঝি মাঠের সংস্কার কাজ শেষ হবে। কিন্তু ৩০ মে বিশ্ববিদ্যালয়ের ছুটি শুরু হলে ঠিকাদারি প্রতিষ্ঠান কাজ বন্ধ করে দেয়। পরবর্তীতে ১৪ জুন কাজ আবার শুরুর কথা থাকলেও তাতেও তেমন অগ্রগতি হয়নি।

বিশ্ববিদ্যালয়ের পরিকল্পনা, উন্নয়ন ও ওয়ার্কস দপ্তরের পরিচালক প্রকৌশলী মো. হাফিজুর রহমান বলেন,
“বর্ষায় যেসব হাট থেকে বালি আনা হয়, সেগুলো বন্ধ থাকায় ঠিকাদার সময়মতো সরবরাহ করতে পারেনি। তবে এখন কাজের গতি কিছুটা বেড়েছে। টানা বৃষ্টির মাঝেও আমরা মাঠে থেকে কাজ তদারকি করছি। আশা করছি দ্রুতই কাজ শেষ করা সম্ভব হবে।”

ছাত্র পরামর্শ ও নির্দেশনা দপ্তরের পরিচালক ড. মো. আশরাফুল আলম বলেন,
“শুরুর দিকে আবহাওয়া প্রতিবন্ধকতা তৈরি করেছিল। পরে আমরা ঠিকাদারি প্রতিষ্ঠানকে দ্রুত কাজ শেষ করার জন্য নির্দেশনা দিয়েছি। প্রথম ধাপের বালি ফেলার কাজ জুলাইয়ের ১৫-২০ তারিখের মধ্যে দৃশ্যমান হবে বলে আশা করছি। সব ঠিক থাকলে সেপ্টেম্বরের মধ্যেই মাঠটি শিক্ষার্থীদের জন্য উন্মুক্ত করা সম্ভব হবে।”

সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন

2025 © জনপদ সংবাদ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত

প্রয়োজনে যোগাযোগঃ ০১৭১২-০৬৮৯৫৩