বৃহস্পতিবার, ০৪ সেপ্টেম্বর ২০২৫, ০৯:৩৪ পূর্বাহ্ন

সংবাদ শিরোনামঃ
কুড়িগ্রামে সুশীল সমাজের প্রতিনিধিদের সঙ্গে নবাগত ডিসির মতবিনিময় এক বানরে অতিষ্ঠ কুবি, কামড়িয়েছে ১০-১২ জনকে চুনারুঘাটে বিএনপির ৪৭ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত কুড়িগ্রামে তিনটি স্কুলের শিক্ষার্থীদের মাঝে দুদকের শিক্ষা উপকরণ বিতরন মাভাবিপ্রবিতে ২৪-২৫ শিক্ষাবর্ষের কেন্দ্রীয় নবীনবরণ অনুষ্ঠিত জয়পুরহাটের কালাই ডায়াবেটিক সমিতির মতবিনিময় সভা জয়পুরহাটে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে জামায়াতে ইসলাম বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে উত্তেজনা, সুন্দরগঞ্জে ১৪৪ ধারা জারি কুড়িগ্রামে নবাগত ডিসিকে ফুলের শুভেচ্ছা জানালো এবি পার্টি নেতৃবৃন্দ শিবচরে মায়ের হাতে ৩ মাসের শিশুকন্যা হত্যা, মানসিক ভারসাম্যহীনতার অভিযোগ আল্লাহর রসুল (স:) কে উম্মতের জন্য নেয়ামত হিসেবে প্রেরণ করেছেন- সৈয়দ জুননুরাইন বিএনপি অফিস ভাঙচুর ও অগ্নিসংযোগের মামলায় সাবেক ইউপি চেয়ারম্যান কারাগারে জাতীয় পার্টির কাঁধে ভর করে ফ্যাসিবাদের উত্থান চেষ্টা: আবদুল হালিম নজরুল বিশ্ববিদ্যালয়ে দ্বিতীয়বারের মতো ছাত্র সংসদ নিয়ে উন্মুক্ত আলোচনা সত্য সংবাদ ও কুয়েটের ভাবমূর্তি রক্ষায় নতুন মাত্রা: ‘কুয়েট সাংবাদিক সমিতি’ চালু মাদারীপুরে গ্রামবাংলার ঐতিহ্যবাহী নৌকা বাইচ প্রতিযোগিতা শিবচরে মাকে অচেতন করে তিন মাসের শিশুকে অপহরণের অভিযোগ ডাসারে অজ্ঞাত যুবকের লাশ উদ্ধার মাভাবিপ্রবিতে শহীদ স্মৃতি পাঠচক্র ক্লাবের নতুন কমিটি ঘোষণা দিনে-রাতে গাছ কাটছে অসাধু চক্র হুমকির মুখে কুয়াকাটার গঙ্গামতির চর

বৃষ্টিতে ডুবেছে শহর, জলাবদ্ধতায় ভোগান্তিতে শহরবাসী

মোঃ মাহিন খান, ঝালকাঠি প্রতিনিধিঃ

বঙ্গোপসাগরে সৃষ্ট নিম্নচাপের প্রভাবে ঝালকাঠিতে বৃহস্পতিবার (২৯ মে) ভোর থেকে শুরু হওয়া টানা ভারী বর্ষণে শহর কার্যত অচল হয়ে পড়েছে। কখনও টানা, কখনও থেমে থেমে বৃষ্টিতে জলাবদ্ধতায় নাকাল হয়ে পড়েছেন শহরবাসী।

টানা বৃষ্টিতে শহরের প্রধান সড়ক থেকে শুরু করে অলি-গলির বেশিরভাগ অংশ পানিতে তলিয়ে গেছে। জলমগ্ন হয়ে পড়েছে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান, দোকানপাট ও বসতবাড়ি। রিকশা ও অটোরিকশাচালকরা জীবিকার তাগিদে রাস্তায় নামলেও যাত্রী না থাকায় হতাশায় দিন কাটছে তাদের। অন্যদিকে সাধারণ মানুষ জরুরি প্রয়োজন ছাড়া ঘর থেকে বের হচ্ছেন না। বেশিরভাগ দোকানও বন্ধ দেখা গেছে।

সুগন্ধা ও বিষখালী নদীর পানি স্বাভাবিকের তুলনায় ৩ থেকে ৪ ফুট বেড়ে যাওয়ায় নদী তীরবর্তী এলাকাগুলোতে ঢুকে পড়েছে পানি। প্লাবিত হয়েছে নিচু এলাকা ও আশপাশের কৃষিজমি। এতে চরম দুশ্চিন্তায় রয়েছেন নদীপাড়ের মানুষ।

ঝালকাঠি কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক মো. আব্দুল্লাহ আল-মামুন বলেন, “এভাবে যদি ভারী বৃষ্টি অব্যাহত থাকে, তাহলে ধান, সবজি ও অন্যান্য ফসলের ক্ষতির আশঙ্কা রয়েছে।”

পানি উন্নয়ন বিভাগের নির্বাহী প্রকৌশলী একেএম নিলয় পাশা জানিয়েছেন, “নদ-নদীর পানি বৃদ্ধি পেয়েছে, তবে এখনও তা বিপদসীমার নিচে রয়েছে।”

জেলা প্রশাসনের পক্ষ থেকে সতর্কতামূলক প্রস্তুতির কথা জানানো হয়েছে। ঝালকাঠি জেলা প্রশাসকের কার্যালয়ের উপ-প্রশাসনিক কর্মকর্তা রুহুল আমিন বলেন, “যদিও সরাসরি কোনো সতর্কতা সংকেত নেই, তবুও সম্ভাব্য দুর্যোগ মোকাবিলায় আমরা প্রস্তুত রয়েছি। শুকনো খাবার ও অন্যান্য সহায়তা মজুত রাখা হয়েছে।”

প্রশাসনের পক্ষ থেকে নদী তীরবর্তী এলাকায় বসবাসরতদের সতর্ক থাকতে বলা হয়েছে। স্থানীয়দের আশঙ্কা, বৃষ্টিপাতের এই ধারা ও নদীর পানি বৃদ্ধি অব্যাহত থাকলে দুর্ভোগ আরও বাড়বে।

সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন

2025 © জনপদ সংবাদ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত

প্রয়োজনে যোগাযোগঃ ০১৭১২-০৬৮৯৫৩