শনিবার, ৩১ জানুয়ারী ২০২৬, ০৬:০৪ অপরাহ্ন
মোঃ শরিফুল ইসলাম, নাটোর সদর প্রতিনিধি:
নাটোরে শীত মৌসুমে বিদ্যুৎ সরবরাহে অনিয়ম ও ঘন ঘন লোডশেডিংয়ে চরম ভোগান্তিতে পড়েছেন নাটোর পল্লী বিদ্যুৎ সমিতি–১ এর আওতাধীন এলাকার গ্রাহকরা। প্রতিদিনই অনির্দিষ্ট সময় বিদ্যুৎ না থাকায় ব্যাহত হচ্ছে স্বাভাবিক জীবনযাত্রা, শিক্ষা কার্যক্রম ও ব্যবসা-বাণিজ্য।
বিশেষ করে সন্ধ্যার সময় হঠাৎ বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে পড়ায় সবচেয়ে বেশি দুর্ভোগ পোহাতে হচ্ছে শিশু, বৃদ্ধ ও অসুস্থদের।বিশেষ করে কৃষি কাজে বিদ্যুৎ না থাকায় জমিতে পানি দিতে ভোগান্তি পোহাতে হচ্ছে কৃষকের।
এ বিষয়ে ভুক্তভোগী গ্রাহকরা অভিযোগ করে বলেন, শীত মৌসুমে বিদ্যুৎ ব্যবহারের চাপ তুলনামূলক কম থাকলেও অঘোষিত লোডশেডিং বেড়ে গেছে। নির্দিষ্ট সময়সূচি না থাকায় তারা আরও বেশি বিপাকে পড়ছেন।
নাটোর পল্লী বিদ্যুৎ সমিতি–১ এর সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, জাতীয় গ্রিডে বিদ্যুৎ সরবরাহে ঘাটতি, যন্ত্রাংশের ত্রুটি ও লাইনের রক্ষণাবেক্ষণ কাজের কারণে মাঝে মাঝে লোডশেডিং দিতে হচ্ছে। পরিস্থিতি স্বাভাবিক রাখতে তারা কাজ করছেন বলেও দাবি করেন।
এদিকে দ্রুত সমস্যার স্থায়ী সমাধান ও নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কার্যকর উদ্যোগ কামনা করেছেন এলাকাবাসী।
2025 © জনপদ সংবাদ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
প্রয়োজনে যোগাযোগঃ ০১৭১২-০৬৮৯৫৩