শুক্রবার, ৩০ জানুয়ারী ২০২৬, ০১:০৬ পূর্বাহ্ন

সংবাদ শিরোনামঃ
শ্রীবরদীতে জামায়াত নেতা হত্যার প্রতিবাদে সংবাদ সম্মেলন ‎কুবি ভর্তি পরীক্ষায় ২০০ গজে ১৪৪ ধারা জারি, নিষিদ্ধ মিছিল-সমাবেশ লালমনিরহাটের মোঘলহাট সিমান্ত থেকে অস্ত্র উদ্ধার করেছে বিজিবি জাজিরার সেনেরচরে যৌথ বাহিনীর অভিযানে মাদক ও দেশীয় অস্ত্রসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার জ্বালানি উপদেষ্টার বক্তব্যের প্রতিবাদ ও ৯ম পে-স্কেলের গেজেট প্রকাশের দাবিতে বাউফলে বিক্ষোভ সমাবেশ ক্ষুদ্রঋণ গ্রহীতাই হবেন ব্যাংকের মালিক : নতুন অধ্যাদেশ জারি মান্দায় আগামী সংসদ নির্বাচনে জামায়তের বিজয় নিশ্চিত ইনশাআল্লাহ : খ.ম আব্দুর রাকিব শেরপুরে সহিংসতার ঘটনায় সরকারের নিন্দা: জড়িতদের আইনের আওতায় আনার ঘোষণা কায়কোবাদের নির্বাচনী গণসংযোগে জনতার ঢল সন্তানদের জন্য নিরাপদ কালিয়া গড়তে চাই : ওবায়দুল্লাহ কায়সার জাবিতে ইফসা’র উদ্যোগে শীতবস্ত্র বিতরণ শেরপুরে বিএনপি-জামায়াত সংঘর্ষে উপজেলা জামায়াত নেতা নিহত দুমকিতে পানিতেই নষ্ট হচ্ছে কোটি টাকা মূল্যের ফেরি বাগেরহাট-৩ আসনে ধানের শীষের জনসভায় গণজোয়ার কুবি ভর্তি পরীক্ষার দিন বন্ধ থাকবে গ্যাস সরবরাহ, ভোগান্তির আশঙ্কা মন্দির ভিত্তিক স্কুলের শ্রেষ্ঠ শিক্ষক-শিক্ষার্থীদের পুরস্কার বিতরণ হরিণাকুন্ডুতে মাদক ও দেশীয় অস্ত্র উদ্ধার, নারী আটক বান্দরবান জেলা পরিষদ স্কুল এন্ড কলেজের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ বাউফল ২ টি দোকান আগুনে পুড়ে ছাই চকরিয়ায় মায়ের সঙ্গে অভিমানেই কিশোরের আত্মহত্যা

‎কুবি ভর্তি পরীক্ষায় ২০০ গজে ১৪৪ ধারা জারি, নিষিদ্ধ মিছিল-সমাবেশ

‎সানজানা তালুকদার, কুবি প্রতিনিধি:

‎কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) ২০২৫–২৬ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষা উপলক্ষে পরীক্ষা কেন্দ্রের আইনশৃঙ্খলা রক্ষা এবং পরীক্ষা সুষ্ঠুভাবে সম্পন্নের লক্ষ্যে নতুন নির্দেশনা জারি করা হয়েছে।

‎বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ জাফর সাদিক চৌধুরী স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

‎বিজ্ঞপ্তিতে জানানো হয়, ভর্তি পরীক্ষা চলাকালীন সময়ের জন্য পরীক্ষা কেন্দ্রসমূহের চারপাশে ২০০ (দুইশত) গজ এলাকার মধ্যে ফৌজদারি কার্যবিধির ১৪৪ ধারা জারি করা হয়েছে। এ সময়ে নিম্নোক্ত কার্যক্রমসমূহ নিষিদ্ধ থাকবে—

‎১. পরীক্ষা কেন্দ্রের ২০০ গজের মধ্যে কোনো ধরনের সভা-সমাবেশ বা মিছিল করা যাবে না।
‎২. পরীক্ষা চলাকালীন আইনশৃঙ্খলা রক্ষার দায়িত্বে নিয়োজিত ব্যক্তিবর্গ ব্যতীত অন্য কেউ আগ্নেয়াস্ত্র, লাঠি, ছোরা বা কোনো ধারালো অস্ত্র নিয়ে পরীক্ষা কেন্দ্র এলাকায় প্রবেশ করতে পারবে না।
‎৩. পরীক্ষা কেন্দ্রে নিয়োজিত কর্মকর্তা-কর্মচারী ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের দায়িত্ব পালনে কেউ বাধা সৃষ্টি করতে পারবে না। একই সঙ্গে কেন্দ্রের আশপাশে মাইক বা মেগাফোন ব্যবহার নিষিদ্ধ থাকবে।
‎৪. পরীক্ষার্থী ও পরীক্ষা সংশ্লিষ্ট দায়িত্বপ্রাপ্ত ব্যক্তিবর্গ ব্যতীত অন্য কেউ পরীক্ষা কেন্দ্র এলাকায় প্রবেশ করতে পারবে না।

‎এ বিষয়ে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. আব্দুল হাকিম বলেন, “আমাদের সঙ্গে আলোচনার প্রেক্ষিতে অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট পরীক্ষা কেন্দ্রসমূহের ২০০ গজের মধ্যে কিছু কার্যক্রম নিষিদ্ধ করেছেন। ভর্তি পরীক্ষা সুষ্ঠুভাবে সম্পন্নের স্বার্থে আমরা সকলকে এসব নির্দেশনা মেনে চলার অনুরোধ জানাচ্ছি।”

‎উল্লেখ্য, আগামী ৩০ জানুয়ারি সকাল ১১ টায় ‘এ’ ইউনিট (বিজ্ঞান), ৩১ জানুয়ারি সকাল ১১ টায় ‘বি’ ইউনিট (কলা ও মানবিক, সামাজিক বিজ্ঞান এবং আইন অনুষদ), এবং একইদিনে বিকেল ৩ টায় ‘সি’ ইউনিট (ব্যবসা শিক্ষা অনুষদ) ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে।

 

সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন

2025 © জনপদ সংবাদ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত

প্রয়োজনে যোগাযোগঃ ০১৭১২-০৬৮৯৫৩