বৃহস্পতিবার, ২৯ জানুয়ারী ২০২৬, ০৬:২২ অপরাহ্ন
রণবীর সরকার, শেরপুর প্রতিনিধি:
শেরপুরের ঝিনাইগাতীতে বিএনপি ও জামায়াতের নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষের ঘটনায় শ্রীবরদী উপজেলা জামায়াতের সেক্রেটারি রেজাউল করিমের মৃত্যু হয়েছে।
বুধবার রাত আনুমানিক ১০টার দিকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে তিনি মারা যান।
রেজাউল করিমের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন শেরপুর-৩ আসনের জামায়াত মনোনীত দাড়িপাল্লা প্রতীকের প্রার্থী ও জেলা জামায়াতের সেক্রেটারি নুরুজ্জামান বাদল।
নিহত রেজাউল করিম শ্রীবরদী উপজেলার গড়জরিপা ইউনিয়নের চাউলিয়া গ্রামের বাসিন্দা। তিনি মাওলানা আব্দুল আজিজের ছেলে এবং ফতেহপুর এস.এফ.এম. কে ফাজিল মাদরাসার শিক্ষক ছিলেন।
স্থানীয় সূত্রে জানা যায়, শেরপুর-৩ (শ্রীবরদী-ঝিনাইগাতী) আসনের ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষে বুধবার দুপুরে ঝিনাইগাতী স্টেডিয়াম মাঠে ইশতেহার ঘোষণা অনুষ্ঠানে বিএনপি ও জামায়াতের নেতাকর্মীদের মধ্যে দফায় দফায় সংঘর্ষের ঘটনা ঘটে। এর জের ধরে সন্ধ্যার দিকে ঝিনাইগাতী বাজার এলাকায় আবারও সংঘর্ষ শুরু হয়।
এ সময় শ্রীবরদী উপজেলা জামায়াতের সেক্রেটারি রেজাউল করিম, ঝিনাইগাতী পৌর জামায়াতের আমীর তাহেরুল ইসলামসহ উভয় পক্ষের বেশ কয়েকজন আহত হন। পরে আহতদের উদ্ধার করে শেরপুর সদর হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে রেজাউল করিমের অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য তাকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। তবে হাসপাতালে নেওয়ার পথেই তার মৃত্যু হয়।
এ ঘটনায় শ্রীবরদী ও ঝিনাইগাতী উপজেলায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে।
2025 © জনপদ সংবাদ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
প্রয়োজনে যোগাযোগঃ ০১৭১২-০৬৮৯৫৩