বুধবার, ২৮ জানুয়ারী ২০২৬, ০৭:১০ অপরাহ্ন

সংবাদ শিরোনামঃ
নওগাঁয় সেফটি ট্যাংকি থেকে অর্ধগলিত মরদেহ উদ্ধার মান্দায় দাঁড়িপাল্লার জোয়ার কেউ রুখতে পারবে না ইনশাআল্লাহ : আব্দুর রাকিব পাহাড়ি অঞ্চলে ধানের শীষের সমর্থনে গণজোয়ার ঠাকুরগাঁওয়ে অবৈধ ইটভাটায় মোবাইল কোর্ট পরিচালনা, ৪ লাখ টাকা জরিমানা সাংবাদিকের মানিব্যাগ নিল ছাত্রদল সহসভাপতি, ধরা পড়লো সিসিটিভিতে কুবিতে ভর্তি পরীক্ষা শুরু ৩০ জানুয়ারি, মানতে হবে যেসব নির্দেশনা পানি নেওয়াকে কেন্দ্র করে পিটিয়ে হত্যা চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শাটল ট্রেনে পাথর নিক্ষেপে ছাত্রী রক্তাক্ত মোংলায় যুবদলের নির্বাচনী প্রচারণা রাজাপুরে জামায়াতে ইসলামীর কর্মী সম্মেলন অনুষ্ঠিত ভর্তিচ্ছুদের জন্য ফ্রি বাস সার্ভিস চালু করেছে কুবি ছাত্রশিবির ঝালকাঠি-১ আসনে নির্বাচনী মাঠে ব্যস্ত ব্যারিস্টার মঈন ফিরোজী নির্বাচনে AI-এর প্রভাব ও উত্তরণের পথ কুবিতে যুক্ত হলো নতুন তিনটি বাস দুমকিতে ধানের শীষের নির্বাচনী বৈঠক বানারীপাড়ায় সরকারি ইউনিয়ন ইনস্টিটিউশনের বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত চুনারুঘাটে এ.কে. ফাউন্ডেশনের বিনামূল্যে চক্ষু সেবা প্রদান নড়াইল-১ আসনে জামায়াতে ইসলামীর বিশাল জনসভা কক্সবাজারে অস্ত্র-মাদক দিয়ে গণমাধ্যমকর্মীকে ফাঁসানোর অভিযোগ কক্সবাজারে রামুতে অটো চালককে জবাই করে হত্যা

ভর্তিচ্ছুদের জন্য ফ্রি বাস সার্ভিস চালু করেছে কুবি ছাত্রশিবির

সানজানা তালুকদার, কুবি প্রতিনিধি:

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে (কুবি) ২০২৫–২৬ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষার্থীদের রাতের যাতায়াতজনিত ভোগান্তি কমাতে ফ্রি বাস সার্ভিস চালু করেছে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির কুমিল্লা বিশ্ববিদ্যালয় শাখা। ‘আর রিহলাহ’ নামে এই ফ্রি বাস সার্ভিসটি চালু থাকবে ভর্তি পরীক্ষার সময়।

সোমবার (২৬ জানুয়ারি) বিষয়টি নিশ্চিত করেন কুবি শাখা ছাত্রশিবিরের সভাপতি মোজাম্মেল হোসাইন আবির।

তিনি জানান, আগামী ৩০ ও ৩১ জানুয়ারি রাত ১১টায় পদুয়ার বাজার বিশ্বরোড থেকে কোটবাড়ি বিশ্বরোড হয়ে সরাসরি ক্যাম্পাস পর্যন্ত একটি বাস চলবে। এছাড়া রাত ১২টা ১৫ মিনিটে রেলস্টেশন থেকে শাসনগাছা–আলেখার চর–কোটবাড়ি বিশ্বরোড হয়ে ক্যাম্পাস, রাত ১টায় রেলস্টেশন থেকে কান্দিরপাড়–টমছম ব্রিজ–পদুয়ার বাজার বিশ্বরোড–কোটবাড়ি বিশ্বরোড হয়ে ক্যাম্পাস এবং রাত ৩টায় রেলস্টেশন থেকে কোটবাড়ি বিশ্বরোড হয়ে সরাসরি ক্যাম্পাস পর্যন্ত আরও কয়েকটি বাস চলাচল করবে।

এ বিষয়ে মোজাম্মেল হোসাইন আবির বলেন, ‘দূরবর্তী জেলার অনেক শিক্ষার্থী ট্রেনে করে গভীর রাতে কুমিল্লায় পৌঁছান। সে সময় নিরাপদভাবে ক্যাম্পাসে পৌঁছানো নিয়ে তারা ভোগান্তিতে পড়েন। এই ভোগান্তি লাঘব এবং শিক্ষার্থীদের নিরাপদ যাতায়াত নিশ্চিত করতেই আমরা শাখা ছাত্রশিবিরের পক্ষ থেকে দুই দিনব্যাপী ‘আর রিহলাহ’ ফ্রি বাস সার্ভিসের ব্যবস্থা করেছি। শিক্ষার্থীদের পাশে দাঁড়ানো এবং মানবিক সহায়তা প্রদান করাই আমাদের নৈতিক দায়িত্ব।’

তিনি আরও জানান, ‘২০২৪ সালের জুলাই গণঅভ্যুত্থানের শহীদদের স্মরণে প্রতিটি ভর্তি পরীক্ষার কেন্দ্রের প্রধান ফটকের সামনে তথ্য সহায়তা কেন্দ্র স্থাপন করা হবে। পাশাপাশি অভিভাবকদের বসা ও বিশ্রামের ব্যবস্থাও থাকবে।’

উল্লেখ্য, কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের ‘এ’ ইউনিটের ভর্তি পরীক্ষা আগামী ৩০ জানুয়ারি এবং ‘বি’ ও ‘সি’ ইউনিটের ভর্তি পরীক্ষা ৩১ জানুয়ারি অনুষ্ঠিত হবে

 

 

সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন

2025 © জনপদ সংবাদ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত

প্রয়োজনে যোগাযোগঃ ০১৭১২-০৬৮৯৫৩