মঙ্গলবার, ২৭ জানুয়ারী ২০২৬, ০৩:৩৭ পূর্বাহ্ন
শাহারিয়াজ উদ্দিন চৌধুরী, কক্সবাজার সদর প্রতিনিধিঃ
কক্সবাজার শহরের উত্তর নুনিয়ারছড়ায় ২৪ কোটি টাকা মূল্যের ৬ লক্ষ ৩০ হাজার ইয়াবা ও ১০ কেজি হেরোইনসহ দুই মাদক কারবারিকে আটক করেছে র্যাব।
সোমবার বিকালে র্যাব-১৫ কক্সবাজার ক্যাম্প কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এ তথ্য জানান, ব্যাটালিয়নটির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল নিয়ামুল হালিম খান।
তিনি জানান,সাগর পথে মাদকের বড় একটি চালান পাচার করে মজুদের তথ্যের ভিত্তিতে সোমবার সকালে কক্সবাজার শহরের উত্তর নুনিয়ারছড়া এলাকায় সাগর উপকূলের প্যারাবনে র্যাবের একটি বিশেষ দল অভিযান চালায়। র্যাব সদস্যদের উপস্থিতি টের পেয়ে দৌঁড়ে পালানোর সময় ২ জন কে আটক করা হয়।
“ পরে তাদের দেয়া তথ্য মতে, প্যারাবনে বালি চাপা দেয়া অবস্থায় প্লাস্টিক চটের দুইটি বস্তা উদ্ধার করা হয়। বস্তাগুলো খুলে পাওয়া যায় ৬ লাখ ৩০ হাজার ইয়াবা এবং ১০ কেজি হেরোইন। উদ্ধার করা এসব মাদকের আনুমানিক মূল্য ২৪ কোটি টাকা। “
আটককৃতরা হল- চকরিয়া উপজেলার চরণদ্বীপ এলাকার মৃত হোসেন আহমেদের ছেলে মো. ইসমাইল (৪৩) ও উখিয়া উপজেলার পালংখালী ইউনিয়নের মৃত সাবের আহমেদের ছেলে নজরুল ইসলাম (৪২)। তাদের বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে কক্সবাজার সদর থানায় মামলার প্রস্তুতি চলছে বলে জানা
2025 © জনপদ সংবাদ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
প্রয়োজনে যোগাযোগঃ ০১৭১২-০৬৮৯৫৩