মঙ্গলবার, ২৭ জানুয়ারী ২০২৬, ০৩:২৮ পূর্বাহ্ন
মোঃ মহিম ইসলাম, মোংলা প্রতিনিধিঃ
বাগেরহাটের ফকিরহাট থানাধীন চুলকাটি বাজার সংলগ্ন এলাকায় কোস্ট গার্ডের অভিযানে গাঁজা এবং ইয়াবাসহ ২ মাদক কারবারি বাংলাদেশ কোস্টগার্ড পশ্চিম জোন।
সোমবার (২৬ জানুয়ারি) বিকালে কোস্টগার্ড মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম-উল-হক এ তথ্য জানিয়েছেন।
আটককৃত ব্যক্তিরা হলেন, লবনচোরা উপজেলার আলুতলা গ্রামের মৃত আলেম মিয়ার ছেলে শহিদুল ইসলাম (৫২), কয়রা উপজেলার হলদিবুনিয়া গ্ৰামের আব্দুল হোসেন গাজীর ছেলে ইয়াসিন আলী (২৫)।
লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম-উল-বলেন, গোপন সংবাদের ভিত্তিতে সোমবার (২৬ জানুয়ারি) দুপুর ১২টায় কোস্ট গার্ড বেইস মোংলা কর্তৃক বাগেরহাটের ফকিরহাট থানাধীন চুলকাটি বাজার সংলগ্ন এলাকায় একটি বিশেষ অভিযান পরিচালনা করা হয়। অভিযান চলাকালীন উক্ত এলাকায় তল্লাশি চালিয়ে প্রায় ১ লক্ষ ৬৪ হাজার টাকা মূল্যের ২ কেজি গাঁজা ও ২০০ পিস ইয়াবাসহ ২ জন মাদক কারবারিকে আটক করা হয়।
জব্দকৃত আলামত এবং আটককৃত মাদক কারবারির পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে। মাদকের ভয়াল থাবা থেকে তরুণ প্রজন্মকে রক্ষায় কোস্ট গার্ড ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত রাখ
2025 © জনপদ সংবাদ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
প্রয়োজনে যোগাযোগঃ ০১৭১২-০৬৮৯৫৩