মঙ্গলবার, ২৭ জানুয়ারী ২০২৬, ০২:১৭ পূর্বাহ্ন
মোঃ বিদ্যুৎ হোসেন, নওগাঁ প্রতিনিধি:
নওগাঁ জেলা পুলিশের মাদকবিরোধী অভিযানে ১৫০ পিস নিষিদ্ধ ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ তিনজনকে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি)।
নওগাঁর পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলামের নির্দেশে রাত ১২:৩০ মিনিটে মান্দা থানার পরানপুর ইউনিয়নের দাওইল গ্রামে এই অভিযান চালানো হয়। গোপন সংবাদের ভিত্তিতে জনৈক আফসার আলীর বসতবাড়ির আঙিনায় অভিযান চালিয়ে সন্দেহভাজন তিন ব্যক্তিকে তল্লাশি করা হয় এবং তাদের কাছ থেকে মাদকদ্রব্যগুলো উদ্ধার করা হয়।
গ্রেফতারকৃতরা হলেন: ১. মো: হেলাল উদ্দিন (৩৬) ২. মো: নাজমুল হোসেন (২৮) ৩. মো: আলাল উদ্দিন (৩৮)।
গ্রেফতারকৃতদের বিরুদ্ধে মান্দা থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রক্রিয়া চলমান রয়েছে। পুলিশ জানায়, মাদকমুক্ত জেলা গড়তে এই ধরনের অভিযান আগামীতেও অব্যাহত থাকবে এবং এক্ষেত্রে জনসাধারণের সহযোগিতা কামনা করা হয়েছে।
2025 © জনপদ সংবাদ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
প্রয়োজনে যোগাযোগঃ ০১৭১২-০৬৮৯৫৩