মঙ্গলবার, ২৭ জানুয়ারী ২০২৬, ১২:২৬ পূর্বাহ্ন
জাহিদুল ইসলাম, ডিমলা (নীলফামারী) প্রতিনিধি:
আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে অবাধ, সুষ্ঠু ও প্রশ্নবিদ্ধমুক্ত করতে ডিমলায় নিয়োজিত প্রিজাইডিং অফিসারদের সঙ্গে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
উপজেলা নির্বাচন অফিসের বাস্তবায়নে এবং ঢাকা নির্বাচন ইনস্টিটিউটের সহযোগিতায় রবিবার ডিমলা সরকারি টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজে এ মতবিনিময় সভার আয়োজন করা হয়। সভায় সভাপতিত্ব করেন ডিমলা উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ ইমরানুজ্জামান।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নীলফামারী জেলা প্রশাসক মোঃ নায়েরুজ্জামান। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন নীলফামারীর পুলিশ সুপার মোঃ শেখ জাহিদুল ইসলাম ও জেলা নির্বাচন অফিসার মোঃ লুৎফর কবীর সরকার।
এছাড়া উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মোঃ সাইদুল ইসলাম, সহকারী পুলিশ সুপার মোঃ নিয়াজ মেহেদী, উপজেলা কৃষি অফিসার মীর হাসান আল বান্না, উপজেলা নির্বাচন অফিসার মো. জাহাঙ্গীর আলম, ডিমলা থানার অফিসার ইনচার্জ মো. শওকত আলী সরকারসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা।
সভায় জেলা প্রশাসক মোঃ নায়েরুজ্জামান বলেন, “আগামী ১২ ফেব্রুয়ারির নির্বাচন যেন কোনোভাবেই প্রশ্নবিদ্ধ না হয়, সে জন্য সংশ্লিষ্ট সকলকে সর্বোচ্চ সতর্কতা ও দায়িত্বশীলতার সঙ্গে কাজ করতে হবে।” তিনি প্রিজাইডিং অফিসারদের নিরপেক্ষতা, আইন মেনে দায়িত্ব পালন এবং যেকোনো অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি দ্রুত মোকাবেলার নির্দেশনা দেন।
সভায় জানানো হয়, এবারের নির্বাচনে ডিমলা উপজেলায় মোট ৮৪টি ভোটকেন্দ্রে ৮৪ জন প্রিজাইডিং অফিসার এবং ৪৩৭ জন সহকারী প্রিজাইডিং অফিসার দায়িত্ব পালন করবেন।
মতবিনিময় সভা শেষে জেলা প্রশাসকসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা সহকারী প্রিজাইডিং অফিসারদের প্রশিক্ষণ কেন্দ্রগুলো পরিদর্শন করেন। এ সময় তারা কেন্দ্রগুলোতে রাত্রীকালীন অবস্থান, নিরাপত্তা এবং যাতায়াত সংক্রান্ত সুবিধা-অসুবিধা সরাসরি দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাদের কাছ থেকে শুনে প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন।
2025 © জনপদ সংবাদ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
প্রয়োজনে যোগাযোগঃ ০১৭১২-০৬৮৯৫৩