বৃহস্পতিবার, ১৬ অক্টোবর ২০২৫, ০৯:২৫ অপরাহ্ন

সংবাদ শিরোনামঃ
কুবিতে নিম্নমানের খোয়া ব্যবহারের অভিযোগে নির্মাণ কাজ বন্ধ কুবির ক্যাফেটেরিয়ার খাবারে তেলাপোকা পাওয়ার অভিযোগ বাঘাইছড়িতে পার্বত্য চট্টগ্রাম নাগরিক পরিষদের দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত ইন্দোনেশিয়ার পাপুয়ায় ৬.৫ মাত্রার ভূমিকম্প মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় দিবস-২০২৫ উদযাপিত এইচএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশ, পাসের হার ৫৮.৮৩ বরিশাল বিশ্ববিদ্যালয় ছাত্রদলের উদ্যোগে ছাত্রীদের হলে ফার্স্ট এইড সামগ্রী বিতরণ কালাইয়ে বিশ্ব হাত ধোয়া দিবস পালিত নজরুল বিশ্ববিদ্যালয়ে আইন ও বিচার বিভাগের নতুন বিভাগীয় প্রধান বরিশাল নগরে ববি শিক্ষার্থী ছিনতাইয়ের শিকার ও মারধর আজ এইচএসসি ও সমমান পরীক্ষার ফলাফল প্রকাশ জয়পুরহাটের কালাইয়ে ইউএনও কাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন রংপুরে অ্যানথ্রাক্স প্রতিরোধে ছাড়পত্র ছাড়া পশু জবাইয়ে নিষেধাজ্ঞা চৌদ্দগ্রামে গোপালনগর মহিলা মাদ্রাসার নবীন বরণ ও মা সমাবেশে অনুষ্ঠিত ছাতিমের বুনো সৌরভে মুখরিত ববি ক্যম্পাস মাঠে গড়াল কুবি আন্তঃবিভাগ ফুটবল টুর্নামেন্ট-২০২৫ কুড়িগ্রামে একসাথে ২২ জন শিক্ষককে বিদায় সংবর্ধনা প্রদান ইলিশর রক্ষায় ১৫ জেলের কারাদন্ড ও জাল জব্দ শিক্ষক-কর্মচারীদের উপর হামলার প্রতিবাদে কালাইয়ে মানববন্ধন খুবি ক্যারিয়ার ক্লাবের সাত বছরে পদার্পণ

ফিলিস্তিনে ইসরায়েলি গণহত্যার প্রতিবাদে খাজা ইউনুস আলী বিশ্ববিদ্যালয়ে মানববন্ধন

আব্দুল আওয়াল, এনায়েতপুর (সিরাজগঞ্জ):

ফিলিস্তিনে ইসরায়েলি নৃশংস গণহত্যা ও বর্বরোচিত হামলার প্রতিবাদে খাজা ইউনুস আলী বিশ্ববিদ্যালয়ে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। খাজা ইউনুস আলী বিশ্ববিদ্যালয়ের ইথিকস ক্লাবের উদ্যোগে বিশ্ববিদ্যালয়ের মেইনগেটে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধনে বিশ্ববিদ্যালয়ের শিক্ষকগণ ও বিভিন্ন বিভাগের শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন।

খাজা ইউনুস আলী বিশ্ববিদ্যালয়ের সহযোগী অধ্যাপক ও উক্ত বিশ্ববিদ্যালয়ের ‘ইথিকস ক্লাব’ এর প্রধান উপদেষ্টা ড. মোহাম্মদ ইয়াকুব শরীফ এর সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন বিশ্ববিদ্যালয়ের ভিসি প্রফেসর ড. হোসেন রেজা। আরও বক্তব্য রাখেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও মানববন্ধনের সমন্বয়ক মু. মাহফুজুর রহমান, ইথিকস ক্লাবের সহসভাপতি নুশরাত জাহান বুশরা, সাংগঠনিক সম্পাদক তারেক খান প্রমুখ।

মানববন্ধনে বক্তাগণ বলেন, ফিলিস্তিনেএই নির্মম হত্যাযজ্ঞের শিকার শুধুই মানুষ নয়—শিকার হয়েছে স্বপ্ন, শিকার হয়েছে স্বাধীনতার অধিকার, এবং সর্বোপরি, শিকার হয়েছে মানবতা। প্রতিদিন শত শত শিশু হত্যা করা হচ্ছে। মায়ের কোল খালি হচ্ছে, বাবার কাঁধে উঠছে লাশের বোঝা। হাসপাতালগুলো বিধ্বস্ত, খাদ্য ও ওষুধের সংকট তীব্র। ফিলিস্তিনে ইসরায়েলের বর্বরোচিত হামলার তীব্র নিন্দা জানানএবং অনতিবিলম্বে গণহত্যা বন্ধ করতে বলেন।
বক্তাগণ বলেন, মুসলমানদের ইসলামের নীতিমালা অনুযায়ী সংগ্রাম করে যেতে হবে। ফিলিস্তিনের বিজয় অনিবার্য।

বক্তাগণ ফিলিস্তিনে হামলা বন্ধে আন্তর্জাতিক চাপ প্রয়োগ, ফিলিস্তিনে ইসরায়েল কতৃক মানবতা বিরোধী অপরাধের বিচার, ফিলিস্তিনের স্বাধীনতার জন্য শক্ত অবস্থান নেয়া, ইসরায়েলকে সহায়তাকারীদের পণ্য বয়কট করা, ফিলিস্তিনের প্রকৃত ইতিহাস নিয়ে গবেষণার আহবান জানান।

মানববন্ধনে আর উপস্থিত ছিলেন খাজা ইউনুস আলী বিশ্ববিদ্যালয়ের প্রক্টর মোহাম্মদ আব্দুল্লাহ আখতার আহমেদ, আইন বিভাগের শিক্ষক প্রফেসর মোহাম্মদ রবিউল ইসলাম, ব্যবসায় শিক্ষা অনুষদের ডিন ড. মোস্তফা মাহমুদ হাসান, রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) মিজানুর রহমান।

সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন

2025 © জনপদ সংবাদ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত

প্রয়োজনে যোগাযোগঃ ০১৭১২-০৬৮৯৫৩