বৃহস্পতিবার, ২২ জানুয়ারী ২০২৬, ০৫:২২ পূর্বাহ্ন
মোহাম্মদ সেলিম, ঈদগাঁও (কক্সবাজার) প্রতিনিধিঃ
প্রেস ইনস্টিটিউট বাংলাদেশ (পিআইবি) আয়োজিত কক্সবাজার জেলার গণমাধ্যমকর্মীদের জন্য নির্বাচনকালীন সাংবাদিকতা বিষয়ক দুই দিনের প্রশিক্ষণ কর্মশালা থেকে বঞ্ছিত হয়েছেন ঈদগাঁও উপজেলার গণমাধ্যমকর্মীরা।
কক্সবাজার জেলা পরিষদ মিলনায়তনে ২১ ও ২২ জানুয়ারি দুই দিন ব্যাপি শুরু হওয়া প্রশিক্ষণ কর্মশালায় ঈদগাঁও উপজেলার মূলধারার গণমাধ্যমকর্মীরা আসন্ন জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষ্যে আয়োজিত এ গুরুত্বপূর্ণ প্রশিক্ষণ থেকে বঞ্ছিত হয়েছেন।
উপজেলার গণমাধ্যমকর্মীরা হতাশা প্রকাশ করে বলেন, বছরের পর বছর ধরে উপজেলার গণমাধ্যমকর্মীরা সংবাদিকতা বিষয়ক সরকারি ও বি এনজিও সংস্থা কর্তৃক আয়োজিত বিভিন্ন প্রশিক্ষণ কর্মশালা থেকে উপেক্ষিত থেকেছেন। এবারও তার ব্যতিক্রম ঘটেনি।
প্রসঙ্গত উক্ত প্রশিক্ষণ কর্মশালায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ফারুক ওয়াসিফ, মহাপরিচালক, পিআইবি।
অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন পিআইবি প্রশিক্ষক সাহানোয়ার সাইদ শাহীন।
উদ্বোধনী অনুষ্ঠানে রিসোর্স পারসন হিসেবে উপস্থিত ছিলেন শারমীন রিনভী, নির্বাচন রিপোর্টিং বিশেষজ্ঞ ও সাবেক সভাপতি ইআরএফ, সিনিয়র সাংবাদিক খাজা মাঈন উদ্দিন।
প্রশিক্ষণ কার্যক্রম বৃহস্পতিবার(২২ জানুয়ারি) সমাপ্ত হবে। সমাপনী দিনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন মোঃ আঃ মান্নান, জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট, কক্সবাজার।
2025 © জনপদ সংবাদ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
প্রয়োজনে যোগাযোগঃ ০১৭১২-০৬৮৯৫৩