বুধবার, ২১ জানুয়ারী ২০২৬, ০৩:৫৭ পূর্বাহ্ন
মোঃ বিদ্যুৎ হোসেন, নওগাঁ প্রতিনিধি:
নওগাঁর পত্নীতলা উপজেলার নজিপুরে নিরাপদ সড়কের দাবিতে মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে। ২০ জানুয়ারি (মঙ্গলবার) নজিপুর বাসস্ট্যান্ড এলাকায় সামাজিক সংগঠন ‘নিরাপদ সড়ক চাই’ (নিসচা) পত্নীতলা উপজেলা শাখার উদ্যোগে এই কর্মসূচি অনুষ্ঠিত হয়।
মানববন্ধনে সংগঠনের নেতা-কর্মীরা এবং স্থানীয় সচেতন নাগরিকরা অংশ নেন। এ সময় অংশগ্রহণকারীরা “উই ডিমান্ড সেফ রোড” এবং “নিরাপদ সড়ক চাই” সম্বলিত ব্যানার হাতে নিয়ে সড়কে শৃঙ্খলা ফেরানো এবং দুর্ঘটনা রোধে কার্যকর পদক্ষেপ নেওয়ার দাবি জানান।
বক্তারা বলেন, প্রতিনিয়ত সড়কে প্রাণহানি বাড়ছে। নিরাপদ সড়ক নিশ্চিত করা এখন সময়ের দাবি। নজিপুর বাসস্ট্যান্ডসহ উপজেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ মোড়ে ট্রাফিক আইনের সঠিক প্রয়োগ এবং চালক ও পথচারীদের সচেতনতা বৃদ্ধির ওপর তারা জোর দেন।
কর্মসূচিতে নিরাপদ সড়ক চাই (নিসচা) পত্নীতলা উপজেলা শাখার বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। শান্তিপূর্ণ এই মানববন্ধনের মাধ্যমে তারা সংশ্লিষ্ট প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করেন।
2025 © জনপদ সংবাদ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
প্রয়োজনে যোগাযোগঃ ০১৭১২-০৬৮৯৫৩