রবিবার, ০২ নভেম্বর ২০২৫, ০৮:৩৮ অপরাহ্ন

সংবাদ শিরোনামঃ
সুন্দরবনে রাস উৎসবে যাওয়ার সময় হরিণের ফাঁদসহ আটক ৭ ঠাকুরগাঁওয়ে মৃৎশিল্প প্রদর্শনী ও শীতের আগমনী পিঠা মেলা ঠাকুরগাঁওয়ে ট্রেনের ধাক্কায় বৃদ্ধার মৃত্যু ঢাবি ভাস্কর্য বিভাগের সপ্তাহব্যাপী বার্ষিক শিল্পকর্ম প্রদর্শনী শুরু আন্তঃবিশ্ববিদ্যালয় সাংস্কৃতিক প্রতিযোগিতায় রানার্স আপ জাবির “নাট্যম” বাউফলে সংবাদ প্রকাশের জেরে সাংবাদিক ও তার পরিবারকে হত্যার হুমকি বৈরী আবহাওয়ায় পাকা আমন ধান ক্ষতিগ্রস্ত- বিপাকে নাচোলের কৃষকরা সুদানে গণহত্যার প্রতিবাদে জবি হিউম্যান রাইটস সোসাইটির মানববন্ধন বাউফল সোনালী ব্যাংকের শাখা স্থানান্তর না করার দাবিতে মানববন্ধন নওগাঁয় অসময়ের বৃষ্টিতে তলিয়ে গেছে ধান, আলু ও সবজির খেত ৩১ দফা রাষ্ট্রগঠন কর্মসূচি জনগণের মুক্তির দিশারি: দীপেন দেওয়ান ঠাকুরগাঁওয়ে টানা বৃষ্টিতে ধান গাছ নুয়ে পড়ায় কৃষকের দুশ্চিন্তা পঞ্চগড় সদর হাসপাতাল উন্নয়নে জামায়াতে ইসলামীর ১০ লক্ষ টাকার চেক প্রদান কুমিল্লা বিভাগসহ ১০ দফা দাবিতে ঢাকাস্থ মুরাদনগর সমিতির মানববন্ধন সড়ক দুর্ঘটনায় বেকারি শ্রমিক নিহত মোহনগঞ্জে হেরোইনসহ চিহ্নিত মাদককারবারি রেনু পাঠান গ্রেপ্তার কিশোরগঞ্জে গোয়েন্দা অভিযানে জুয়া চক্রের সক্রিয় সদস্য গ্রেফতার ইটনায় ৫৪ তম জাতীয় সমবায় দিবস উপলক্ষে আলোচনা সভার আয়োজন কুয়াকাটায় ৫০ কেজি জাটকা ইলিশ জব্দ: মাছ বিতরণ এতিমখানায় গাজীপুরে আলোচিত রনি হত্যা মামলার পলাতক আসামি গ্রেফতার

পাবনা মেডিকেলের ২২ সদস্যের ছাত্রদল কমিটির ১১ জনই ছাত্রলীগ নেতা

পাবনা মেডিকেল কলেজ শাখা জাতীয়তাবাদী ছাত্রদলের নতুন ২২ সদস্যের কমিটির অনুমোদন দেওয়া হয়েছে। তবে নতুন কমিটি নিয়ে শুরু হয়েছে তীব্র বিতর্ক। অভিযোগ উঠেছে, এই কমিটির ১১ জন নেতা আগেও ছাত্রলীগের বিভিন্ন পদে ছিলেন!

ছাত্রদল না ছাত্রলীগের পুরনো মঞ্চ?
রোববার (২৩ মার্চ) জাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্রীয় সভাপতি রাকিবুল ইসলাম রাকিব এবং সাধারণ সম্পাদক নাছির উদ্দিন নাসির পাবনা মেডিকেল কলেজ ছাত্রদলের আংশিক কমিটি ঘোষণা করেন। একই সঙ্গে আগামী ৩০ দিনের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়।

কিন্তু বিশ্লেষণে বেরিয়ে এসেছে চাঞ্চল্যকর তথ্য। নবগঠিত কমিটির সিনিয়র সহ-সভাপতি আমিমুল আহসান তনিম, সাধারণ সম্পাদক হাসিবুল হাসান শুভসহ মোট ১১ জন নেতাই নিষিদ্ধ ছাত্রলীগের বিভিন্ন পদে ছিলেন!

কে কোন পদে ছিলেন?
তথ্য বলছে, নবগঠিত সাধারণ সম্পাদক হাসিবুল হাসান শুভ আগে ছাত্রলীগের বঙ্গবন্ধু হল শাখার যুগ্ম-সাধারণ সম্পাদক ছিলেন। সিনিয়র সহ-সভাপতি আমিমুল আহসান তনিম ছিলেন ছাত্রলীগের তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক। এছাড়া—

সহ-সভাপতি রাহুল রায়: ছাত্রলীগের বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক।

সিনিয়র যুগ্ম-সাধারণ সম্পাদক শেখ আল ফায়াদ: ছাত্রলীগের গণশিক্ষা বিষয়ক সম্পাদক।
সহ-সাংগঠনিক সম্পাদক ইয়াসির আরাফাত: ছাত্রলীগের আপ্যায়ন বিষয়ক সম্পাদক।

যুগ্ম-সাধারণ সম্পাদক তরিকুল ইসলাম: ছাত্রলীগের যুগ্ম-সাধারণ সম্পাদক।

যুগ্ম-সাধারণ সম্পাদক হাবিবুর রহমান: ছাত্রলীগের সমাজসেবা সম্পাদক।

যুগ্ম-সাধারণ সম্পাদক তাসরীফ আলম: ছাত্রলীগের দপ্তর সম্পাদক।

যুগ্ম-সাধারণ সম্পাদক স্বাধীন মিয়া, সাংগঠনিক সম্পাদক নাছির উদ্দীন নাবিল, প্রচার সম্পাদক সামিন রাফিদ আরোহও ছিলেন ছাত্রলীগের সক্রিয় কর্মী।

নেতাদের কী বক্তব্য?

ছাত্রদলের নবনির্বাচিত সাধারণ সম্পাদক হাসিবুল হাসান শুভ বলেন, “আমি কখনও ছাত্রলীগ করিনি। তবে কলেজে যারা সক্রিয় ছিল, তাদের নাম ছাত্রলীগের কমিটিতে রাখা হয়েছিল। আমার অনুমতি না নিয়েই আমাকে ওই কমিটিতে যুক্ত করা হয়েছিল।”

নতুন কমিটিতে ছাত্রলীগের সাবেক নেতাদের অন্তর্ভুক্তি নিয়ে ইতোমধ্যে ছাত্রদলের অভ্যন্তরীণ কর্মীরা ক্ষোভ প্রকাশ করেছেন। তবে এই কমিটি কতদিন টিকে থাকবে, সেটাই এখন দেখার বিষয়!

সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন

2025 © জনপদ সংবাদ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত

প্রয়োজনে যোগাযোগঃ ০১৭১২-০৬৮৯৫৩