শনিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৫, ০২:৫১ অপরাহ্ন

সংবাদ শিরোনামঃ
ববিতে ফুটবল খেলাকে কেন্দ্র করে সংঘর্ষ, উপাচার্যসহ আহত ১৪ র‍‍্যাবের-৯ অভিযানে ৯,৭৫০ পিস ইয়াবা সহ গ্রেফতার ১ ট্রাক চুরি চক্রের তিন সদস্য গ্রেপ্তার সাংবাদিকের উপর সন্ত্রাসী হামলা, নিন্দা ও বিচারের দাবি খুলনায় তিন দফা দাবিতে প্রকৌশল শিক্ষার্থীদের মহাসমাবেশ কৃষিজমি ভূটানকে লিজ দেওয়ার ষড়যন্ত্রের প্রতিবাদে কৃষকদের বিক্ষোভ জাকসুর ভোট গণনা করতে এসে পোলিং অফিসারের মৃত্যু নজরুল বিশ্ববিদ্যালয়ে EDGE প্রোগ্রামের এর সমাপনী অনুষ্ঠিত চৌদ্দগ্রামে শতাধিক দুস্থ ও প্রতিবন্ধীদের মাঝে ফুড প্যাকেজ বিতরণ খাঁ নদের তীর কেটে মাটি উত্তোলন চালককে জরিমানা বাল্যবিয়ে প্রতিরোধ বিষয়ক আলোচনা পুত্রের হাতে পিতা খুন মসজিদে নামাজ পড়তে বাঁধা, মুসল্লীকে মারধর কুড়িগ্রামে জাতীয় যুব শক্তির সপ্তাহব্যাপী সদস্য সংগ্রহ কার্যক্রমের শুভ উদ্বোধন খুলনায় প্রকৌশল শিক্ষার্থীদের বিভাগীয় মহাসমাবেশ: তিন দফা দাবিতে শুক্রবার আন্দোলন মাদারীপুরে প্রধান শিক্ষকের বিরুদ্ধে দুর্নীতি ও অসদাচরণের অভিযোগে বিভাগীয় মামলা দীর্ঘ ১৩ বছর পর চৌদ্দগ্রাম উপজেলা ও পৌরসভা ছাত্রদলের কমিটির অনুমোদন পাকিস্তানের প্রধানমন্ত্রীর সঙ্গে ধর্ম উপদেষ্টার সাক্ষাৎ কুড়িগ্রামে বেলগাছা যুব সংগঠনের আয়োজনে কিশোর কিশোরী সুরক্ষা মেলা-২০২৫ অনুষ্ঠিত স্বাস্থ্য খাতের আলোচিত ঠিকাদার মিঠু গ্রেপ্তার

পাবনা মেডিকেলের ২২ সদস্যের ছাত্রদল কমিটির ১১ জনই ছাত্রলীগ নেতা

পাবনা মেডিকেল কলেজ শাখা জাতীয়তাবাদী ছাত্রদলের নতুন ২২ সদস্যের কমিটির অনুমোদন দেওয়া হয়েছে। তবে নতুন কমিটি নিয়ে শুরু হয়েছে তীব্র বিতর্ক। অভিযোগ উঠেছে, এই কমিটির ১১ জন নেতা আগেও ছাত্রলীগের বিভিন্ন পদে ছিলেন!

ছাত্রদল না ছাত্রলীগের পুরনো মঞ্চ?
রোববার (২৩ মার্চ) জাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্রীয় সভাপতি রাকিবুল ইসলাম রাকিব এবং সাধারণ সম্পাদক নাছির উদ্দিন নাসির পাবনা মেডিকেল কলেজ ছাত্রদলের আংশিক কমিটি ঘোষণা করেন। একই সঙ্গে আগামী ৩০ দিনের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়।

কিন্তু বিশ্লেষণে বেরিয়ে এসেছে চাঞ্চল্যকর তথ্য। নবগঠিত কমিটির সিনিয়র সহ-সভাপতি আমিমুল আহসান তনিম, সাধারণ সম্পাদক হাসিবুল হাসান শুভসহ মোট ১১ জন নেতাই নিষিদ্ধ ছাত্রলীগের বিভিন্ন পদে ছিলেন!

কে কোন পদে ছিলেন?
তথ্য বলছে, নবগঠিত সাধারণ সম্পাদক হাসিবুল হাসান শুভ আগে ছাত্রলীগের বঙ্গবন্ধু হল শাখার যুগ্ম-সাধারণ সম্পাদক ছিলেন। সিনিয়র সহ-সভাপতি আমিমুল আহসান তনিম ছিলেন ছাত্রলীগের তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক। এছাড়া—

সহ-সভাপতি রাহুল রায়: ছাত্রলীগের বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক।

সিনিয়র যুগ্ম-সাধারণ সম্পাদক শেখ আল ফায়াদ: ছাত্রলীগের গণশিক্ষা বিষয়ক সম্পাদক।
সহ-সাংগঠনিক সম্পাদক ইয়াসির আরাফাত: ছাত্রলীগের আপ্যায়ন বিষয়ক সম্পাদক।

যুগ্ম-সাধারণ সম্পাদক তরিকুল ইসলাম: ছাত্রলীগের যুগ্ম-সাধারণ সম্পাদক।

যুগ্ম-সাধারণ সম্পাদক হাবিবুর রহমান: ছাত্রলীগের সমাজসেবা সম্পাদক।

যুগ্ম-সাধারণ সম্পাদক তাসরীফ আলম: ছাত্রলীগের দপ্তর সম্পাদক।

যুগ্ম-সাধারণ সম্পাদক স্বাধীন মিয়া, সাংগঠনিক সম্পাদক নাছির উদ্দীন নাবিল, প্রচার সম্পাদক সামিন রাফিদ আরোহও ছিলেন ছাত্রলীগের সক্রিয় কর্মী।

নেতাদের কী বক্তব্য?

ছাত্রদলের নবনির্বাচিত সাধারণ সম্পাদক হাসিবুল হাসান শুভ বলেন, “আমি কখনও ছাত্রলীগ করিনি। তবে কলেজে যারা সক্রিয় ছিল, তাদের নাম ছাত্রলীগের কমিটিতে রাখা হয়েছিল। আমার অনুমতি না নিয়েই আমাকে ওই কমিটিতে যুক্ত করা হয়েছিল।”

নতুন কমিটিতে ছাত্রলীগের সাবেক নেতাদের অন্তর্ভুক্তি নিয়ে ইতোমধ্যে ছাত্রদলের অভ্যন্তরীণ কর্মীরা ক্ষোভ প্রকাশ করেছেন। তবে এই কমিটি কতদিন টিকে থাকবে, সেটাই এখন দেখার বিষয়!

সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন

2025 © জনপদ সংবাদ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত

প্রয়োজনে যোগাযোগঃ ০১৭১২-০৬৮৯৫৩