রবিবার, ১৮ জানুয়ারী ২০২৬, ০৮:৫৬ অপরাহ্ন
মোঃ মোস্তাকিম, ত্রিশাল (ময়মনসিংহ) প্রতিনিধি:
ময়মনসিংহের ত্রিশাল বাসস্ট্যান্ড এলাকায় দীর্ঘদিনের যানজট ও ফুটপাত দখলের বিশৃঙ্খলা নিরসনে এক ঝটিকা অভিযান চালিয়েছে উপজেলা প্রশাসন।
শনিবার (১৭ জানুয়ারি) রাতে পরিচালিত এই মোবাইল কোর্টে অবৈধ স্থাপনা উচ্ছেদসহ আইন অমান্যকারীদের অর্থদণ্ড প্রদান করা হয়।
অভিযানের মূল চিত্র ঢাকা-ময়মনসিংহ ত্রিশাল বাসস্ট্যান্ড, ওভার ব্রিজ সংলগ্ন ফুটপাত এবং প্রধান সড়কে দীর্ঘ দিন ধরে অবৈধ দোকানপাট ও এলোমেলো গাড়ি পার্কিংয়ের ফলে সাধারণ পথচারীদের ভোগান্তি চরমে পৌঁছেছিল। জনদুর্ভোগ লাঘবে উপজেলা নির্বাহী অফিসার আরাফাত সিদ্দিকী এবং সহকারী কমিশনার (ভূমি) মাহবুবুর রহমান স্বয়ং মাঠে নামেন।
অভিযান চলাকালীন উল্লেখযোগ্য পদক্ষেপগুলো হলো তাৎক্ষণিক উচ্ছেদ ফুটপাত ও ওভার ব্রিজের ওপর গড়ে ওঠা কয়েক ডজন অবৈধ দোকান ও হকারদের তাৎক্ষণিকভাবে সরিয়ে দেওয়া হয়।
জরিমানা আদায় সড়কের শৃঙ্খলা ভঙ্গ এবং অবৈধভাবে জায়গা দখলের দায়ে ৪টি মামলায় মোট ৮,০০০/- (আট হাজার) টাকা জরিমানা করা হয়।নিরাপত্তা ও শৃঙ্খলা অভিযানটি সফল করতে বাংলাদেশ সেনাবাহিনী, ত্রিশাল থানা পুলিশ এবং ট্র্যাফিক পুলিশ সক্রিয়ভাবে সহযোগিতা প্রদান করে।
কঠোর বার্তা ও প্রতিশ্রুতি অভিযান শেষে উপজেলা নির্বাহী অফিসার আরাফাত সিদ্দিকী জানান, কেবল জরিমানা করাই প্রশাসনের উদ্দেশ্য নয়, বরং সাধারণ মানুষের যাতায়াত নির্বিঘ্ন করাই মূল লক্ষ্য।
তিনি হুঁশিয়ারি দিয়ে বলেন,”ফুটপাত দখল করে জনসাধারণের চলাচলে বিঘ্ন সৃষ্টিকারীদের কোনো ছাড় দেওয়া হবে না। আজ উচ্ছেদ করা স্থানে আবারও দোকান বসালে ভবিষ্যতে আরও কঠোর আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।”
জনমনে স্বস্তি রাতের এই ঝটিকা অভিযানে সাধারণ যাত্রী ও পথচারীদের মধ্যে স্বস্তি ফিরে এসেছে। স্থানীয় বাসিন্দারা প্রশাসনের এই উদ্যোগকে সাধুবাদ জানিয়ে নিয়মিত তদারকির দাবি তুলেছেন। প্রশাসন সূত্রে জানানো হয়েছে, জনস্বার্থে এবং যানজটমুক্ত ত্রিশাল গড়তে এ ধরনের অভিযান আগামীতেও অব্যাহত থাকবে।
2025 © জনপদ সংবাদ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
প্রয়োজনে যোগাযোগঃ ০১৭১২-০৬৮৯৫৩