রবিবার, ১৮ জানুয়ারী ২০২৬, ০৮:৫৬ অপরাহ্ন

সংবাদ শিরোনামঃ
মহিপুরে গণভোট ২০২৬ উপলক্ষে ভোটারদের অবহিতকরণ সভা অনুষ্ঠিত ‎মোংলায় জাটকা সংরক্ষণ অভিযানে অবৈধ জাল জব্দ চবির ‘এ’ ইউনিটের ফল পুনরায় যাচাই, বদলাতে পারে মেরিট বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে দুদকের অভিযান গণভোট ও নির্বাচনের বার্তা নিয়ে ভোটের গাড়ি ত্রিশালে ত্রিশাল প্রবেশদ্বারে দৃষ্টিনন্দন ফুট ওভারব্রিজ, বদলে গেল চেহারা বাউফলে পুকুরে ডুবে দুই সন্তানের জননীর মৃত্যু ত্রিশালে ফুটপাত দখলমুক্ত করতে জরিমানা ও কড়া হুঁশিয়ারি ঈদগাঁওতে বিশেষ অভিযানে চুরি হওয়া গাভী উদ্ধার, একজন গ্রেপ্তার চৌদ্দগ্রামে ফ্রেন্ডস ক্লাব ক্রিকেট টুর্নামেন্ট ফাইনাল খেলা পুরস্কার বিতরণ কুবিতে মুরাদনগর ছাত্র কল্যাণ পরিষদের নবীনবরণ ও মিলনমেলা অনুষ্ঠিত উত্তরা ট্রেজেডি মাঝখানে স্ত্রী, দুই পাশে স্বামী ও সন্তানকে নিয়ে চির নিদ্রায় শায়িত এক পরিবারের ৩ জন জৈন্তাপুরে আধুনিক কৃষি প্রযুক্তি সম্প্রসারণে উপকারভোগীদের সঙ্গে মতবিনিময় সভা রামগতিতে কোস্টগার্ডের বিশেষ অভিযানে বিপুল পরিমাণ জাটকা উদ্ধার রামগতিতে কোস্টগার্ডের বিশেষ অভিযানে বিপুল পরিমাণ জাটকা উদ্ধার লক্ষ্মীপুরে সুষ্ঠু নির্বাচনের প্রতি সচেতনতার আহ্বান আশরাফ উদ্দিনের লালমনিরহাটে ৫৪২ বোতল ফেনসিডিলসহ ১ নারী মাদককারবারি আটক শ্রীপুরে কলেজের পাশে বোমা সদৃশ্য বস্তু উদ্ধার নওগাঁ জেলা কমিটি থেকে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের গণপদত্যাগ নওগাঁয় নদীতে ভাসমান অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার

ত্রিশালে ফুটপাত দখলমুক্ত করতে জরিমানা ও কড়া হুঁশিয়ারি

মোঃ মোস্তাকিম, ত্রিশাল (ময়মনসিংহ) প্রতিনিধি:

ময়মনসিংহের ত্রিশাল বাসস্ট্যান্ড এলাকায় দীর্ঘদিনের যানজট ও ফুটপাত দখলের বিশৃঙ্খলা নিরসনে এক ঝটিকা অভিযান চালিয়েছে উপজেলা প্রশাসন।

শনিবার (১৭ জানুয়ারি) রাতে পরিচালিত এই মোবাইল কোর্টে অবৈধ স্থাপনা উচ্ছেদসহ আইন অমান্যকারীদের অর্থদণ্ড প্রদান করা হয়।

অভিযানের মূল চিত্র ঢাকা-ময়মনসিংহ ত্রিশাল বাসস্ট্যান্ড, ওভার ব্রিজ সংলগ্ন ফুটপাত এবং প্রধান সড়কে দীর্ঘ দিন ধরে অবৈধ দোকানপাট ও এলোমেলো গাড়ি পার্কিংয়ের ফলে সাধারণ পথচারীদের ভোগান্তি চরমে পৌঁছেছিল। জনদুর্ভোগ লাঘবে উপজেলা নির্বাহী অফিসার আরাফাত সিদ্দিকী এবং সহকারী কমিশনার (ভূমি) মাহবুবুর রহমান স্বয়ং মাঠে নামেন।

অভিযান চলাকালীন উল্লেখযোগ্য পদক্ষেপগুলো হলো তাৎক্ষণিক উচ্ছেদ ফুটপাত ও ওভার ব্রিজের ওপর গড়ে ওঠা কয়েক ডজন অবৈধ দোকান ও হকারদের তাৎক্ষণিকভাবে সরিয়ে দেওয়া হয়।

জরিমানা আদায় সড়কের শৃঙ্খলা ভঙ্গ এবং অবৈধভাবে জায়গা দখলের দায়ে ৪টি মামলায় মোট ৮,০০০/- (আট হাজার) টাকা জরিমানা করা হয়।নিরাপত্তা ও শৃঙ্খলা অভিযানটি সফল করতে বাংলাদেশ সেনাবাহিনী, ত্রিশাল থানা পুলিশ এবং ট্র্যাফিক পুলিশ সক্রিয়ভাবে সহযোগিতা প্রদান করে।

কঠোর বার্তা ও প্রতিশ্রুতি অভিযান শেষে উপজেলা নির্বাহী অফিসার আরাফাত সিদ্দিকী জানান, কেবল জরিমানা করাই প্রশাসনের উদ্দেশ্য নয়, বরং সাধারণ মানুষের যাতায়াত নির্বিঘ্ন করাই মূল লক্ষ্য।

তিনি হুঁশিয়ারি দিয়ে বলেন,”ফুটপাত দখল করে জনসাধারণের চলাচলে বিঘ্ন সৃষ্টিকারীদের কোনো ছাড় দেওয়া হবে না। আজ উচ্ছেদ করা স্থানে আবারও দোকান বসালে ভবিষ্যতে আরও কঠোর আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।”

জনমনে স্বস্তি রাতের এই ঝটিকা অভিযানে সাধারণ যাত্রী ও পথচারীদের মধ্যে স্বস্তি ফিরে এসেছে। স্থানীয় বাসিন্দারা প্রশাসনের এই উদ্যোগকে সাধুবাদ জানিয়ে নিয়মিত তদারকির দাবি তুলেছেন। প্রশাসন সূত্রে জানানো হয়েছে, জনস্বার্থে এবং যানজটমুক্ত ত্রিশাল গড়তে এ ধরনের অভিযান আগামীতেও অব্যাহত থাকবে।

সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন

2025 © জনপদ সংবাদ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত

প্রয়োজনে যোগাযোগঃ ০১৭১২-০৬৮৯৫৩