বৃহস্পতিবার, ১৬ অক্টোবর ২০২৫, ০৯:২৭ অপরাহ্ন

সংবাদ শিরোনামঃ
কুবিতে নিম্নমানের খোয়া ব্যবহারের অভিযোগে নির্মাণ কাজ বন্ধ কুবির ক্যাফেটেরিয়ার খাবারে তেলাপোকা পাওয়ার অভিযোগ বাঘাইছড়িতে পার্বত্য চট্টগ্রাম নাগরিক পরিষদের দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত ইন্দোনেশিয়ার পাপুয়ায় ৬.৫ মাত্রার ভূমিকম্প মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় দিবস-২০২৫ উদযাপিত এইচএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশ, পাসের হার ৫৮.৮৩ বরিশাল বিশ্ববিদ্যালয় ছাত্রদলের উদ্যোগে ছাত্রীদের হলে ফার্স্ট এইড সামগ্রী বিতরণ কালাইয়ে বিশ্ব হাত ধোয়া দিবস পালিত নজরুল বিশ্ববিদ্যালয়ে আইন ও বিচার বিভাগের নতুন বিভাগীয় প্রধান বরিশাল নগরে ববি শিক্ষার্থী ছিনতাইয়ের শিকার ও মারধর আজ এইচএসসি ও সমমান পরীক্ষার ফলাফল প্রকাশ জয়পুরহাটের কালাইয়ে ইউএনও কাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন রংপুরে অ্যানথ্রাক্স প্রতিরোধে ছাড়পত্র ছাড়া পশু জবাইয়ে নিষেধাজ্ঞা চৌদ্দগ্রামে গোপালনগর মহিলা মাদ্রাসার নবীন বরণ ও মা সমাবেশে অনুষ্ঠিত ছাতিমের বুনো সৌরভে মুখরিত ববি ক্যম্পাস মাঠে গড়াল কুবি আন্তঃবিভাগ ফুটবল টুর্নামেন্ট-২০২৫ কুড়িগ্রামে একসাথে ২২ জন শিক্ষককে বিদায় সংবর্ধনা প্রদান ইলিশর রক্ষায় ১৫ জেলের কারাদন্ড ও জাল জব্দ শিক্ষক-কর্মচারীদের উপর হামলার প্রতিবাদে কালাইয়ে মানববন্ধন খুবি ক্যারিয়ার ক্লাবের সাত বছরে পদার্পণ

এনায়েতপুরে জুলাই অভ্যুত্থানের শহীদদের স্মরণে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত

আব্দুল আওয়াল,এনায়েতপুর (সিরাজগঞ্জ): 

২২ মার্চ শনিবার সিরাজগঞ্জের এনায়েতপুরে জুলাই অভ্যুত্থানের শহীদদের রুহের মাগফিরাত কামনায় দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শহীদ হাফেজ সিয়াম ফাউন্ডেশন এর উদ্যোগে এনায়েতপুর ইসলামিয়া ফাজিল মাদ্রাসার অডিটোরিয়ামে এই দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়। এতে জুলাই অভ্যুত্থানের এনায়েতপুর এর শহীদ ইয়াহিয়া, শহীদ হাফেয সিয়াম, শহীদ শিহাবসহ সকল শহীদ ও আহতদের জন্য দোয়া করা হয়।
এনায়েতপুর ইসলামিয়া ফাজিল সিনিয়র মাদ্রাসার সাবেক শিক্ষার্থী শহীদ হাফেজ সিয়াম এর পিতা আলহাজ্ব আব্দুল কুদ্দুস তার ছেলের জন্য এবং শহীদ শিহাব এর দুই ভাই হাসান ও হোসাইন তাদের ভাইয়ের জন্য দোয়া চান।

দোয়া পূর্ব আলোচনা সভায় সভাপতিত্ব করেন এনায়েতপুর ইসলামিয়া ফাজিল সিনিয়র মাদ্রাসার ভারপ্রাপ্ত অধ্যক্ষ মাওলানা আমিনুল ইসলাম। হাফেজ সিয়াম স্মৃতি ফাউন্ডেশন এর উপদেষ্টা মাওলানা আব্দুস সালাম এর সঞ্চালনায় আলোচনা সভায় বক্তব্য প্রদান করেন এনায়েতপুর এনায়েতপুর ইসলামিয়া ফাজিল সিনিয়র মাদ্রাসার সাবেক শিক্ষার্থী ও এনায়েতপুর থানা জামায়াতে ইসলামীর আমীর চিকিৎসক মাওলানা সেলিম রেজা, এনায়েতপুর ইসলামিয়া ফাজিল সিনিয়র মাদ্রাসার সাবেক শিক্ষার্থী ও এনায়েতপুর থানা জামায়াতে ইসলামীর সেক্রেটারি চিকিৎসক মোফাজ্জল হোসেন, এনায়েতপুর ইসলামিয়া ফাজিল সিনিয়র মাদ্রাসার সহকারী অধ্যাপক মাওলানা আশরাফুল ইসলাম, মাওলানা রেজাউল ইসলাম, মাওলানা আলমগীর হোসেন প্রমুখ।

বক্তাগণ বলেন, জুলাই অভ্যুত্থান এর পূর্বে এক ভয়াবহ দু:শাসন এদেশের বুকে জগদ্দল পাথরের মত চেপে বসেছিল। হাফেজ সিয়াম এর মত শত শত শহীদের আত্মত্যাগের বিনিময়ে আমরা মুক্ত পরিবেশ পেয়েছি। আমরা এই শহীদদের কাছে চির কৃতজ্ঞ। জুলাই অভ্যুত্থানে হাজার হাজার মানুষ আহত হয়েছেন। আমরা তাদের প্রতিও কৃতজ্ঞ। হাফেজ সিয়ামকে স্থানীয় বেতিল কবরস্থানে দাফন করতে আওয়ামী লীগের নেতারা বাধা প্রদান করেছিল বলে উল্লেখ করে এর ধিক্কার জানান। বক্তাগণ বলেন, হাফেজ সিয়াম এর মত শহীদেরা দেশপ্রেমের মন্ত্রে উদ্বুদ্ধ হয়ে দেশের কল্যাণে নিজেদেরকে উৎসর্গ করেছেন। আমাদেরকে জুলাই বিপ্লবের আদর্শকে ধারণ করে দেশ জাতির কল্যানে একনিষ্ঠ ভূমিকা রাখতে হবে।

বক্তাগণ আরও বলেন, ইমাম হোসাইন (রা) এর আদর্শে উজ্জীবীত হয়ে জুলাই অভ্যুত্থান এর শহীদেরা এদেশের মানুষের পক্ষে জালিমের বিপক্ষে ঝাপিয়ে পড়েছিলেন। আল্লাহ তায়ালা জুলাই অভ্যুত্থানের শহীদানদের শাহাদাতকে ইমাম হোসাইন (রা.) এর সাথে কবুল করে নিন।

সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন

2025 © জনপদ সংবাদ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত

প্রয়োজনে যোগাযোগঃ ০১৭১২-০৬৮৯৫৩