সোমবার, ১২ জানুয়ারী ২০২৬, ০৭:৩১ অপরাহ্ন
মোঃ মহিম ইসলাম, মোংলা প্রতিনিধিঃ
বাগেরহাটের মোংলায় কোস্ট গার্ডের এক সফল অভিযানে অপহৃত এক নারীকে উদ্ধার করা হয়েছে। এই ঘটনায় অপহরণকারী সন্দেহে সাগর মোল্লা (২৫) নামের এক যুবককে আটক করেছে কোস্ট গার্ড পশ্চিম জোনের সদস্যরা।
রোববার (১১ জানুয়ারি) সন্ধ্যায় মোংলা বাসস্ট্যান্ড এলাকা থেকে তাকে উদ্ধার করা হয় বলে নিশ্চিত করেছেন কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম-উল-হক।
কোস্ট গার্ড সূত্রে জানা গেছে, গত ২০ ডিসেম্বর সুন্দরবন ভ্রমণের উদ্দেশ্যে খুলনার দাকোপ থানার বানিশান্তা এলাকায় এসেছিলেন মোছা. লিমা খাতুন (১৮) নামে এক নারী। সেখান থেকে কৌশলে তাকে অপহরণ করা হয়। দীর্ঘ সময় তিনি ফিরে না আসায় তার স্বামী খুলনার সোনাডাঙ্গা থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন।
শনিবার (১০ জানুয়ারি) ভুক্তভোগীর স্বামী বানিশান্তা এলাকায় গিয়ে স্থানীয়দের সহায়তায় স্ত্রীকে উদ্ধারের চেষ্টা করেন। এ সময় অপহরণকারী সাগর মোল্লা নিজেকে ওই নারীর ভাই পরিচয় দিয়ে পুনরায় তাকে জোরপূর্বক নিয়ে যাওয়ার চেষ্টা করে এবং মোংলা বাসস্ট্যান্ড পর্যন্ত তাদের অনুসরণ করে। বিষয়টি মোংলা কোস্ট গার্ডের নজরে এলে তারা তাৎক্ষণিক অভিযান চালিয়ে অপহরণকারীকে আটক এবং নারীকে উদ্ধার করে।
লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম-উল-হক জানান, উদ্ধারকৃত নারী এবং আটককৃত অপহরণকারীকে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য দাকোপ থানায় হস্তান্তর করা হয়েছে। উপকূলীয় অঞ্চলে জননিরাপত্তা নিশ্চিত করতে আমাদের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
2025 © জনপদ সংবাদ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
প্রয়োজনে যোগাযোগঃ ০১৭১২-০৬৮৯৫৩