সোমবার, ১২ জানুয়ারী ২০২৬, ০৩:০১ পূর্বাহ্ন

সংবাদ শিরোনামঃ
মানারাত কলেজে দুই দিনব্যাপী স্টেম ফেস্ট-২০২৬ অনুষ্ঠিত নাসিরনগরে দুই পক্ষের ভয়াবহ রক্তক্ষয়ী সংঘর্ষ, আহত অর্ধশতাধিক কুবিতে ৬ শিক্ষার্থীকে ফোবানা স্কলারশিপ প্রদান বিতর্কিত চিকিৎসকের পদায়ন ঠেকাতে শিবচরে হাসপাতাল কর্মচারী ও জনসাধারণের মানববন্ধন বানারীপাড়া পৌর আওয়ামী লীগ নেতা গৌতম সমদ্দার গ্রেফতার ইইই অ্যালামনাই কমিটিতে ভাঙন, ২০ সদস্যের মধ্যে ১৬ জনের পদত্যাগ মোহনগঞ্জে ওয়ার্ড বিএনপি সভাপতিকে পিটিয়ে গুরুতর আহত আধ্যাত্মিকতার মিলনমেলায় আটরশিতে বিশ্ব উরস শরীফ হামিদুর রহমান আযাদের আপিল মঞ্জুর, মনোনয়ন বৈধ ঘোষণা বন বিভাগের অভিযানে ১৪০ কেজি অবৈধ কাঁকড়াসহ আটক ৩ ডিমলায় তিস্তা নদী এলাকায় অভিযান চালিয়ে পাথর বোঝাই দুইটি ট্রাক্টর জব্দ চৌদ্দগ্রামে বিএনপি’র উদ্যোগে মুক্তিযোদ্ধা সমাবেশ অনুষ্ঠিত মোংলা থানা পুলিশের উদ্যোগে উঠান বৈঠক খালেদা জিয়ার দোয়া-মিলাদে বক্তব্যকে কেন্দ্র করে বিএনপিতে হট্টগোল, মঞ্চে উত্তেজনা পটুয়াখালী-১ আসনে ধানের শীষের নির্বাচন কমিটির মতবিনিময় সভা অনুষ্ঠিত খালেদা জিয়ার দোয়া-মিলাদে বক্তব্যকে কেন্দ্র করে বিএনপিতে হট্টগোল, মঞ্চে উত্তেজনা দুই ভাইয়ের মারামারি থামাতে গিয়ে চাচাতো ভাই খুন, গ্রেপ্তার ৩ সীমান্তে মানবিকতার উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করল সিলেট ব্যাটালিয়ন ৪৮ বিজিবি শেরপুরে সুজনের নবগঠিত কমিটির পরিচিতি ও শীতার্তদের মাঝে কম্বল বিতরণ মোংলায় ট্রেনে চাপা পড়ে নারীর মর্মান্তিক মৃত্যু

দুই ভাইয়ের মারামারি থামাতে গিয়ে চাচাতো ভাই খুন, গ্রেপ্তার ৩

বরগুনা, প্রতিনিধিঃ

বরগুনার আমতলীতে জমিজমা সংক্রান্ত বিরোধের জেরে দুই সহোদর ভাইয়ের মধ্যে হাতাহাতি ও মারামারি থামাতে গিয়ে জহিরুল শিকদার (৪৫) নামে তাদের এক চাচাতো ভাই নিহত হয়েছেন। এ ঘটনায় পুলিশ তিনজনকে গ্রেপ্তার করেছে।

শনিবার (১০ জানুয়ারি) সকাল ১০টার দিকে উপজেলার হলদিয়া ইউনিয়নের কালিগঞ্জ গ্রামের বাহালী বাড়িতে এ ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, আফছের মাস্টার বাড়ির উত্তর পাশের বিলে ১৬ শতাংশ জমি নিয়ে দীর্ঘদিন ধরে আপন ভাই মুনসুর শিকদার ও ফরিদ শিকদারের মধ্যে বিরোধ চলছিল। স্থানীয়ভাবে একাধিকবার বিষয়টি মীমাংসার চেষ্টা করা হলেও অভিযুক্ত মুনসুর শিকদার তা মেনে নেননি।

শনিবার সকালে ফরিদ শিকদার জমিতে চাষ করতে গেলে মুনসুর শিকদার তাকে বাধা দেন। এ নিয়ে দু’জনের মধ্যে হাতাহাতি ও মারামারি শুরু হয়। এ সময় পরিস্থিতি শান্ত করতে এগিয়ে আসেন তাদের চাচাতো ভাই জহিরুল শিকদার। তখন মুনসুর শিকদার গরু জবাইয়ের একটি ছুরি দিয়ে জহিরুল শিকদারের বুকে আঘাত করেন। এতে তিনি গুরুতর আহত হন।

আহত অবস্থায় স্বজনরা জহিরুল শিকদারকে আমতলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক ডা. রাশেদ মাহমুদ রোকনুজ্জামান তাকে মৃত ঘোষণা করেন। চিকিৎসক জানান, হাসপাতালে আনার আগেই তার মৃত্যু হয়েছে। তার বুক ও পেটের মাঝ বরাবর ছুরিকাঘাতের স্পষ্ট চিহ্ন পাওয়া গেছে।

স্থানীয় ও প্রত্যক্ষদর্শীরা জানান, দীর্ঘদিনের পারিবারিক জমিজমা বিরোধের জেরেই এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটে। নিহত জহিরুল শিকদার মৃত্যুকালে এক ছেলে ও দুই মেয়ে রেখে গেছেন।

খবর পেয়ে আমতলী থানার ওসি জাহাঙ্গীর হোসেনের নেতৃত্বে পুলিশ ঘটনাস্থলে অভিযান চালিয়ে অভিযুক্ত মুনসুর শিকদার (৬০), তার স্ত্রী শেফালী বেগম (৫৫) এবং তার ভাই ফরিদ শিকদারকে (৫০) গ্রেপ্তার করে।

এ বিষয়ে ওসি মো. জাহাঙ্গীর হোসেন বলেন, ‘ঘটনার সংবাদ পেয়ে আমি নিজে ঘটনাস্থলে যাই। ঘটনার সঙ্গে জড়িত তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে। নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য বরগুনা জেনারেল হাসপাতালে পাঠানোর প্রক্রিয়া চলছে।’

সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন

2025 © জনপদ সংবাদ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত

প্রয়োজনে যোগাযোগঃ ০১৭১২-০৬৮৯৫৩