সোমবার, ১২ জানুয়ারী ২০২৬, ০২:৪২ পূর্বাহ্ন

সংবাদ শিরোনামঃ
মানারাত কলেজে দুই দিনব্যাপী স্টেম ফেস্ট-২০২৬ অনুষ্ঠিত নাসিরনগরে দুই পক্ষের ভয়াবহ রক্তক্ষয়ী সংঘর্ষ, আহত অর্ধশতাধিক কুবিতে ৬ শিক্ষার্থীকে ফোবানা স্কলারশিপ প্রদান বিতর্কিত চিকিৎসকের পদায়ন ঠেকাতে শিবচরে হাসপাতাল কর্মচারী ও জনসাধারণের মানববন্ধন বানারীপাড়া পৌর আওয়ামী লীগ নেতা গৌতম সমদ্দার গ্রেফতার ইইই অ্যালামনাই কমিটিতে ভাঙন, ২০ সদস্যের মধ্যে ১৬ জনের পদত্যাগ মোহনগঞ্জে ওয়ার্ড বিএনপি সভাপতিকে পিটিয়ে গুরুতর আহত আধ্যাত্মিকতার মিলনমেলায় আটরশিতে বিশ্ব উরস শরীফ হামিদুর রহমান আযাদের আপিল মঞ্জুর, মনোনয়ন বৈধ ঘোষণা বন বিভাগের অভিযানে ১৪০ কেজি অবৈধ কাঁকড়াসহ আটক ৩ ডিমলায় তিস্তা নদী এলাকায় অভিযান চালিয়ে পাথর বোঝাই দুইটি ট্রাক্টর জব্দ চৌদ্দগ্রামে বিএনপি’র উদ্যোগে মুক্তিযোদ্ধা সমাবেশ অনুষ্ঠিত মোংলা থানা পুলিশের উদ্যোগে উঠান বৈঠক খালেদা জিয়ার দোয়া-মিলাদে বক্তব্যকে কেন্দ্র করে বিএনপিতে হট্টগোল, মঞ্চে উত্তেজনা পটুয়াখালী-১ আসনে ধানের শীষের নির্বাচন কমিটির মতবিনিময় সভা অনুষ্ঠিত খালেদা জিয়ার দোয়া-মিলাদে বক্তব্যকে কেন্দ্র করে বিএনপিতে হট্টগোল, মঞ্চে উত্তেজনা দুই ভাইয়ের মারামারি থামাতে গিয়ে চাচাতো ভাই খুন, গ্রেপ্তার ৩ সীমান্তে মানবিকতার উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করল সিলেট ব্যাটালিয়ন ৪৮ বিজিবি শেরপুরে সুজনের নবগঠিত কমিটির পরিচিতি ও শীতার্তদের মাঝে কম্বল বিতরণ মোংলায় ট্রেনে চাপা পড়ে নারীর মর্মান্তিক মৃত্যু

জামিয়া হযরত ওমর (রাঃ) মাদ্রাসায় ছবক অনুষ্ঠান ও পুরস্কার বিতরণ

মোঃ সোহাগ আহমেদ, কলাপাড়া (পটুয়াখালী) প্রতিনিধি:

কুয়াকাটার ঐতিহ্যবাহী দ্বীনি শিক্ষা প্রতিষ্ঠান জামিয়া হযরত ওমর (রাঃ) মাদ্রাসায় ধর্মীয় ভাবগাম্ভীর্য ও আনন্দঘন পরিবেশে অনুষ্ঠিত হয়েছে বার্ষিক ছবক অনুষ্ঠান ও শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ। অনুষ্ঠানে মাদ্রাসার শিক্ষার্থী, শিক্ষক, অভিভাবকসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন অত্র মাদ্রাসার সভাপতি মোঃ মস্তফা সরদার। প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন আবুল কালাম আজাদ, পরিচালক, জামিয়া হযরত ওমর (রাঃ) মাদ্রাসা। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট সমাজসেবক জনাব আলহাজ্ব হাঃ মোঃ আঃ বারেক।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আলহাজ্ব মাঃ মুছা আকন। এছাড়াও অনুষ্ঠানে বিশেষ অতিথি ও বক্তা হিসেবে বক্তব্য রাখেন হাফেজ আঃ মতিন, শিক্ষক ও উপদেষ্টা, জামিয়া হযরত ওমর (রাঃ) মাদ্রাসা, মাওলানা আঃ রশিদ (ইমাম কাম অডিটর, বামুখ কুয়াকাটা পৌরসভা);
মোঃ মোশাররফ, মুসুল্লি ও সহ-সভাপতি, অত্র মাদ্রাসা এবং মোঃ মিজান তালুকদার, সেক্রেটারি, অত্র মাদ্রাসা।

বক্তারা তাঁদের বক্তব্যে বলেন, সমাজে নৈতিকতা ও মানবিক মূল্যবোধ প্রতিষ্ঠায় দ্বীনি শিক্ষার ভূমিকা অপরিসীম। তারা বলেন, আধুনিক শিক্ষার পাশাপাশি কোরআন-সুন্নাহভিত্তিক শিক্ষা মানুষকে আদর্শ ও নৈতিক চরিত্রসম্পন্ন নাগরিক হিসেবে গড়ে তোলে। শিক্ষার্থীদের নিয়মিত পড়াশোনার পাশাপাশি শালীনতা, সততা ও ইসলামী আদর্শ ধারণ করার আহ্বান জানান বক্তারা। একই সঙ্গে মাদ্রাসার সার্বিক উন্নয়নে সকলের সহযোগিতা কামনা করা হয়।

অনুষ্ঠানের এক পর্যায়ে চলতি শিক্ষাবর্ষে ভালো ফলাফল অর্জনকারী ও নিয়মিত অধ্যয়নে মনোযোগী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার ও সম্মাননা প্রদান করা হয়। পুরস্কারপ্রাপ্ত শিক্ষার্থীরা অতিথিবৃন্দের হাত থেকে সম্মাননা গ্রহণ করলে উপস্থিত অভিভাবক ও অতিথিরা তাদের অভিনন্দন জানান।

অনুষ্ঠানের শেষ পর্বে মাদ্রাসার সার্বিক উন্নতি, শিক্ষার্থীদের উজ্জ্বল ভবিষ্যৎ, দেশ ও জাতির শান্তি ও কল্যাণ কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত পরিচালনা করা হয়।

সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন

2025 © জনপদ সংবাদ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত

প্রয়োজনে যোগাযোগঃ ০১৭১২-০৬৮৯৫৩