মঙ্গলবার, ১৩ জানুয়ারী ২০২৬, ০৭:২০ অপরাহ্ন

সংবাদ শিরোনামঃ
শ্রেষ্ঠ কলেজ অধ্যক্ষ হলেন বানেশ্বর সরকারি কলেজের প্রফেসর ড. মোঃ শওকত আলী বরগুনায় নিজ ঘর থেকে নারীর ঝুলন্ত মরদেহ উদ্ধার চৌদ্দগ্রামে সড়ক দুর্ঘটনায় স্লিপার বাসের সুপারভাইজার নিহত, আহত ৫ ‎চাঁপাইনবাবগঞ্জে মাদক মামলায় এক জনের যাবজ্জীবন সুন্দরবন থেকে ১০০ কেজি হরিণের মাংস জব্দ নজরুল বিশ্ববিদ্যালয়ে কুমিল্লা অ্যাসোসিয়েশনের নতুন কমিটি গণভোটে ‘হ্যাঁ’ ভোট দেওয়ার আহ্বান জানিয়ে দ্বিতীয় ফটোকার্ড প্রকাশ নজরুল বিশ্ববিদ্যালয়ে বিদেশে উচ্চশিক্ষা বিষয়ক শীর্ষক সেমিনার অনুষ্ঠিত পত্নীতলায় ১১ কোটি টাকা মূল্যের কষ্টিপাথরের মূর্তি উদ্ধার প্রবাসীর উদ্যোগে পুঠিয়ায় শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ ঈদগাঁওয়ে ভ্রাম্যমাণ আদালতের অভিযান মুরাদনগরে গরু ভাগাভাগির দ্বন্দ্বে ছেলের হাতে বাবা খুন শহীদ ওসমান হাদির স্মরণে চাঁপাইনবাবগঞ্জে প্রতিবাদী সাংস্কৃতিক আয়োজন নাসিরনগরে দুই পক্ষের সংঘর্ষ : নিহত এক আহত অর্ধশতাধিক চৌদ্দগ্রামে অবৈধভাবে মাটি কাটার দায়ে ট্রাক ও স্কেভেটর জব্দ হরিরামপুরে ইছামতি নদীর বুকে নড়বড়ে বাঁশের সাঁকোয় জনজীবনে দুর্ভোগ চৌদ্দগ্রামে ১০১ কোমলমতি শিক্ষার্থী পেল এনাম ফাউন্ডেশনের মেধাবৃত্তি শিবচরে ফেনসিডিল ও মদসহ মাদক কারবারি আটক কুবিতে ফিন্যান্স অ্যান্ড ব্যাংকিং ক্লাবের উদ্যোগে শুরু ‘ফিন ফেস্ট’ চৌদ্দগ্রামে অসহায়ের নতুন ঘর নির্মাণে ঢেউটিন হস্তান্তর

চবি ‘বি’ ইউনিটের ভর্তি পরীক্ষা আজ, আসনপ্রতি লড়াই ১০০ জন

মোতাহের উদ্দিন, চবি প্রতিনিধি:

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) ২০২৫–২০২৬ শিক্ষাবর্ষের স্নাতক (সম্মান) প্রথম বর্ষের কলা ও মানববিদ্যা অনুষদভুক্ত ‘বি’ ইউনিটের ভর্তি পরীক্ষা আজ শনিবার অনুষ্ঠিত হবে। এ ইউনিটে আসনপ্রতি লড়বেন প্রায় ১০০ জন ভর্তিচ্ছু শিক্ষার্থী।

ভর্তি পরীক্ষা সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, পরীক্ষার দিন সকাল সাড়ে ১০টার মধ্যে পরীক্ষার্থীদের নিজ নিজ কেন্দ্রে প্রবেশ করতে হবে। বেলা ১১টায় পরীক্ষার্থীদের মধ্যে ওএমআর শিট বিতরণ করা হবে এবং বেলা ১১টা ১৫ মিনিটে পরীক্ষা শুরু হয়ে শেষ হবে বেলা ১২টা ১৫ মিনিটে।

এ বছর ভর্তি পরীক্ষা ১০০ নম্বরের বহুনির্বাচনী (এমসিকিউ) পদ্ধতিতে অনুষ্ঠিত হবে। প্রতিটি ভুল উত্তরের জন্য শূন্য দশমিক ২৫ নম্বর কাটা যাবে। ‘বি’ ইউনিটের ভর্তি পরীক্ষায় ন্যূনতম পাস নম্বর নির্ধারণ করা হয়েছে ৪০।

কলা ও মানববিদ্যা অনুষদভুক্ত ‘বি’ ইউনিটে (নাট্যকলা, চারুকলা, আরবি, ইসলামিক স্টাডিজ, পালি ও সংগীত বিভাগ ব্যতীত) মোট সাধারণ আসন রয়েছে ৬৯০টি। এ ইউনিটে মোট আবেদন করেছেন ৬৯ হাজার ২৮৯ জন শিক্ষার্থী।

গত বছরের মতো এবারও তিনটি বিভাগীয় কেন্দ্রে ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে। এর মধ্যে সবচেয়ে বেশি পরীক্ষার্থী অংশ নিচ্ছেন ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রে ৩৩ হাজার ৩৯৮ জন। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রে পরীক্ষা দিচ্ছেন ২১ হাজার ৫৭৫ জন এবং রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রে আবেদন করেছেন ১৪ হাজার ৩১৫ জন শিক্ষার্থী।

‘বি’ ইউনিটে মানবিক বিভাগের শিক্ষার্থীদের জন্য মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক পরীক্ষায় চতুর্থ বিষয়সহ ন্যূনতম মোট জিপিএ নির্ধারণ করা হয়েছে ৬ দশমিক ৫, যা গত বছর ছিল ৭। অন্যদিকে বিজ্ঞান ও ব্যবসায় শিক্ষা বিভাগের শিক্ষার্থীদের জন্য এ বছর ন্যূনতম জিপিএ নির্ধারণ করা হয়েছে ৭, যেখানে গত বছর তা ছিল ৭ দশমিক ৫।

ভর্তি পরীক্ষায় বাংলা বা ঐচ্ছিক ইংরেজিতে ৩০, ইংরেজিতে ৩০ এবং সাধারণ জ্ঞানে ৪০ নম্বর থাকবে। উত্তীর্ণ হতে হলে আলাদাভাবে বাংলায় ন্যূনতম ৭, ইংরেজিতে ৬ এবং সাধারণ জ্ঞানে ১৩ নম্বর অর্জন করতে হবে।

উল্লেখ্য, এ বছর ভর্তি পরীক্ষার ফলাফলে এসএসসি ও এইচএসসি পরীক্ষার জিপিএ থেকে কোনো নম্বর যুক্ত করা হবে না

 

সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন

2025 © জনপদ সংবাদ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত

প্রয়োজনে যোগাযোগঃ ০১৭১২-০৬৮৯৫৩