শুক্রবার, ০৫ ডিসেম্বর ২০২৫, ০৯:৩৪ অপরাহ্ন
আরিফ হোসেন, ঝিনাইগাতী প্রতিনিধিঃ
শেরপুরের নালিতাবাড়ীতে বিজিবির অভিযানে ভারতীয় ৪৪০ বোতল মদসহ পিকআপ ভ্যান আটক
বর্ডার গার্ড অব বাংলাদেশ (বিজিবি) ময়মনসিংহের ৩৯ ব্যাটালিয়নের দায়িত্বপূর্ণ শেরপুর জেলার নালিতাবাড়ী উপজেলাধীন শালবাগান ও বুরুঙ্গা এলাকা দিয়ে চোরাকারবারীরা অভিনব কৌশলে ভারতীয় মদ পাচারের চেষ্টা করছিল।
বৃহস্পতিবার (৪ ডিসেম্বর) ভোরে ওই এলাকায় চৌকিদার টিলা বিওপির বিজিবির টহলদলের সদস্যরা গোপন সংবাদের ভিত্তিতে ওই এলাকায় অভিযান পরিচালনা করেন। এ সময় দুটি পিকআপ ভ্যানসহ ৪৪০ বোতল ভারতীয় মদ আটক করতে সক্ষম হয় তারা। আটককৃত যানবাহনসহ এসব ভারতীয় মদের আনুমানিক মূল্য ৬৬ লাখ ৬০ হাজার টাকা বলে বিজিবি জানায়।
বিষয়টি নিশ্চিত করেছেন ময়মনসিংহের ৩৯ ব্যাটালিয়নের বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্ণেল মো. মেহেদী হাসান পিপিএম।
2025 © জনপদ সংবাদ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
প্রয়োজনে যোগাযোগঃ ০১৭১২-০৬৮৯৫৩