সোমবার, ১৭ নভেম্বর ২০২৫, ০৭:৫৮ অপরাহ্ন
আমির ফয়সাল, জাবি প্রতিনিধি:
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় (জাবি) সিনেট সদস্য হিসেবে কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ থেকে ভিপি, জিএস সহ পাঁচজন সদস্য মনোনীত হয়েছে।
সোমবার (১৭ নভেম্বর) সন্ধ্যা ৬টায় জাকসুর ৩য় কার্যনির্বাহী বৈঠকে নির্বাচিত অন্যান্য সদস্যদের মতামতের ভিত্তিতে এই সিদ্ধান্ত নেয়া হয়।
সিনেট প্রতিনিধিরা হলেন জাকসুর সহ-সভাপতি আবদুর রশিদ জিতু, সাধারণ সম্পাদক মো. মাজহারুল ইসলাম, যুগ্ম-সাধারণ সম্পাদক (পুরুষ) ফেরদৌস আল হাসান, যুগ্ম-সাধারণ সম্পাদক (নারী), আয়েশা সিদ্দিকা মেঘলা ও পরিবেশ ও প্রাকৃতি সংরক্ষণ বিষয়ক সম্পাদক মো. সাফায়েত মীর।
এবিষয়ে জাকসুর সাধারণ সম্পাদক মো. মাজহারুল ইসলাম বলেন, জাকসুর নির্বাচিত প্রতিনিধিদের সংখ্যাগরিষ্ঠ মতামতের ভিত্তিতে পাঁচজনকে সিনেট প্রতিনিধি হিসেবে নির্বাচিত করা হয়েছে। শিক্ষার্থী প্রতিনিধিত্বের এটি জাকসুর একটি গুরুত্বপূর্ণ অংশ এবং নির্বাচিতদের থেকে ভবিষ্যতে সিনেটে ভালো কিছুর আশা করা হচ্ছে।
জাকসুর সহ-সভাপতি আব্দুর রশিদ জিতু বলেন, জাকসুর শিক্ষার্থী প্রতিনিধিদের থেকে ৫জন সিনেটে যাওয়ার কথা ছিল। এটি ২য় কার্য নির্বাহী বৈঠকে সিদ্ধান্ত চূড়ান্ত না হওয়ায় আজকের ৩য় সভায় অধিকাংশের মতামতের ভিত্তিতে পাঁচজনকে মনোনীত করা হয়েছে।
এছাড়া, জাকসুর ৩য় কার্যনির্বাহী বৈঠকে শিক্ষকদের বিচার, একাডেমিক সংস্কার, নাম্বার টেম্পারিং, বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন উন্নয়ন প্রকল্প ও জাকসু ফান্ড হিসাব এজেন্ডাগুলো নিয়ে আলোচনা করা হয়।
2025 © জনপদ সংবাদ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
প্রয়োজনে যোগাযোগঃ ০১৭১২-০৬৮৯৫৩