সোমবার, ১৭ নভেম্বর ২০২৫, ০৭:৫৮ অপরাহ্ন

সংবাদ শিরোনামঃ
শার্শায় ধানের শীষের প্রচারে মফিকুল হাসান তৃপ্তির গণসংযোগ শেখ হাসিনার মৃত্যুদণ্ডের রায়: আবু সাঈদের বাবার প্রতিক্রিয়া পূবাইলে মেঘডুবীর জামিয়া সিদ্দিকিয়া মাদ্রাসায় হাফেজ ছাত্রদের পাগড়ি প্রদান মাভাবিপ্রবি শিক্ষার্থীর উদ্যোগে ত্রিপল বন্ড একাডেমিতে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠিত কোনাবাড়ীতে ট্রাক-অটোরিকশা সংঘর্ষে নিহত ১ চাকরী হারানোর জেদ থেকে সফল উদ্যোক্তা জয়পুরহাটে বিএনপি’র আনন্দ মিছিল দুমকি মৎস্য বিভাগের ‘মাঠ দিবস’ পালিত শেখ হাসিনার মৃত্যুদণ্ড জকসু নির্বাচন: ছাত্রদল ও ছাত্রঅধিকারের ‘ঐক্যবদ্ধ নির্ভীক জবিয়ান’ প্যানেল ঘোষণা মাভাবিপ্রবিতে নানা কর্মসূচির মধ্য দিয়ে পালিত হচ্ছে মওলানা ভাসানীর ৪৯তম মৃত্যুবার্ষিকী কোম্পানীগঞ্জে বিএনপির গণসমাবেশে ত্যাগী নেতাকর্মীদের মূল্যায়নের অঙ্গীকার জাবি সিনেটে জাকসুর পাঁচ শিক্ষার্থী প্রতিনিধি মনোনীত ২৩ প্রকাশনীকে নিয়ে কুয়েটে প্রথমবারের মতো সপ্তাহব্যাপী বই উৎসব মুরাদনগরে উপজেলা প্রশাসনের ধারাবাহিক মোবাইল কোর্ট ও অভিযান চব্বিশের গণ-অভ্যুত্থান দমনে পরিচালিত মানবতাবিরোধী অপরাধ মামলায় ট্রাইব্যুনালের প্রথম রায় আজ শেখ হাসিনার সর্বোচ্চ শাস্তির দাবিতে জাবিতে জাতীয় ছাত্রশক্তির মশাল মিছিল জাবির আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের শিক্ষকের বিরুদ্ধে তদন্ত দাবি শিক্ষার্থীদের মাওলানা ভাসানীর ৪৯তম মৃত্যুবার্ষিকী উপলক্ষ্যে সেমিনার অনুষ্ঠিত শেরপুর-২ আসনের এবি পার্টির মনোনীত সংসদ সদস্য প্রার্থীর কৃষকদের সঙ্গে মতবিনিময়

জাবি সিনেটে জাকসুর পাঁচ শিক্ষার্থী প্রতিনিধি মনোনীত

আমির ফয়সাল, জাবি প্রতিনিধি: 

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় (জাবি) সিনেট সদস্য হিসেবে কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ থেকে ভিপি, জিএস সহ পাঁচজন সদস্য মনোনীত হয়েছে।

সোমবার (১৭ নভেম্বর) সন্ধ্যা ৬টায় জাকসুর ৩য় কার্যনির্বাহী বৈঠকে নির্বাচিত অন্যান্য সদস্যদের মতামতের ভিত্তিতে এই সিদ্ধান্ত নেয়া হয়।

সিনেট প্রতিনিধিরা হলেন জাকসুর সহ-সভাপতি আবদুর রশিদ জিতু, সাধারণ সম্পাদক মো. মাজহারুল ইসলাম, যুগ্ম-সাধারণ সম্পাদক (পুরুষ) ফেরদৌস আল হাসান, যুগ্ম-সাধারণ সম্পাদক (নারী), আয়েশা সিদ্দিকা মেঘলা ও পরিবেশ ও প্রাকৃতি সংরক্ষণ বিষয়ক সম্পাদক মো. সাফায়েত মীর।

এবিষয়ে জাকসুর সাধারণ সম্পাদক মো. মাজহারুল ইসলাম বলেন, জাকসুর নির্বাচিত প্রতিনিধিদের সংখ্যাগরিষ্ঠ মতামতের ভিত্তিতে পাঁচজনকে সিনেট প্রতিনিধি হিসেবে নির্বাচিত করা হয়েছে। শিক্ষার্থী প্রতিনিধিত্বের এটি জাকসুর একটি গুরুত্বপূর্ণ অংশ এবং নির্বাচিতদের থেকে ভবিষ্যতে সিনেটে ভালো কিছুর আশা করা হচ্ছে।

জাকসুর সহ-সভাপতি আব্দুর রশিদ জিতু বলেন, জাকসুর শিক্ষার্থী প্রতিনিধিদের থেকে ৫জন সিনেটে যাওয়ার কথা ছিল। এটি ২য় কার্য নির্বাহী বৈঠকে সিদ্ধান্ত চূড়ান্ত না হওয়ায় আজকের ৩য় সভায় অধিকাংশের মতামতের ভিত্তিতে পাঁচজনকে মনোনীত করা হয়েছে।

এছাড়া, জাকসুর ৩য় কার্যনির্বাহী বৈঠকে শিক্ষকদের বিচার, একাডেমিক সংস্কার, নাম্বার টেম্পারিং, বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন উন্নয়ন প্রকল্প ও জাকসু ফান্ড হিসাব এজেন্ডাগুলো নিয়ে আলোচনা করা হয়।

সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন

2025 © জনপদ সংবাদ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত

প্রয়োজনে যোগাযোগঃ ০১৭১২-০৬৮৯৫৩