রবিবার, ১৬ নভেম্বর ২০২৫, ০২:৪২ পূর্বাহ্ন
মো: জিসান রহমান, মাভাবিপ্রবি প্রতিনিধি:
টাঙ্গাইলের মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (মাভাবিপ্রবি) জালালাবাদ স্টুডেন্টস অ্যাসোসিয়েশনের আয়োজনে ১৪ই নভেম্বর, শুক্রবার সন্ধ্যা ৬টায় মাল্টিপারপাস ভবনের দ্বিতীয় তলায় উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হলো নবীন বরণ, বিদায় সংবর্ধনা, কালচারাল প্রোগ্রাম এবং নিশিভোজসহ একটি বর্ণাঢ্য অনুষ্ঠান।
বৃহত্তর সিলেট বিভাগের সিলেট, হবিগঞ্জ, সুনামগঞ্জ ও মৌলভীবাজার জেলার শিক্ষার্থীদের নিয়ে গঠিত সংগঠনটি ২০২৪-২৫ শিক্ষাবর্ষের নবীন শিক্ষার্থীদের বরণ করে নেয়। অনুষ্ঠানের শুরুতেই নবীনদের শুভেচ্ছা জানান সংগঠনের সভাপতি নিশাত তাসনীম।
পরবর্তীতে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের সিনিয়র শিক্ষার্থীরা নবীনদের উদ্দেশ্যে দিকনির্দেশনামূলক বক্তব্য প্রদান করেন। তারা বলেন, “বিশ্ববিদ্যালয় জীবন নিজেকে গড়ে তোলার শ্রেষ্ঠ সময়। নিয়মিত অধ্যয়ন, নৈতিকতা ও মানবিক মূল্যবোধ ধারণের মাধ্যমে একজন শিক্ষার্থী কেবল সফলই নয়, সমাজের জন্য কল্যাণময় মানুষ হতে পারে।”
নবীনদের হাতে ফুল ও ক্রেস্ট তুলে দিয়ে বরণ করা হয় এবং ২০১৯-২০ সেশনের শিক্ষার্থীদের ক্রেস্ট প্রদান করে বিদায় সংবর্ধনা দেওয়া হয়।
অনুষ্ঠানের পুরো সময় সঞ্চালনায় ছিলেন টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং বিভাগের রাকিব এবং ম্যানেজমেন্ট বিভাগের সিয়ানা। তাদের প্রাণবন্ত উপস্থাপনায় পুরো পরিবেশ আরও প্রাণচঞ্চল হয়ে ওঠে।
অনুষ্ঠানে সিলেটের ঐতিহ্যবাহী চায়ের ইতিহাস বিশেষভাবে তুলে ধরা হয়। বক্তারা জানান, সিলেটের মালনীছড়া ও লাক্কাতুরা চা-বাগান দেশের অন্যতম প্রাচীন চা-বাগান—যা সিলেটের আতিথেয়তা, অর্থনীতি ও সংস্কৃতির গর্ব।
সাংস্কৃতিক পর্বে সিলেটি সংগীত, নাচ এবং ‘ধামাইল’ পরিবেশনা দর্শকদের মুগ্ধ করে। সবশেষে সবার জন্য নিশিভোজের আয়োজন করা হয়। ধন্যবাদ জ্ঞাপনের মাধ্যমে সভাপতি নিশাত তাসনীম অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করেন।
2025 © জনপদ সংবাদ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
প্রয়োজনে যোগাযোগঃ ০১৭১২-০৬৮৯৫৩