শনিবার, ০৬ ডিসেম্বর ২০২৫, ০২:২২ পূর্বাহ্ন
মোঃ মহিম ইসলাম, বাগেরহাট প্রতিনিধিঃ
মোংলা উপজেলার জয়মনি সাইলো জেডি সংলগ্ন পশুর নদী থেকে নিখোঁজ যুক্তরাষ্ট্রের প্রবাসী রিয়ানা আফজালের (২৮) মরাদেহ উদ্ধার করেছে বাংলাদেশ কোস্টগার্ড পশ্চিম জোন।
সোমবার (১০) নভেম্বর সকাল ৭ টায় প্রাপ্ত তথ্যের ভিত্তিতে কোস্টগার্ড বেইস মোংলা ও স্টেশন হারবারিয়া হতে দুইটি উদ্ধারকারী দল।
কোস্ট গার্ড বোট যোগে অতিদ্রুত ঘটনাস্থলে পৌঁছায় এবং নিখোঁজ পর্যটকের অনুসন্ধানে উদ্ধার অভিযান পরিচালনা করে। চলমান ৩ দিনের ধারাবাহিক অনুসন্ধানে মোংলা জয়মনি সাইলো জেটি সংলগ্ন এলাকায় ভাসমান অবস্থায় উক্ত নিখোঁজ হওয়া যুক্তরাষ্ট্রপ্রবাসী ও বিমানবাহিনীর পাইলট নারী পর্যটক রিয়ানা আবজালের মরদেহ উদ্ধার করা হয়েছে।
কোস্টগার্ড মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম-উল-হক বলেন, গত ৮ নভেম্বর ২০২৫ তারিখ শনিবার ১৪ জন পর্যটক সুন্দরবনের করমজল ভ্রমণের উদ্দেশ্যে জালি বোট যোগে যাত্রা শুরু করে। অতঃপর বোটটি দুপুর ১ টায় সুন্দরবনের ঢাংমারি খাল সংলগ্ন এলাকায় পৌঁছালে প্রবল ঢেউয়ে বোটটি নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায়। স্থানীয় বোটের সহায়তায় ১৩ জন টুরিস্টকে জীবিত উদ্ধার করা হলেও ১ জনকে উদ্ধার করা সম্ভব হয়নি। পরবর্তীতে বোটে থাকা জনৈক এক ব্যক্তি বিষয়টি কোস্ট গার্ডকে অবগত করেন।
তিনি আরও বলেন, পর্যটকদের সুরক্ষা ও ঝুঁকিমুক্ত ভ্রমণ নিশ্চিতে বাংলাদেশ কোস্ট গার্ড এ ধরনের অভিযান অব্যাহত রাখবে। উদ্ধারকৃত মৃতদেহ পরবর্তীতে চাঁদপাই নৌ থানা পুলিশের নিকট হস্তান্তর করা হয়।
2025 © জনপদ সংবাদ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
প্রয়োজনে যোগাযোগঃ ০১৭১২-০৬৮৯৫৩