রবিবার, ০৯ নভেম্বর ২০২৫, ০৯:৫৮ অপরাহ্ন
সরুজ আলী, নাটোর প্রতিনিধি:
নাটোরের বড়াইগ্রামের বনপাড়া পৌরসভার ৭ওর্য়াড হারোয়া গ্রামের বনপাড়া বাজারের হালদার আরোগযলয়ের মালিক ও চিকিৎসক রন্জির কুমার হালদার রাত প্রায় ১টার দিকে মারা গেছেন।
শনিবার দিবাগত রাতে নিজ বাড়িতে মারা যান। তিনি দীর্ঘদিন অসুস্থ ছিলেন ও কয়েকবার ষ্টোক করেছেন ও কয়েক বার ভারতে চিকিৎসা নিয়েছেন ভিসার সমসযায় আর বাহিরে যেতে পারেননি।
তিনি প্রথমে পাটোয়ারী হাসপাতালে সহযোগী হিসাবে কাজ করেন পরবর্তীতে বনপাড়া বাজার হালদার আরোগযলয় প্রতিষ্টা করে চিকিৎসা দিয়ে আসতেছিলেন। তিনি সৎ ও গরীবের চিকিৎসক নামে পরিচিত ছিলেন। তিনি কোন রোগী আসলে টাকার জনয কোন প্রকার চাহিদা ছিলনা গরীব হলে টাকাই নিতেন না।
তার মৃতযর খবর শুনে নাটোর জেলা বিএনপির যুগ্ন আহবায়ক লুৎফর রহমান,সাবেক উপজেলা ছাএদলের সভাপতি আঃ ছালাম মোল্লা, বনপাড়া পৌর বিএনপি সাবেক যুগ্ন আহবায়ক এবি এম ইকবাল হোসেন রাজু, উপজেলা যুবদলের ভারপ্রাপ্ত সভাপতি মোস্তাফিজুর রহমান পারভেল, পৌর যুবদল এর সাবেক সভাপতি মিজানুর রহমান মিজান,বনপাড়া পৌরসভার বিএন নেতা ও মহুরীবারের সাধারণ সম্পাদক আসাদুজ্জামান আসাদ, ৭নং ওর্য়াড বিএনপি সভাপতি আকতার হোসেন সহ এলাকার সন্মানিত বযাক্তিবর্গ বন্ধুবান্ধব দেখতে আসেন। আজ বিকাল ৪টার সময় হারোয়া শ্মশানে তাহাকে দযাহ করা হবে।
2025 © জনপদ সংবাদ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
প্রয়োজনে যোগাযোগঃ ০১৭১২-০৬৮৯৫৩