শনিবার, ০৮ নভেম্বর ২০২৫, ০৯:৫৫ অপরাহ্ন
বিজয় চৌধুরী, দিরাই প্রতিনিধি:
সুনামগঞ্জ-২ দিরাই শাল্লা আসনে বাংলাদেশের কমিউনিস্ট পার্টির মনোনয়ন পেলেন বামপন্থী রাজনীতিবিদ এডভোকেট নিরঞ্জন দাস খোকন।
উল্লেখ্য আসনটি দীর্ঘদিন যাবৎ আওয়ামীলীগের প্রভাবশালী নেতা সুরঞ্জিত সেনগুপ্তের অধীনে। ছাত্র জীবন থেকে মেহনতি মানুষের পক্ষে কাজ করে যাওয়া এডভোকেট নিরঞ্জন দাস দ্বিতীয় বার মনোনয়ন পেলেন একই আসন থেকে। প্রাথমিকের শিক্ষক পিতা তথা মধ্যেবিত্ত পরিবারের সন্তান নিরঞ্জন ছোট থেকেই হাওর অঞ্চলে বেড়ে ওঠা। হাওর অঞ্চলের গ্রামীণ মানুষের দূরদশার চিত্র কাছে থেকে দেখেছেন। আওয়ামীলীগ নির্বাচনে না অংশগ্রহণ করতে পারলে আসনটিতে খোকনের প্রধান প্রতিদ্বন্দ্বী হবেন বিএনপির মনোনীত প্রার্থী। অতীতে এই আসন থেকে সাম্যবাদী আদর্শের কয়েকজন দলিল সম্প্রদায়ের নেতা উঠে এসেছেন তাদের মধ্যে অক্ষয় কুমার দাস অন্যতম যারা গোটা রাজনৈতিক জীবনে হাওর অঞ্চলের এই সুবিধা বঞ্চিত জনগণের প্রতিনিধিত্ব করে এসেছেন। সবশেষে দেখার বিষয় অতীতের সফল দলিত সম্প্রদায়ের সফল নেতাদের মতো জনগণ নিরঞ্জন দাসকে তাদের প্রতিনিধি নির্বাচন করে কি না।
আসনটিতে কৃষক শ্রমিক সংখ্যাগরিষ্ঠ থাকা সত্ত্বেও তাদের কাছে সাম্যবাদী আদর্শ প্রচার করতে ততটা সফল হতে পারে নি বামপন্থী রাজনৈতিক দলগুলো।
2025 © জনপদ সংবাদ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
প্রয়োজনে যোগাযোগঃ ০১৭১২-০৬৮৯৫৩