মঙ্গলবার, ০৪ নভেম্বর ২০২৫, ০১:৫৫ পূর্বাহ্ন
মোঃ মহিম ইসলাম, বাগেরহাট প্রতিনিধি:
জাতীয় বিশ্ববিদ্যালয়ের (National University – NU) বিভিন্ন পরীক্ষার অযৌক্তিক ফি বৃদ্ধির প্রতিবাদে এবং তা অবিলম্বে প্রত্যাহারের দাবিতে মোংলা সরকারি কলেজের সাধারণ শিক্ষার্থীরা বিক্ষোভ মিছিল ও স্মারকলিপি কর্মসূচি পালন করেছেন।
সোমবার (৩ নভেম্বর) মোংলা সরকারি কলেজ ক্যাম্পাসের সাধারণ শিক্ষার্থীরা অধ্যক্ষের মাধ্যমে জাতীয় বিশ্ববিদ্যালয় কর্তৃক ৩য় বর্ষের যে অযৌক্তিক টাকা ধার্য করা হয়েছে। তা প্রত্যাহারের দাবিতে বিক্ষোভ কর্মসূচি ও ভিসি বরাবর স্মারকলিপি প্রদান করা হয়।
এসময় তারা বলেন, জাতীয় বিশ্ববিদ্যালয় বারবার ফরম পূরণ (form fill-up) ও মানোন্নয়ন পরীক্ষার (improvement exam) ফি অস্বাভাবিকভাবে বৃদ্ধি করছে। এই বর্ধিত ফি মধ্যবিত্ত ও নিম্নবিত্ত পরিবারের শিক্ষার্থীদের জন্য ভারসাম্যহীন বোঝা তৈরি করছে। শিক্ষার্থীরা বলছেন, শিক্ষা সবার মৌলিক অধিকার হলেও বারবার ফি বাড়িয়ে শিক্ষার সুযোগকে সীমিত করে দেওয়া হচ্ছে।
অবিলম্বে এই অযৌক্তিক সিদ্ধান্ত প্রত্যাহারের দাবি জানান। কর্মসূচিতে তারা আরও উল্লেখ করেন, যে দেশের মোট শিক্ষার্থীর প্রায় ৭০ শতাংশ জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে পড়াশোনা করলেও মাথাপিছু বরাদ্দ খুবই কম। এর বিপরীতে শিক্ষার্থীদের ওপর অতিরিক্ত ফি চাপানো হচ্ছে। বিক্ষোভকারীরা দ্রুত ফি বৃদ্ধি প্রত্যাহার ও একটি শিক্ষার্থীবান্ধব নীতিমালা প্রণয়নের দাবি জানান।
বিশ্ববিদ্যালয় সূত্রে জানা গেছে, চলতি বছরে তত্ত্বীয় পূর্ণ কোর্সের ফি ২৫০ টাকা থেকে বাড়িয়ে ৩৫০ টাকা এবং অর্ধ কোর্সের ফি ২০০ টাকা থেকে বাড়িয়ে ২৫০ টাকা করা হয়েছে। ব্যবহারিক কোর্সের ফি গত বছরের ২৫০ টাকার পরিবর্তে এবার ৩৫০ টাকা ধার্য করা হয়েছে। এছাড়া ইনকোর্স পরীক্ষা ফি ৩০০ টাকা থেকে বেড়ে ৬০০ এবং কেন্দ্র ফি (তত্ত্বীয়) ৪৫০ টাকা থেকে বেড়ে হয়েছে ৬০০ টাকা। ব্যবহারিক কেন্দ্র ফি ১৫০ টাকার পরিবর্তে ২৫০ টাকা নির্ধারণ করা হয়েছে।
সবচেয়ে বড় পরিবর্তন এসেছে বিশেষ অন্তর্ভুক্তি ফি-তে। অনিয়মিত গ্রেড উন্নয়ন ও মানোন্নয়ন পরীক্ষার্থীদের জন্য এ ফি গত বছরের ৩০০ টাকা থেকে বেড়ে ১০০০ টাকা করা হয়েছে। এছাড়া ২০১৬-১৭ শিক্ষাবর্ষের অকৃতকার্য শিক্ষার্থীদের সর্বমোট ফি ৫০০০ টাকা থেকে বেড়ে ৬০০০ টাকা নির্ধারণ করা হয়েছে।
2025 © জনপদ সংবাদ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
প্রয়োজনে যোগাযোগঃ ০১৭১২-০৬৮৯৫৩