সোমবার, ০৩ নভেম্বর ২০২৫, ০৩:৪৭ পূর্বাহ্ন
অলি উল্লাহ রিপন, বাউফল (পটুয়াখালী) প্রতিনিধি:
পটুয়াখালী বাউফল উপজেলা গেট সংলগ্ন সোনালী ব্যাংক এর শাখা স্থানান্তর না করার দাবিতে স্থানীয় গ্রাহক ও ব্যবসায়ীদের মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
আজ (২ নবেম্বর -২০২৫) রবিবার সকালে ঘন্টা ব্যাপী স্থানীয় গ্রাহক ও ব্যবসায়িকদের মানববন্ধন অনুষ্ঠিত হয়।
মানববন্ধন প্রতিবাদে বক্তারা বলেন দীর্ঘ ২৫ বছর যাবত গ্রাহক সেবা দিয়ে যাচ্ছে এই শাখা টি, উপজেলা গেটে থাকায় একাউন্ট অফিস সহ বিভিন্ন সেবা পেয়ে থাকে গ্রাহকরা।
বয়স্ক ভাতা পায় এমন একজন বলেন উপজেলা গেটে থাকায় উপজেলার কার্যক্রম সহ ব্যাংকের কার্যক্রম করতে সুবিধা হয় না এখন থেকে অন্য কোথায় ব্যাংকের শাখাটি চলে গেলে তারা হয়রানি হবেন এ কথা বলেন।
হঠাৎ রহস্য জনক কারণে ব্যাংকের কিছু কর্মকর্তারা শাখা টি এখান থেকে বাউফল হাইস্কুল রোড এলাকায় নিতে চাচ্ছেন। এতে গ্রাহকদের ভোগান্তিতে পড়তে হবে বলে জানান গ্রাহকরা।
গ্রাহক ও ব্যবসায়িকরা সোনালী ব্যাংক এর শাখা টি পূর্বের স্হানে রাখার দাবি জানান ।
মানববন্ধনে উপস্থিত ছিলেন উপজেলা জিয়া মঞ্চের আহবায়ক ও ব্যবসায়িক মোঃ ফিরোজ,পৌরসভার ৯ নং ওয়ার্ড সাবেক কাউন্সিলার হোসেন আলি বাবুল,স্থানীয় ঠিকাদার ও গ্রাহক মোঃ মজিবর তালুকদার,বাউফল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের এর সাবেক ক্যাশিয়ার মোঃমোতাবেক সরদার ,বাউফল সরকারি কলেজের সাবেক অফিস সহকারী মোঃসাজাহান মৃধা,ব্যবসায়িক মোঃ জাকির হোসেন,গ্রাহক মোঃ মোশারফ হাজী ব্যবসায়িক মোঃ রেজাউল,মোঃ সাইফুল ইসলাম সুমন, মোঃ সোহাগ, মোঃ রুবেল,মোঃ জুলাস,জসিম, মোঃ সোহেল, মোঃরিয়াজ,মেহেদী,পংকজ,মোঃ মোস্তফা ও এলাকার বিভিন্ন পেশার মানুষ।
2025 © জনপদ সংবাদ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
প্রয়োজনে যোগাযোগঃ ০১৭১২-০৬৮৯৫৩