সোমবার, ০৩ নভেম্বর ২০২৫, ০৩:৪৬ পূর্বাহ্ন
জাহিদ হাসান, নওগাঁ প্রতিনিধি:
বঙ্গোপসাগরে সৃষ্ট নিম্নচাপের প্রভাবে টানা কয়েকদিনের বৃষ্টিতে নওগাঁ জেলার বিভিন্ন উপজেলার ফসলি জমি এখন পানিতে তলিয়ে আছে। সবচেয়ে বেশি ক্ষতির আশঙ্কা তৈরি হয়েছে আগাম আলু, রোপা আমন ধান ও শীতকালীন সবজির খেতে।
গত বছর আলু চাষ করে লোকসানে পড়েছিলেন কৃষকরা। সেই ক্ষতি কাটিয়ে উঠতে এবার অনেকেই আগাম আলু চাষে নেমেছিলেন। কিন্তু অপ্রত্যাশিত এই বৃষ্টিতে তাদের সেই আশা এখন দুশ্চিন্তায় পরিণত হয়েছে। অনেক জায়গায় জমিতে পানি জমে বীজ পচে যাওয়ার আশঙ্কা দেখা দিয়েছে।
জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের তথ্য অনুযায়ী, এ বছর জেলায় ১ লাখ ৯৩ হাজার হেক্টর জমিতে আমন ধান, ২১ হাজার হেক্টর জমিতে আলু এবং ১ হাজার ৮৪৫ হেক্টর জমিতে শীতকালীন সবজি চাষের লক্ষ্য নির্ধারণ করা হয়েছে।
সরেজমিনে দেখা গেছে, কোথাও আলু আবাদের জমি প্রস্তুত করা হয়েছে, আবার কোথাও সদ্য বীজ রোপণ সম্পন্ন হয়েছে। কিন্তু টানা বৃষ্টিতে এসব জমি এখন পানিতে ডুবে গেছে। কৃষকরা বিভিন্ন উপায়ে পানি সরানোর চেষ্টা চালাচ্ছেন, কিন্তু বৃষ্টির তীব্রতা কমছে না। শুধু আলুই নয়, আগাম জাতের ফুলকপি, বাঁধাকপি, টমেটো, মরিচ, বেগুন, মুলা সহ বিভিন্ন সবজির গাছও নুয়ে পড়েছে। অনেক ক্ষেতের আধা-পাকা ধানও পানিতে তলিয়ে গেছে।
স্থানীয় কৃষকরা জানান, গত বছর আলুর দাম না পাওয়ায় এবার লাভের আশায় আগাম আলু রোপণ করেছিলেন। কিন্তু হঠাৎ বৃষ্টিতে সেই আশায় ভাটা পড়েছে। জমি থেকে পানি দ্রুত না সরলে নতুন করে বীজ রোপণ করা সম্ভব হবে না। শাকসবজির শিকড়ও পচে যাচ্ছে। পরিস্থিতি এভাবে চলতে থাকলে বড় ধরনের ক্ষতির মুখে পড়বেন তারা।
2025 © জনপদ সংবাদ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
প্রয়োজনে যোগাযোগঃ ০১৭১২-০৬৮৯৫৩