সোমবার, ০৩ নভেম্বর ২০২৫, ০৩:৪৯ পূর্বাহ্ন
মো: সোহেল রানা, ঠাকুরগাঁও প্রতিনিধি:
বঙ্গোপসাগরে সৃষ্ট নিম্নচাপের প্রভাবে টানা দুদিনের বৃষ্টিতে ঠাকুরগাঁওয়ের বিভিন্ন উপজেলার রোপা আমন ধান মাটিতে নুয়ে পড়েছে। ঘরে তোলার আগমুহূর্তে আধা পাকা ধান বৃষ্টিতে ভিজে পড়ায় ব্যাপক ক্ষতির আশঙ্কায় পড়েছেন কৃষকেরা।
জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের তথ্য অনুযায়ী, শুধু সদর উপজেলাতেই এখন পর্যন্ত প্রায় ১৮ হেক্টর জমির ধান নুয়ে পড়েছে। অন্যান্য উপজেলার ক্ষতির পরিমাণ নিরূপণের কাজ চলছে। চলতি মৌসুমে জেলায় মোট ১ লাখ ৩৭ হাজার ২৯০ হেক্টর জমিতে আমনের আবাদ হয়েছে।
রবিবার সদর উপজেলার কয়েকটি ইউনিয়নের মাঠ ঘুরে দেখা গেছে, হলুদ হয়ে আসা ধানের খেত মাটিতে লুটিয়ে পড়েছে। অনেক কৃষকেরই আশঙ্কা, এতে ফলন ও ধানের গুণগত মান দুইই কমে যেতে পারে।
পাহাড়ভাঙ্গা এলাকার কৃষক আব্দুল আলী বলেন, “চার একর জমিতে আমন রোপণ করেছি। ১৫ দিন পর কাটার কথা ছিল। কিন্তু টানা বৃষ্টিতে ধান শুয়ে পড়েছে, জমিতে পানি জমে শিষ ভিজে যাচ্ছে। মনে হয় ফলন অর্ধেক হয়ে যাবে।”
এ বিষয়ে ঠাকুরগাঁও কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক মাজেদুল ইসলাম জানান, ক্ষতির সঠিক পরিমাণ নিরূপণের কাজ চলছে। কৃষকদের পাশে থেকে পরামর্শ ও সহযোগিতা দেওয়া হচ্ছে। তিনি বলেন, “যেসব ধান শুয়ে পড়েছে সেগুলো গোছা করে বেঁধে দিলে কিছুটা হলেও ক্ষতি কমানো সম্ভব।”
2025 © জনপদ সংবাদ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
প্রয়োজনে যোগাযোগঃ ০১৭১২-০৬৮৯৫৩