সোমবার, ০৩ নভেম্বর ২০২৫, ০৩:৩৬ পূর্বাহ্ন
আবু সাঈদ, পঞ্চগড় প্রতিনিধি:
পঞ্চগড় সদর হাসপাতালের আধুনিকায়ন ও উন্নয়ন কাজে সহায়তার লক্ষ্যে বাংলাদেশ জামায়াতে ইসলামী ১০ লক্ষ টাকার অনুদান প্রদান করেছে।
রোববার (২ নভেম্বর) সকাল ৯টা ৩০ মিনিটে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে বাংলাদেশ জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা আব্দুল হালিম পঞ্চগড়ের জেলা প্রশাসক মোঃ সাবেত আলীর হাতে অনুদানের চেকটি তুলে দেন।
অনুদানটি জামায়াতে ইসলামীর আমীর ডা. শফিকুর রহমানের পক্ষ থেকে প্রদান করা হয়। এ সময় জেলা জামায়াতের আমীর ও পঞ্চগড়-১ আসনের মনোনিত সংসদ সদস্য প্রার্থী মাওলানা ইকবাল হোসাইন, জেলা সেক্রেটারী মাওলানা দেলোয়ার হোসাইন,পঞ্চগড় ২ আসনের মনোনিত সংসদ সদস্য প্রার্থী মোঃ সফিউল আলম,ছাত্রশিবিরের জেলা সেক্রেটারি মোহিনুল্লাহ মুহিব সহ স্থানীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
চেক হস্তান্তর শেষে জেলা প্রশাসক মোঃ সাবেত আলী পঞ্চগড় সদর হাসপাতালের উন্নয়ন কার্যক্রমে সহযোগিতার জন্য জামায়াতে ইসলামীর নেতৃবৃন্দকে আন্তরিক ধন্যবাদ জানান এবং হাসপাতালের আধুনিকায়ন প্রক্রিয়া দ্রুত বাস্তবায়নের প্রত্যাশা ব্যক্ত করেন।
2025 © জনপদ সংবাদ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
প্রয়োজনে যোগাযোগঃ ০১৭১২-০৬৮৯৫৩