সোমবার, ০৩ নভেম্বর ২০২৫, ০৩:৩৩ পূর্বাহ্ন
রাজবাড়ীতে ফায়ার সার্ভিস স্টেশনের সামনে ভয়াবহ মোটরসাইকেল দুর্ঘটনায় একজন কিশোর নিহত হয়েছেন। নিহতের নাম রিয়াদ আলি শেখ, বয়স ১৫। দুর্ঘটনাটি ঘটেছে রবিবার, রাজবাড়ী–শ্রীপুর সড়কের পাবলিক হেলথ কার্যালয়ের পাশে।
রিয়াদ আলি শেখ রাজবাড়ী সদর উপজেলার ধুলদি দাদশি এলাকার রহত আলি শেখের ছেলে। স্থানীয় কাদেরিয়া বেকারিতে চাকরি করতেন তিনি। জানা গেছে, দোকানের মালপত্র কিনতে রিয়াদকে পাঠানো হয়েছিল। পথে পরিচিত এক ব্যক্তির মোটরসাইকেলে শ্রীপুর থেকে বড়পুলের দিকে যাচ্ছিলেন।
ফায়ার সার্ভিস স্টেশনের সামনে পৌঁছালে মোটরসাইকেলটি একটি ট্রাকের সঙ্গে ধাক্কা খায়। এতে রিয়াদ গুরুতর আহত হন। দ্রুত ফায়ার সার্ভিসের সদস্যরা তাকে উদ্ধার করে রাজবাড়ী সদর হাসপাতালে নিয়ে যান, কিন্তু সেখানে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।
এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। নিহতের পরিবার কান্নায় ভেঙে পড়েছেন। স্থানীয়রা বলছেন, এই সড়কে ভারী যানবাহনের চলাচল বেশি হওয়ায় অতিরিক্ত সতর্কতার প্রয়োজন।
পুলিশ দুর্ঘটনাকবলিত ট্রাক ও মোটরসাইকেল শনাক্তের চেষ্টা করছে।
2025 © জনপদ সংবাদ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
প্রয়োজনে যোগাযোগঃ ০১৭১২-০৬৮৯৫৩