রবিবার, ১৯ অক্টোবর ২০২৫, ১২:১১ পূর্বাহ্ন
বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি রাঙামাটি জেলা ইউনিটের ভারপ্রাপ্ত চেয়ারম্যান এস.এম. শফিউল আজমের আগমন উপলক্ষে বাঘাইছড়ি উপজেলা ইউনিটের পক্ষ থেকে এক আন্তরিক সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
আজ শনিবার (১৮ অক্টোবর ) সকাল ১০টায় বাঘাইছড়ি উপজেলা বটতলী স্পোর্টিং ক্লাবে সংবর্ধনার আয়োজন করা হয়।
অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি বাঘাইছড়ি উপজেলা ইউনিটের সদস্য মো. সেলিম উদ্দিন বাহারী। এছাড়াও ইউনিটের কর্মকর্তা, স্বেচ্ছাসেবক, যুব সদস্য ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ অনুষ্ঠানে অংশ নেন।
বক্তারা বলেন, রেড ক্রিসেন্ট একটি মানবিক সেবামূলক সংগঠন, যার মূল লক্ষ্য মানবতার কল্যাণে নিরলসভাবে কাজ করে যাওয়া। তাঁরা আশা প্রকাশ করেন, এস.এম. শফিউল আজমের নেতৃত্বে রাঙামাটি জেলার সকল ইউনিটের কার্যক্রম আরও গতিশীল ও সেবামুখী হবে।
সংবর্ধনা অনুষ্ঠানে অতিথিদের ফুলেল শুভেচ্ছা জানানো হয় এবং মানবিক কার্যক্রমের ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে সৌহার্দ্যপূর্ণ আলোচনা অনুষ্ঠিত হয়।
অতিথিরা বাঘাইছড়ি ইউনিটের কার্যক্রমের প্রশংসা করেন এবং তরুণ স্বেচ্ছাসেবকদের মানবসেবায় আরও সক্রিয় হওয়ার আহ্বান জানান।
শেষে ইউনিটের পক্ষ থেকে অতিথিদের প্রতি কৃতজ্ঞতা জানানো হয় এবং রেড ক্রিসেন্টের আদর্শ “মানবতার জন্য সেবা”— এই মন্ত্রে অনুপ্রাণিত হয়ে কাজ চালিয়ে যাওয়ার প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করা হয়।
2025 © জনপদ সংবাদ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
প্রয়োজনে যোগাযোগঃ ০১৭১২-০৬৮৯৫৩