মঙ্গলবার, ০৯ সেপ্টেম্বর ২০২৫, ০৯:০৭ পূর্বাহ্ন

সংবাদ শিরোনামঃ
শিবচরে ব্যাংক গ্রাহকের টাকা চুরি, হাতেনাতে ধরা পড়লো চোর নলছিটিতে সাংবাদিকের ওপর সন্ত্রাসী হামলা চুনারুঘাটের নালুয়া চা বাগানে ধর্মীয় উৎসব কারাম পূজা পালন শিক্ষকদের গবেষণার গুণগত মান বৃদ্ধিতে নজরুল বিশ্ববিদ্যালয়ে কর্মশালা অসহায় রোগীকে আর্থিক সহায়তা প্রদান করলেন জয়পুরহাট জামায়াত কুবি শিক্ষার্থী হত্যা: মানববন্ধনে বাস দিতে অস্বীকৃতি, প্রশাসনিক ভবনে তালা শিক্ষার্থীদের বিএনপি’র প্রতিষ্ঠাবার্ষিক উপলক্ষে ববি ছাত্রদলের মাছের পোনা অবমুক্ত শিবচরে অবৈধ বালু উত্তোলনের বিরুদ্ধে প্রশাসনের অভিযান, জরিমানা ও সরঞ্জাম জব্দ পত্রিকায় সংবাদ প্রকাশের পর অসহায়দের পাশে ইউএনও মহোদয় ফ্যাস্টিট শাসনে ধ্বংস হওয়া প্রতিষ্ঠানগুলো শক্তিশালী করবে বিএনপি-মির্জা ফখরুল কালকিনিতে ভ্যাকসিন সংকট: সাপে কাটা ও কুকুর-বিড়ালের কামড়ে রোগীরা বিপাকে সেমিস্টারের আগের রাতে নিজ বাসায় কুবি শিক্ষার্থী ও তার মা খুন খুবিতে প্রথম বাঁধন অলিম্পিয়াড অনুষ্ঠিত নজরুল বিশ্ববিদ্যালয়ে TechMind Hackathon 2025 অনুষ্ঠিত শিবগঞ্জে প্রগতি সংস্থার আয়োজনে বাল্যবিবাহ ও আত্মহত্যা প্রতিরোধে শিক্ষার্থী সমাবেশ ঠাকুরগাঁওয়ে মাটি খুঁড়লেই সোনা, গুজবে মানুষের ঢল ঠাকুরগাঁওয়ে ৮ বছর পর বিএনপির দ্বি-বার্ষিক সম্মেলন-পরিদর্শনে মির্জা ফখরুল বাঘাইছড়ি পৌর শ্রমিক দলের দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত রংপুর-৩ আসনের ইতিহাস রক্ষায় ৯নং ওয়ার্ডবাসীর আন্দোলন কাগজে-কলমে এতিম, বাস্তবে নেই, সরকারি বরাদ্দের টাকা আত্মসাতের অভিযোগ

কালকিনিতে ভ্যাকসিন সংকট: সাপে কাটা ও কুকুর-বিড়ালের কামড়ে রোগীরা বিপাকে

শাওন বল, কালকিনি (মাদারীপুর) প্রতিনিধি:

মাদারীপুরের কালকিনি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে দীর্ঘদিন ধরে সাপে কাটা ও জলাতঙ্ক প্রতিরোধী ভ্যাকসিনের (অ্যান্টিভেনম ও র‌যাবিস ভ্যাকসিন) ঘাটতি দেখা দিয়েছে। এ কারণে প্রতিদিনই নানা দুর্ঘটনায় আক্রান্ত রোগীরা চরম ভোগান্তির শিকার হচ্ছেন। চিকিৎসা নিতে গিয়ে রোগীদের ভোগান্তি।

স্থানীয় সূত্রে জানা যায়, গ্রামাঞ্চলে এখনো সাপে কামড়ের ঘটনা ঘটছে। আবার হরহামেশাই কুকুর বা বিড়ালের কামড়ে শিশুসহ অনেকেই আহত হচ্ছেন। কিন্তু উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভ্যাকসিনের মজুদ না থাকায় জরুরি মুহূর্তে রোগীরা প্রয়োজনীয় চিকিৎসা পাচ্ছেন না। ফলে ভুক্তভোগীদের বাধ্য হয়ে মাদারীপুর সদর, বরিশাল কিংবা ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ছুটতে হচ্ছে। এতে একদিকে সময় নষ্ট হচ্ছে, অন্যদিকে বাড়ছে খরচ ও ঝুঁকি।

একজন ভুক্তভোগী অভিভাবক জানান, আমার ছেলেকে কুকুরে কামড় দিলে সঙ্গে সঙ্গে স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাই। কিন্তু সেখানে ভ্যাকসিন না থাকায় আমাদের ৫০ কিলোমিটার দূরে যেতে হয়েছে। এতে শুধু খরচই বাড়েনি, সময় নষ্ট হওয়ার কারণে ছেলে ভীষণ আতঙ্কে ছিল।

চিকিৎসকদের মতে, সাপে কামড় বা জলাতঙ্কের টিকা সময়মতো না পেলে রোগীর জীবনহানির ঝুঁকি বহুগুণ বেড়ে যায়। বিশেষত গ্রামীণ অঞ্চলের সাধারণ মানুষ এমনিতেই সচেতনতার অভাবে দেরিতে চিকিৎসা নিতে আসেন। সেখানে আবার ভ্যাকসিন না থাকলে পরিস্থিতি মারাত্মক আকার ধারণ করে।

কালকিনি এলাকার সাধারণ মানষ অভিযোগ করে বলেন, দীর্ঘদিন ধরে এ সংকট চললেও কোনো কার্যকর উদ্যোগ নেওয়া হয়নি। প্রতি বছরই বরাদ্দের ঘাটতি বা প্রশাসনিক জটিলতার কারণে স্বাস্থ্য কমপ্লেক্সে যথেষ্ট পরিমাণ ভ্যাকসিন সরবরাহ করা হয় না। ফলে সাধারণ মানুষ সরকারি চিকিৎসা থেকে বঞ্চিত হয়ে পড়ছেন।

এ অবস্থায় ভুক্তভোগী ও স্থানীয় বাসিন্দারা দ্রুত উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পর্যাপ্ত ভ্যাকসিন সরবরাহ নিশ্চিত করার জন্য স্বাস্থ্য অধিদপ্তর ও স্থানীয় প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন। তাদের দাবি, জরুরি চিকিৎসা পাওয়ার অধিকার জনগণের মৌলিক অধিকার, তাই এ ধরনের সংকট দ্রুত সমাধান না হলে ভবিষ্যতে বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারে।

সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন

2025 © জনপদ সংবাদ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত

প্রয়োজনে যোগাযোগঃ ০১৭১২-০৬৮৯৫৩