শনিবার, ৩০ অগাস্ট ২০২৫, ০২:৫৮ পূর্বাহ্ন

সংবাদ শিরোনামঃ
মেয়ের মুখে কোরআন তেলাওয়াতে শুনে ইসলাম ধর্ম গ্রহণ করলেন শ্যামল-সোনালী দম্পত্তি চৌদ্দগ্রামে উপজেলা প্রশাসনের উদ্যোগে ২৮১টি শিক্ষা প্রতিষ্ঠানে বৃক্ষরোপন কর্মসূচি চৌদ্দগ্রামে নগদের এসআর এর উপর কিশোর গ্যাং এর হামলা, গ্রেফতার-১ রংপুর প্রেসক্লাবের বহিষ্কৃত সাধারণ সম্পাদক মেরিনা লাভলীর বাসায় পুলিশের তল্লাশি জাকসু ও হল সংসদ নির্বাচন উপলক্ষে বিশেষ এলাকা ঘোষণা ৩৫ বছর পর চাকসু নির্বাচন, ১২ সেপ্টেম্বর ভোট গ্রহণ আমতলীতে দিনব্যাপী সায়েন্টিফিক সেমিনার অনুষ্ঠিত আমতলীতে উপজেলা আইন- শৃঙ্খলা সভা অনুষ্ঠিত সাদা পাথর লুটের দেড় থেকে দুই হাজার ব্যক্তি জড়িত: হাইকোর্টে প্রতিবেদন দাখিল পাঁচবিবি শ্রমিক কল্যাণ ফেডারেশনের উদ্যোগে কর্মী সমাবেশ বিএসসি প্রকৌশলীদের অধিকার প্রতিষ্ঠায় খুবির ইসিই ডিসিপ্লিনের মানববন্ধন বাঘাইছড়িতে তিলোকানন্দে ৮৮ তম জন্মজয়ন্তী উপলক্ষে পূণ্যানুষ্ঠান ও স্মরণ সভা কুড়িগ্রামে স্কুল মাঠ অক্ষত রেখে নতুন ভবন নির্মাণের দাবিতে শিক্ষার্থী ও জনগনের মানববন্ধন জাবির আন্তঃবিভাগ ফুটবলের ফাইনালে বাংলা বিভাগ আগামী জাতীয় সংসদ নির্বাচন নিয়েও ষড়যন্ত্র শুরু হয়েছে: বরকত উল্লাহ বুলু চুনারুঘাটে ৫৪কেজি গাঁজাসহ এক মাদক কারবারি আটক এবি পার্টির কুড়িগ্রাম পৌর শাখার আহ্বায়ক কমিটি গঠন উলিপুরে ১৬ কেজি গাঁজা ও ১টি অটোরিকশা জব্দসহ তিন মাদক কারবারি গ্রেফতার আমতলীতে মাদ্রাসা শিক্ষার্থীকে ধর্ষণ ও হত্যার প্রধান আসামির মৃত্যুদণ্ড সহযোগীর কারাদন্ড আমতলীতে ছাত্রদলে যোগ দিলেন ৪ এনসিপি নেতা

সাদাপাথর ফিরিয়ে দিতে ৩ দিনের আল্টিমেটাম

মোঃ রুবেল আহমদ, কোম্পানীগঞ্জ (সিলেট) প্রতিনিধিঃ

সিলেটের জনপ্রিয় পর্যটন কেন্দ্র সাদাপাথর থেকে সরানো পাথরগুলো ফিরিয়ে দেওয়ার জন্য ৩ দিনের সময় দিয়েছে উপজেলা প্রশাসন।

শনিবার কোম্পানীগঞ্জ উপজেলা পরিষদ হলরুমে আয়োজিত সর্বসাধারণের সঙ্গে এক মতবিনিময় সভায় এ সিদ্ধান্ত জানানো হয়। নির্ধারিত সময়ের মধ্যে পাথরগুলো ফেরত না দিলে কঠোর আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে বলেও হুঁশিয়ারি দেওয়া হয়েছে।

সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিলেটের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) পদ্মসন সিংহ। এতে সভাপতিত্ব করেন কোম্পানীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ রবিন মিয়া।

বিশেষ অতিথি হিসেবে আরও উপস্থিত ছিলেন কোম্পানীগঞ্জ-গোয়াইনঘাট সার্কেলের সহকারী পুলিশ সুপার আবদুল্লাহ আল নোমান, উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা আব্দুল মতিন, কোম্পানীগঞ্জ থানার ওসি (তদন্ত) সুজন চন্দ্র, সিলেট জেলা বিএনপির উপদেষ্টা এড. কামাল হোসেন, কোম্পানীগঞ্জ উপজেলা জামায়াতে ইসলামীর আমির মাও. ফয়জুর রহমান, ইছাকলস ইউনিয়ন চেয়ারম্যান সাজ্জাদ হোসেন সাজু, চুনাপাথর আমদানি কারক গ্রুপের সাধারণ সম্পাদক নজরুল ইসলাম, ক্রাশ মিল মালিক সমিতির সভাপতি আব্দুল জলিল, পাথর ব্যবসায়ী সমিতির সভাপতি হাজী আবুল হোসেন, খেলাফত মজলিসের সাধারণ সম্পাদক হাফিজ মাসুম আহমদ, গনঅধিকার পরিষদের আহ্বায়ক লিটন মাহমুদ প্রমুখ।

মতবিনিময় সভায় বক্তারা বলেন, কোম্পানীগঞ্জ একটি পাথর অধ্যুষিত এলাকা। তাই পর্যটন ও সংরক্ষিত এলাকা চিহ্নিত করে ঐতিহ্যবাহী পদ্ধতিতে পাথর উত্তোলনের জন্য ইজারা দেওয়া প্রয়োজন। তা না হলে অবৈধভাবে পাথর উত্তোলন বন্ধ করা কঠিন হবে। ব্যবসায়ীরা বৈধ উপায়ে পাথর আমদানি ও ক্রাশিং করতে গিয়ে যেন হয়রানির শিকার না হন, সে বিষয়েও প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করেন এবং ক্রাশিং মিলগুলোর বৈদ্যুতিক সংযোগ ফিরিয়ে দেওয়ার দাবি জানান।

প্রধান অতিথি পদ্মসন সিংহ বলেন, “সাদাপাথরের সৌন্দর্য আগের অবস্থায় ফিরিয়ে আনতে আমরা সবার সহযোগিতা চাই। জেলা প্রশাসকের নির্দেশনা অনুযায়ী, আগামী ৩ দিনের মধ্যে প্রত্যেক ওয়ার্ডের লোকজনকে সাদাপাথরগুলো ফিরিয়ে দিতে হবে। কেউ যদি পাথর ফেরত না দেয়, তবে তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।” তিনি আরও জানান, এই নির্দেশনা শনিবার বিকাল থেকে মাইকিং করে জনসাধারণকে জানিয়ে দেওয়া হবে।

উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা শিবলী আতিকা তিন্নি’র সঞ্চালনায় এই সভায় স্থানীয় জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতৃবৃন্দ, ব্যবসায়ী, সাংবাদিক এবং বিভিন্ন পেশাজীবী মানুষ উপস্থিত ছিলেন।

সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন

2025 © জনপদ সংবাদ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত

প্রয়োজনে যোগাযোগঃ ০১৭১২-০৬৮৯৫৩