মঙ্গলবার, ২২ Jul ২০২৫, ০৪:১৮ পূর্বাহ্ন
মো: জিসান রহমান, মাভাবিপ্রবি প্রতিনিধি:
মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (মাভাবিপ্রবি) কেন্দ্রীয় ছাত্র সংসদ প্রতিষ্ঠার দাবিতে মানববন্ধন ও স্মারকলিপি প্রদান কর্মসূচি পালন করেছে সাধারণ শিক্ষার্থীরা।
আজ সোমবার (২১ জুলাই) দুপুর ২ টায় বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় গ্রন্থাগার ভবনের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। পরে উপাচার্য অধ্যাপক ড. মোঃ আনোয়ারুল আজিম আখন্দ বরাবর স্মারকলিপি প্রদান করা হয়।
মানববন্ধনে শিক্ষার্থীরা বলেন, “গণঅভ্যুত্থানের বছর পেরিয়ে গেলেও বিশ্ববিদ্যালয় প্রশাসন এখনো ছাত্র সংসদ প্রতিষ্ঠার বিষয়ে কোনো কার্যকর উদ্যোগ নেয়নি। এটি গণতান্ত্রিক মূল্যবোধের প্রতি চরম অবহেলা এবং শিক্ষার্থীদের আকাঙ্ক্ষার প্রতি অবজ্ঞা।”
শিক্ষার্থীরা তাদের তিন দফা দাবি তুলে ধরেন:
১. বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদের জন্য একটি স্বচ্ছ গঠনতন্ত্র প্রণয়ন
২. একটি নির্দিষ্ট নির্বাচনী রোডম্যাপ প্রকাশ
৩. অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন আয়োজন
পরিসংখ্যান বিভাগের ২০১৯-২০ শিক্ষাবর্ষের শিক্ষার্থী তুষার আহমেদ বলেন, “মাকসু আমাদের গণতান্ত্রিক অধিকার, আমরা যে কোনো মূল্যে আমাদের অধিকার আদায়ে দৃঢ় প্রতিজ্ঞ। ক্যাম্পাসে ছাত্র রাজনীতির ভারসাম্য রক্ষা এবং প্রশাসনকে জবাবদিহিতার মধ্যে রাখার জন্যে ছাত্র সংসদের বিকল্প কিছু নেই এই মুহূর্তে। আমরা এই বিষয়ে প্রশাসনের সর্বোচ্চ সহযোগিতা কামনা করছি। প্রয়োজনে আমরা যেকোনো উপায়ে আমাদের অধিকার আদায় করে নিবো।”
আইসিটি বিভাগের ২০১৭-১৮ শিক্ষাবর্ষে শিক্ষার্থী সালাউদ্দিন আহমেদ বলেন, “বিশ্ববিদ্যালয় শুধুমাত্র শিক্ষালাভের স্থান নয়—বরং তা ভবিষ্যৎ নেতৃত্ব গড়ে তোলারও ভিত্তি হিসাবে কাজ করে।ক্যাম্পাসের নেতৃত্ব ও গণতন্ত্র বিকাশের সবচেয়ে গুরুত্বপূর্ণ মাধ্যমগুলির মধ্যে একটি হল ’ছাত্র সংসদ’। শিক্ষার্থীদের দ্বারা নির্বাচিত এই সংসদ তরুণদের জন্য একটি কণ্ঠস্বর এবং একটি প্ল্যাটফর্ম হিসেবে কাজ করে, যেখানে তারা তাদের অধিকার নিয়ে কথা বলতে পারে।
সর্বপরি ছাত্র সংসদ হল প্রতিটি শিক্ষার্থীর সর্বোচ্চ বিকাশের একটি সহযোগী মঞ্চ যা শিক্ষার্থীদের অধিকার আদায়ের কথা বলে, ন্যায্য আন্দোলন সংগ্রামে সামনে থেকে নেতৃত্ব দেয়, বিশ্ববিদ্যালয়ের নীতি নির্ধারনে রাখে সক্রিয় ভূমিকা। তাই প্রসাশনের কাছে ছাত্র সংসদ নির্বাচন আয়োজনের জন্য জোর দাবি জানাচ্ছি।”
সিপিএস বিভাগের ২০১৭-১৮ শিক্ষাবর্ষে শিক্ষার্থী আক্তারুজ্জামান সাজু বলেন, “গণঅভ্যুত্থানের বছর পেরিয়ে গেলেও বিশ্ববিদ্যালয় প্রশাসন ছাত্র সংসদ প্রতিষ্ঠার কোন উদ্যোগ গ্রহন করেনি, কার্যত তারা গণঅভ্যুত্থানরে আকাঙ্খা কে বৃদ্ধাঙ্গুল দেখিয়েছে যা অত্যন্ত হতাশাজনক। আমরা আজকে ” জুলাইয়ে ইশতেহার, মাকসু আমার অধিকার ” স্লোগানে মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ প্রতিষ্ঠার দাবিতে স্মারকলিপি জমা দিয়েছি। আমরা বলেছি আগামী ৩১ জুলাইয়ের মধ্যে বিশ্ববিদ্যালয় প্রশাসন যেন এ বিষয়ে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহন করে। অন্যাথায় আমরা কঠোর কর্মসূচি দিব।”
উল্লেখ্য, এ কর্মসূচির আয়োজন করে মাভাবিপ্রবির সাধারণ শিক্ষার্থীবৃন্দ।
2025 © জনপদ সংবাদ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
প্রয়োজনে যোগাযোগঃ ০১৭১২-০৬৮৯৫৩