বৃহস্পতিবার, ১০ Jul ২০২৫, ০৭:১৬ পূর্বাহ্ন

সংবাদ শিরোনামঃ
চৌদ্দগ্রামে নিমজ্জিত আমন ধানের বীজতলা, আতঙ্কে পোল্ট্রি ও মৎস্য চাষীরা ঠাকুরগাঁওয়ে যুবদল নেতার বিরুদ্ধে রাতের আঁধারে গাছ কেটে নেওয়ার অভিযোগ শিবগঞ্জে পরিবেশ রক্ষায় কঠোর প্রশাসন, নিষিদ্ধ গাছের চারা ধ্বংস মানিকগঞ্জ – ২ আসনে জাহিদুর রহমানকে জামায়াতের প্রার্থী ঘোষণা দক্ষিণ কোরিয়ার কুংজু ন্যাশনাল ইউনিভার্সিটির প্রতিনিধি দল মাভাবিপ্রবিতে সফরে আসছে নাসির নগরে বিএনপির ৩১ দফা বাস্তবায়নের লক্ষে বিশাল জনসভা পাঁচবিবিতে যুব বিভাগের কর্মী এনামুল হকের স্মরণে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত নজরুল বিশ্ববিদ্যালয়ে পরীক্ষা নিয়ন্ত্রক ও জনসংযোগ দপ্তরের পরিচালক নিয়োগ মা বোনের অন্যায়ের প্রতিবাদ করায় ছেলেকে জোরপূর্বক মাদকাসক্ত নিরাময় কেন্দ্রে ভর্তি কুড়িগ্রামে এবি পার্টির জেলা আহ্বায়ক কমিটির সংবর্ধনা প্রদান অনুষ্ঠিত নির্বাচনের তারিখ আমি নিজেও জানি না: সিইসি হরিরামপুরে বার্ষিক স্বাস্থ্য বিভাগীয় পুরষ্কার বিতরণী ২০২৫ অনুষ্ঠিত নজরুল বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের শিক্ষার্থীদের কোর্ট ভিজিট সম্পন্ন লোহার খাঁচায় সন্তান নিয়ে পথে নেমেছেন জান্নাত কুড়িগ্রামে “জুলাই শহীদ স্মৃতি স্তম্ভ” নির্মাণের লক্ষে সভা অনুষ্ঠিত

চৌদ্দগ্রামে নিমজ্জিত আমন ধানের বীজতলা, আতঙ্কে পোল্ট্রি ও মৎস্য চাষীরা

 

আবু বকর সুজন, চৌদ্দগ্রাম (কুমিল্লা) প্রতিনিধিঃ

গত কয়েক দিনের বৃষ্টিতে কুমিল্লার চৌদ্দগ্রামে খাল বিলে চারিদিকে পানি বেড়ে যাওয়ায় নিমজ্জিত আমন ধানের বীজতলা, বৃষ্টির পানি বাড়ার কারণে আতঙ্কে আছে পোল্ট্রি ও মৎস্য চাষীরা । গত বছর আমন রোপন করতে না পারা কৃষকরা আষাঢ় মাসের শুরুতে বীজ রোপন করছেন।

কিন্তু অনেক বীজতলা বৃষ্টির পানিতে নিমজ্জিত হওয়ায় অনিশ্চয়তায় আছেন কৃষকরা। এরই মধ্যে চলতি বর্ষায় আবার বন্যার আশঙ্কা দেখা দিয়েছে। যার ফলে এবার একটু ভারী বৃষ্টিতেই আতঙ্কিত হচ্ছেন মানুষ। তবে সম্ভাব্য বন্যার আশঙ্কা থেকে এবার উপজেলা প্রশাসন বিভিন্ন প্রস্তুতি গ্রহণ করেছে। পরিস্থিতি পর্যবেক্ষণে মাঠে সরব রয়েছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ জামাল হোসেনের নেতৃত্বে উপজেলা ও পৌর প্রশাসন।

জানা গেছে, এবার বর্ষার শুরুতে চৌদ্দগ্রাম উপজেলা প্রশাসক মোঃ জামাল হোসেনের উদ্যোগে বন্যার আশঙ্কায় পানির প্রতিবন্ধকতা দূরীকরণে পৌর এলাকায় বালুজুরি, মিতল্লা ও সর্পনোলা খাল খনন ও পরিষ্কার অভিযান পরিচালনা করেন। শুরুতেই এমন কার্যক্রমে আশার আলো দেখছেন পৌর এলাকার ২৬ গ্রামের বাসিন্দারা। উপজেলাজুড়ে সেবা দিতে গঠন করা হয়েছে স্বেচ্ছাসেবক টিম।

উপজেলা কৃষি অফিসের তথ্যানুযায়ী, গত বছরের বন্যায় উপজেলার অনেক কৃষক আমন রোপন করতে পারেনি। এ বছর আমন রোপনের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয় ১৮,১৯০ হেক্টর। দুই দিনের বৃষ্টিতে আমন ধানের বীজতলায় নিমজ্জিত হয়েছে। উপজেলার বিভিন্ন অঞ্চলে আমরা খবর রাখছি। এ বছর ভারী বৃষ্টি না হলে কৃষকরা গত বছরের ক্ষতি কাটিয়ে উঠতে পারবেন। উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর দুই হাজার পাচশত কৃষককে প্রণোদনার আওতায় প্রত্যেককে পাঁচ কেজি করে বীজ ধান, বিশ কেজি সার প্রদান করে।

উপজেলা প্রাণীসম্পদের দেয়া তথ্যমতে, পোল্ট্রি খামারিদের সহায়তা হিসেবে দূর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয়ের পক্ষ থেকে গত বছরের বন্যার ক্ষতি কাটিয়ে উঠতে অনেক পোল্ট্রি খামারিকে প্রনোদনা ও ৬৫ জন খামারিকে মুরগী প্রদান করা হয়েছে।

উপজেলা আলকরা ইউনিয়নের বান্দেরজলা গ্রামের পোল্ট্রি ব্যবসায়ী কাউসার আলম বলেন, এবারের বর্ষায় বৃষ্টি শুরু হয়েছে। তাতে আমরা হতাশায় আছি। অতি বৃষ্টির ফলে পোল্ট্রি শিল্পের ক্ষতির আশঙ্কা আছে।

গত দুই দিনের বৃষ্টিতে আতংকে দিন কাটছে মৎস্য চাষীদের। মাছ রক্ষার্থে পুকুরের চারপাশে নেটের বেড়া দিচ্ছেন।

মুন্সিরহাট ইউনিয়ন বারাইশ গ্রামের মৎস্য চাষী শহীদ মিয়া বলেন, চলতি বছরে বর্ষায় যেভাবে বৃষ্টি শুরু হয়েছে লক্ষণ ভালো দেখাচ্ছে না। গত বারের বন্যায় আমার অনেক ক্ষতি হয়েছে। এ বছর আমার তিনটি পুকুর খালি পড়ে আছে, বন্যার আশঙ্কায় রেনু পোনা মাছ ছাড়িনি।

বাতিসা ইউনিয়নের পাটানন্দী গ্রামের কৃষক আনোয়ার হোসেন বলেন, আমার তিনটি আলাদা আমন বীজতলা নিমজ্জিত হয়ে গেছে। কয়েকদিন আগে ৫৫ কেজি বীজ ফেলা হয়েছে। ২/৩ দিনের মধ্যে পানি নেমে না গেলে তা পুরোপুরি নষ্ট হয়ে যাবে।

পৌরসভা ফাল্গুন করা গ্রামের পোল্টি খামারী মিজানুর রহমান টিটু বলেন গত বছর বন্যায় আমার অনেক মোরগ মারা যাশ। গত দুইদিনের বৃষ্টি এ চারিদিকে পানি বেড়ে যাওয়ায় আতংকে দিন কাটছি।

বুধবার দুপুরে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ জামাল হোসেন বলেন, ‘বন্যার আশঙ্কায় পানি প্রতিবন্ধকতা দূরীকরণে গত মাসেই তিনটি খাল খনন ও পরিস্কার করা হয়েছে। উপজেলা প্রশাসনের একটি কন্ট্রোল রুম খোলা হয়েছে। পরিস্থিতি পর্যবেক্ষণে বিভিন্ন এলাকা পরিদর্শন করেছি’।

সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন

2025 © জনপদ সংবাদ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত

প্রয়োজনে যোগাযোগঃ ০১৭১২-০৬৮৯৫৩