বুধবার, ০৩ সেপ্টেম্বর ২০২৫, ০৮:১৩ অপরাহ্ন

সংবাদ শিরোনামঃ
কুড়িগ্রামে সুশীল সমাজের প্রতিনিধিদের সঙ্গে নবাগত ডিসির মতবিনিময় এক বানরে অতিষ্ঠ কুবি, কামড়িয়েছে ১০-১২ জনকে চুনারুঘাটে বিএনপির ৪৭ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত কুড়িগ্রামে তিনটি স্কুলের শিক্ষার্থীদের মাঝে দুদকের শিক্ষা উপকরণ বিতরন মাভাবিপ্রবিতে ২৪-২৫ শিক্ষাবর্ষের কেন্দ্রীয় নবীনবরণ অনুষ্ঠিত জয়পুরহাটের কালাই ডায়াবেটিক সমিতির মতবিনিময় সভা জয়পুরহাটে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে জামায়াতে ইসলাম বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে উত্তেজনা, সুন্দরগঞ্জে ১৪৪ ধারা জারি কুড়িগ্রামে নবাগত ডিসিকে ফুলের শুভেচ্ছা জানালো এবি পার্টি নেতৃবৃন্দ শিবচরে মায়ের হাতে ৩ মাসের শিশুকন্যা হত্যা, মানসিক ভারসাম্যহীনতার অভিযোগ আল্লাহর রসুল (স:) কে উম্মতের জন্য নেয়ামত হিসেবে প্রেরণ করেছেন- সৈয়দ জুননুরাইন বিএনপি অফিস ভাঙচুর ও অগ্নিসংযোগের মামলায় সাবেক ইউপি চেয়ারম্যান কারাগারে জাতীয় পার্টির কাঁধে ভর করে ফ্যাসিবাদের উত্থান চেষ্টা: আবদুল হালিম নজরুল বিশ্ববিদ্যালয়ে দ্বিতীয়বারের মতো ছাত্র সংসদ নিয়ে উন্মুক্ত আলোচনা সত্য সংবাদ ও কুয়েটের ভাবমূর্তি রক্ষায় নতুন মাত্রা: ‘কুয়েট সাংবাদিক সমিতি’ চালু মাদারীপুরে গ্রামবাংলার ঐতিহ্যবাহী নৌকা বাইচ প্রতিযোগিতা শিবচরে মাকে অচেতন করে তিন মাসের শিশুকে অপহরণের অভিযোগ ডাসারে অজ্ঞাত যুবকের লাশ উদ্ধার মাভাবিপ্রবিতে শহীদ স্মৃতি পাঠচক্র ক্লাবের নতুন কমিটি ঘোষণা দিনে-রাতে গাছ কাটছে অসাধু চক্র হুমকির মুখে কুয়াকাটার গঙ্গামতির চর

১৮তম শিক্ষক নিবন্ধনে উত্তীর্ণদের বিক্ষোভে জলকামান ও সাউন্ড গ্রেনেড

রিফাত আহমেদ, ঢাকা:

১৮তম শিক্ষক নিবন্ধনে ভাইভা পরীক্ষায় উত্তীর্ণ হয়েও নিয়োগ সনদ না পাওয়ার প্রতিবাদে জাতীয় প্রেস ক্লাবের সামনে বিক্ষোভে বসেন চাকরি প্রত্যাশীরা। রোববার সকাল ১১টার দিকে অবস্থান কর্মসূচি শুরু হয়। একপর্যায়ে বিক্ষোভকারীরা সড়ক অবরোধ করলে উত্তপ্ত হয়ে পড়ে পরিস্থিতি। পুলিশ বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করতে জলকামান ও সাউন্ড গ্রেনেড ব্যবহার করে।

প্রত্যক্ষদর্শীরা জানান, সকাল থেকে দেশের বিভিন্ন জেলা থেকে আসা নিবন্ধনপ্রাপ্ত চাকরি প্রত্যাশীরা জাতীয় প্রেস ক্লাবের সামনের সড়কে জড়ো হন। তাদের দাবি, লিখিত ও ভাইভা—দুই পরীক্ষায় উত্তীর্ণ হওয়া সত্ত্বেও প্রায় বিশ হাজার প্রার্থীকে সনদ দেওয়া হয়নি। আন্দোলনকারীদের ভাষ্য অনুযায়ী, এনটিআরসিএ ইচ্ছাকৃতভাবে ফলাফলে কারচুপি করেছে এবং অনেক যোগ্য প্রার্থীকে ‘ফেল’ দেখানো হয়েছে।

আন্দোলনরত এক প্রার্থী বলেন, “ভাইভাতে টিকেও যদি চাকরি না পাই, তাহলে এত পরিশ্রম করে পরীক্ষায় বসার মানে কী? আমরা সনদ চাই, ন্যায্য বিচার চাই।”

সকাল ১১টা ২০ মিনিটের দিকে বিক্ষোভকারীরা সচিবালয়ের দিকে মিছিল নিয়ে এগিয়ে যাওয়ার চেষ্টা করলে পুলিশ বাধা দেয়। তখন উভয় পক্ষের মধ্যে ধাক্কাধাক্কি শুরু হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ প্রথমে হালকা লাঠিচার্জ করে। পরে পরিস্থিতি আরও উত্তপ্ত হলে পুলিশ জলকামান ছোঁড়ে এবং একাধিক সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে আন্দোলনকারীদের ছত্রভঙ্গ করে দেয়।

এ ঘটনায় অন্তত ২০-২৫ জন আহত হয়েছেন বলে জানা গেছে। আহতদের মধ্যে কয়েকজন নারীও রয়েছেন। আহতদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। একজন নারী চাকরিপ্রার্থী অভিযোগ করে বলেন, “আমি সামনে বসে ছিলাম। হঠাৎ পুলিশ এসে ধাওয়া দেয়। দৌড়াতে গিয়ে পড়ে গিয়ে পায়ে লাঠি লাগে।”

আন্দোলনকারীরা জানান, ভাইভা পরীক্ষার ফলাফল প্রকাশের পর দেখা যায়, বেশ কয়েকটি বিষয়ে পাশের হার অত্যন্ত কম। সমাজবিজ্ঞান ও আরবি বিষয়ে পাশের হার ছিল মাত্র ৫৩–৫৪ শতাংশ। তারা বলছেন, ভাইভার নম্বর প্রকাশ না করায় তারা বুঝতে পারছেন না কে কীভাবে বাদ পড়েছেন। এনটিআরসিএ’র প্রতি আস্থার বড় ধাক্কা লেগেছে বলেও মন্তব্য করেন অনেকে।

ঢাকা মহানগর পুলিশের রমনা বিভাগের উপ-কমিশনার মাসুদ আলম বলেন, “প্রেস ক্লাব এলাকায় অনুমতি ছাড়া কেউ সড়ক অবরোধ করতে পারে না। বিক্ষোভকারীরা সচিবালয়ের দিকে যাওয়ার চেষ্টা করলে আমরা বাধা দিই। তাদের শান্ত করতে বলা হয়। কিন্তু পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠায় জলকামান ও সাউন্ড গ্রেনেড ব্যবহার করতে হয়।”

এ ঘটনায় আন্দোলনকারীদের একটি প্রতিনিধিদল সচিবালয়ে গিয়ে যোগাযোগের চেষ্টা করেন। তবে সরকারের পক্ষ থেকে এখনো আনুষ্ঠানিক কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি।

চাকরি প্রত্যাশীরা জানিয়েছেন, তারা পেছাতে চান না। সনদ পাওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাবেন বলে ঘোষণা দেন তারা।

সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন

2025 © জনপদ সংবাদ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত

প্রয়োজনে যোগাযোগঃ ০১৭১২-০৬৮৯৫৩