বুধবার, ২০ অগাস্ট ২০২৫, ০৭:৫৩ অপরাহ্ন

সংবাদ শিরোনামঃ
সাদাপাথর লুট: প্রতিবেদন জমা দিয়েছে জেলা প্রশাসনের তদন্ত কমিটি আমতলীতে প্রকল্প অবহিতকরণ সভা অনুষ্ঠিত কুড়িগ্রামে বিনামূল্যে চোখের চিকিৎসা পেলো অসংখ্য নারী-পুরুষ চিলা ইউনিয়নের গাববুনিয়ায় তালাকপ্রাপ্ত স্বামীর আঘাতে স্ত্রীর মৃত্যু। বাঘাইছড়িতে বিজিবির অভিযানে বিদেশী সিগারেট জব্দ কটিয়াদীতে ভিডব্লিউবি কর্মসূচির কার্ড ও খাদ্যশস্য বিতরণ কুড়িগ্রামে বাল্য বিয়ের ঝুঁকিতে থাকা কিশোরী পরিবারের অভিভাবকদের নিয়ে প্রশিক্ষণ বাংলাদেশ বিমানের ১০ চাকা চুরি! শিবগঞ্জের পাকুরিয়া মন্দিরে বিএনপির উঠান বৈঠক কুড়িগ্রামে দূর্গম চরাঞ্চলের দরিদ্র নারী উদ্যোক্তাদের মাঝে সেলাই মেশিন বিতরণ জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় আইন বিভাগে “সম্পত্তি হস্তান্তর আইন” এর ওপর দিনব‍যাপী সেমিনার অনুষ্ঠিত বাংলাদেশে সুষ্ঠু নির্বাচন আয়োজনে ইইউ’র ৪ মিলিয়ন ইউরো সহায়তার ঘোষণা জাবিতে ইতিহাস বিভাগের শিক্ষার্থীদের আয়োজনে প্রত্নতত্ত্ব বিষয়ক দেয়ালিকা প্রদর্শনী নাসির নগরে নগদ টাকা সহ ০৭ জুয়ারি গ্রেফতার কুবিতে র‍্যাগিংয়ের দায়ে বহিষ্কার ও শোকজ আদেশ প্রত্যাহারের দাবিতে মানববন্ধন প্রধান উপদেষ্টা ঘোষিত ফেব্রুয়ারিতেই নির্বাচন অনুষ্ঠানে সরকার দৃঢ়প্রতিজ্ঞ : আইন উপদেষ্টা বিশেষ অভিযানে ৬ কেজি গাঁজা উদ্ধারসহ গ্রেফতার ৫ কূটনীতি ব্যর্থ হলে রাশিয়ার বিরুদ্ধে নিষেধাজ্ঞা আরোপের আহ্বান ম্যাখোঁর সারাদেশের জলাশয় রক্ষায় কাজ করে যাব: মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টা জয়পুরহাট সদর উপজেলায় শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানদের নিয়ে মতবিনিময় সভা

৬০ বছর পর রাজধানী ছাড়ছে গোল্ডলিফ-বেনসনের কারখানা: স্থানান্তর শুরু ১ জুলাই

বাংলাদেশের তামাক শিল্পে শীর্ষস্থানীয় প্রতিষ্ঠান ব্রিটিশ আমেরিকান টোব্যাকো (BAT) বাংলাদেশ তাদের দীর্ঘ ৬০ বছরের পুরনো কারখানা ও প্রধান কার্যালয় রাজধানী ঢাকার মোগলখালী এলাকা থেকে সরিয়ে নিচ্ছে। প্রতিষ্ঠানটি আগামী ১ জুলাই ২০২৫ থেকে ধাপে ধাপে কার্যক্রম আশুলিয়ার নতুন কারখানায় স্থানান্তর শুরু করবে।

জানা গেছে, মোগলখালী এলাকায় আবাসিক অঞ্চলের মাঝে কারখানাটি দীর্ঘদিন ধরে পরিচালিত হচ্ছিল। স্থানীয় বাসিন্দাদের অভিযোগ এবং পরিবেশগত ঝুঁকির বিষয়টি সামনে আসার পর সম্প্রতি বাংলাদেশের সুপ্রিম কোর্ট BAT‑এর জমি ভোগদখলের নবায়নের আবেদন নাকচ করে দেয়। এর ফলে প্রতিষ্ঠানটি মোগলখালী কারখানা ও অফিস স্থানান্তরের চূড়ান্ত সিদ্ধান্ত নেয়।

ব্রিটিশ আমেরিকান টোব্যাকো বাংলাদেশ ১৯৬৫ সালে রাজধানীর মোগলখালীতে তাদের দ্বিতীয় কারখানার কার্যক্রম শুরু করে। গোল্ডলিফ, বেনসন অ্যান্ড হেজেসসহ তাদের একাধিক জনপ্রিয় ব্র্যান্ড এখানেই উৎপাদিত হতো।

স্থানান্তরের বিষয়ে প্রতিষ্ঠানটির এক মুখপাত্র জানান, “আদালতের রায় এবং ভবিষ্যৎ পরিকল্পনার অংশ হিসেবে আমরা কারখানা ও প্রধান কার্যালয় আশুলিয়ার নতুন স্থাপনায় স্থানান্তরের সিদ্ধান্ত নিয়েছি। নতুন জায়গায় আরও আধুনিক ও পরিবেশবান্ধব প্রযুক্তির মাধ্যমে উৎপাদন অব্যাহত থাকবে।”

বিশেষজ্ঞরা বলছেন, এ ধরনের উদ্যোগ নগরায়নের জন্য ইতিবাচক হলেও কর্মসংস্থানের ওপর কিছুটা প্রভাব ফেলতে পারে। তবে আশুলিয়ায় স্থাপিত নতুন কারখানায় অধিক প্রযুক্তিনির্ভর ও বিস্তৃত পরিসরে কার্যক্রম চালানোর পরিকল্পনা থাকায় অনেকের মতে এটি ভবিষ্যতের জন্য লাভজনক পদক্ষেপ।

এ প্রসঙ্গে এক স্থানীয় বাসিন্দা বলেন, “কারখানার কারণে আশপাশে প্রচণ্ড ধোঁয়া, শব্দদূষণ এবং যানজট লেগেই থাকত। অবশেষে স্থানান্তরের সিদ্ধান্তটি আমাদের জন্য স্বস্তির।”

বলা চলে, দীর্ঘদিন ধরে রাজধানীর অভ্যন্তরে চলমান একটি ভারী শিল্প অবশেষে শহরের বাইরের একটি নির্ধারিত শিল্পাঞ্চলে চলে যাওয়ার মাধ্যমে শহর উন্নয়ন ও জনস্বাস্থ্য ব্যবস্থায় ইতিবাচক প্রভাব ফেলবে।

সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন

2025 © জনপদ সংবাদ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত

প্রয়োজনে যোগাযোগঃ ০১৭১২-০৬৮৯৫৩