সোমবার, ১৯ মে ২০২৫, ০৬:২৫ অপরাহ্ন

সংবাদ শিরোনামঃ
সপ্তম বাংলাদেশি হিসেবে এভারেস্ট জয় করলেন শাকিল বান্দরবান-চট্টগ্রাম মহাসড়কে পূরবী বাসের চাকায় পিষ্ট হয়ে ৫ বছরের শিশুর মর্মান্তিক মৃত্যু, চালক পলাতক OBE বাস্তবায়নে প্রস্তুত অর্থনীতি বিভাগ: মাভাবিপ্রবিতে কর্মশালা অনুষ্ঠিত নুসরাত ফারিয়াকে গ্রেফতারে বিব্রত উপদেষ্টা ফারুকী প্রথমবারের মতো চীনে আম রপ্তানি শুরু করছে বাংলাদেশ চলছে ইশরাক সামর্থকদের ‘ব্লকেড’ কর্মসূচি, উত্তাল নগর ভবন এলাকা হামাস ৬০ দিনের জন্য যুদ্ধবিরতির বিনিময়ে নয়জন জিম্মিকে মুক্তি দিতে সম্মত ৪০ রোহিঙ্গাকে ধরে নিয়ে আন্দামান সাগরে ফেলে দিল ভারত, তদন্তে জাতিসংঘ হাইকোর্টের সামনে পলিটেকনিক শিক্ষার্থীদের অবস্থান নগর ভবনে টানা চতুর্থ দিনের মতো ইশরাক সমর্থকদের বিক্ষোভ পারভেজের দুর্দান্ত সেঞ্চুরিতে আরব আমিরাতের বিপক্ষে জয় দিয়ে সিরিজ শুরু বাংলাদেশের গায়ে হাত দেয়নি শামীম, দুঃখ প্রকাশ করলেন প্রিয়াঙ্কা পাকিস্তানের গুপ্তচরবৃত্তির অভিযোগে ভারতীয় নারী ব্লগার গ্রেপ্তার প্রায় ৫০ হাজার হজযাত্রী সৌদি পৌঁছেছেন, আরও একজনের মৃত্যু জাতীয় সংগীতের পক্ষে কথা বলায় সাম্যকে হত্যা করা হয়েছে: রিজভী

OBE বাস্তবায়নে প্রস্তুত অর্থনীতি বিভাগ: মাভাবিপ্রবিতে কর্মশালা অনুষ্ঠিত

মো: জিসান রহমান, মাভাবিপ্রবি:

মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের অভ্যন্তরীণ মানোন্নয়ন সেল (IQAC)-এর উদ্যোগে অর্থনীতি বিভাগের শিক্ষকদের অংশগ্রহণে “ফলভিত্তিক শিক্ষা ব্যবস্থার বাস্তবায়ন” শীর্ষক দিনব্যাপী এক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার, ১৯ মে ২০২৫ তারিখে বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের সেমিনার কক্ষে আয়োজিত এ কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের মাননীয় উপাচার্য অধ্যাপক ড. মোঃ আনোয়ারুল আজীম আখন্দ। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আইকিউএসি পরিচালক অধ্যাপক ড. মোঃ মতিউর রহমান।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ড. মো. নাজমুস সাদেকীন এবং অর্থনীতি বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. সঞ্জয় কুমার সাহা। কর্মশালায় রিসোর্স পার্সন হিসেবে উপস্থিত ছিলেন শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের অধ্যাপক ড. মোঃ মাহবুবুল হাকিম।
প্রধান অতিথির বক্তব্যে উপাচার্য বলেন, “বর্তমানে উচ্চশিক্ষার মানোন্নয়নে Outcome Based Education (OBE) অত্যন্ত গুরুত্বপূর্ণ। অর্থনীতি বিভাগে এই পদ্ধতির বাস্তবায়ন নিঃসন্দেহে একটি সময়োপযোগী উদ্যোগ। কারণ OBE শুধু তাত্ত্বিক জ্ঞানের চর্চা নয়, বরং শিক্ষার্থীদের দক্ষতা, আচরণ ও নৈতিক উন্নয়নকেও গুরুত্ব দেয়।”
তিনি আরও বলেন, “শিক্ষার্থীদের কী অর্জন হবে, তারা কীভাবে সমাজে অবদান রাখতে পারবে, সেই নির্দেশনাগুলো নির্ধারণ করাই এই কর্মশালার মূল লক্ষ্য। পাশাপাশি পাঠ্যক্রম, মূল্যায়ন পদ্ধতি ও শিক্ষণ কৌশলেও আধুনিকায়ন আনা হবে, যা বিশ্ববিদ্যালয়ের শিক্ষা মানে নতুন দিগন্ত উন্মোচন করবে।”
সারাদিনব্যাপী এ কর্মশালায় অংশগ্রহণকারী শিক্ষকগণ Outcome Based Education পদ্ধতির বিভিন্ন দিক সম্পর্কে বাস্তব অভিজ্ঞতা অর্জন করেন এবং তা ভবিষ্যতে পাঠদানে প্রয়োগ করার অঙ্গীকার করেন।

সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন

2025 © জনপদ সংবাদ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত

প্রয়োজনে যোগাযোগঃ ০১৭১৫-১২৫২৪৩