মঙ্গলবার, ১১ নভেম্বর ২০২৫, ০১:০৫ পূর্বাহ্ন

সংবাদ শিরোনামঃ
মওলানা ভাসানী হল ছাত্রসংসদ এর আয়োজনে নবীন বরণ অনুষ্ঠিত ছেলের জন্য পাত্রী দেখতে গিয়ে সড়ক দুর্ঘটনায় মা বাবাসহ নিহত ৩, আহত ৫ নজরুল বিশ্ববিদ্যালয়ে ইন্টারন্যাশনাল একাউন্টটিং ডে উদযাপন চুরি-ছিনতাই ও ইভটিজিং রোধে আলোকিত হচ্ছে কক্সবাজার সমুদ্রসৈকত ঝালকাঠি-১ আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী সেলিম রেজাকে ফুলেল অভ্যর্থনা শার্শায় বিএনপির দলীয় প্রার্থী তৃপ্তির সুধী সমাবেশ অনুষ্ঠিত নাটোর-২ আসনে জামায়াতে ইসলামী প্রার্থীর নির্বাচনী প্রচারণা চৌদ্দগ্রাম স্টুডেন্স’স ওলেফেয়ার এসোসিয়েশনোর নেতৃত্বে তানভীর-রাফি রাতে বিএনপির স্থায়ী কমিটির জরুরি বৈঠক ডেকেছেন তারেক রহমান কি অপরাধ ছিল এ শিশুর?- নিখোঁজের চার দিন পর উদ্ধার আনাসের লাশ চট্টগ্রামে হাকিম হত্যা মামলার ৬ আসামি গ্রেফতার, বিপুল অস্ত্র উদ্ধার শৈলকুপায় প্রতিশ্রুতি নয়, বাস্তবে কাজে করে দেখাচ্ছে জামায়াতে ইসলামী উখিয়া সদর বাজারে আগুনে পুড়ে গেছে ১৬ টি দোকান ও ২টি ঘর নবীনগরে ধানের শীষের পক্ষে গণসংযোগে মুখর বিএনপি উখিয়ায় শরণার্থী ক্যাম্পের বাইরে অবৈধভাবে বসবাসের দায়ে ১৮ রোহিঙ্গাকে আটক করেছে র‌্যাব কলাতলিতে ছাত্রলীগ-যুবলীগের ঝটিকা মিছিল রোহিঙ্গাদের মধ্যে সিম কার্ড বিতরণের উদ্যোগ নিয়েছে বাংলাদেশ সরকার। গাজীপুরের সাবেক পুলিশ কমিশনার নাজমুল করিম সাময়িক বরখাস্ত বানারীপাড়ায় জাতীয় স্মৃতিসৌধের আদলে ক্ষুদ্র স্মৃতিসৌধ নির্মাণ শেরপুরে র‍‍্যাবের অভিযানে ১৪৮ পিস ইয়াবাসহ যুবক গ্রেফতার

ইবির উন্নয়ন অধ্যয়ন বিভাগে নবীন বরণ ও প্রবীণ বিদায় অনুষ্ঠিত

সুবংকর রায়, ইবি প্রতিনিধি:
কুষ্টিয়ার ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) উন্নয়ন অধ্যয়ন বিভাগে নবীন বরণ ও বিদায় অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। এতে বিভাগের ২০২২-২৩, ২০২৩-২৪ শিক্ষাবর্ষের নবীন শিক্ষার্থীদের আনুষ্ঠানিকভাবে বরণ করে নেওয়া হয় এবং ২০১৮-১৯ শিক্ষাবর্ষের বিদায়ী শিক্ষার্থীদের সম্মাননা জানানো হয়।
বুধবার (৭ মে) সকাল ১১টায় বিশ্ববিদ্যালয়ের বীরশ্রেষ্ঠ হামিদুর রহমান মিলনায়তনে এই অনুষ্ঠান আয়োজন করা হয়। এসময় নবীন শিক্ষার্থীদের ফুল দিয়ে বরণ এবং বিদায়ী শিক্ষার্থীদের হাতে সম্মাননা স্মারক তুলে দেওয়া হয়।
অনুষ্ঠানে বিদায়ী শিক্ষার্থীরা তাঁদের চার বছরের স্মৃতিময় অভিজ্ঞতা তুলে ধরেন এবং নবীনদের জন্য উৎসাহব্যঞ্জক বার্তা দেন। নবীনরাও তাঁদের অনুভূতি প্রকাশ করে এবং শিক্ষাজীবনের নতুন অধ্যায় শুরু করার ব্যাপারে আশাবাদ ব্যক্ত করে। অনুষ্ঠানের দ্বিতীয় পর্বে ছিল সাংস্কৃতিক আয়োজন। এতে বিদায়ী ও নবীন শিক্ষার্থীরা কবিতা আবৃত্তি, গান, নৃত্য ও নাট্য পরিবেশনার মাধ্যমে অনুষ্ঠানকে প্রাণবন্ত করে তোলে। সাংস্কৃতিক পরিবেশনার মাধ্যমে শিক্ষার্থীরা তাঁদের সৃজনশীল প্রতিভার বহিঃপ্রকাশ ঘটায়।
এসময় উন্নয়ন অধ্যয়ন বিভাগের সভাপতি আতিকা কাফির সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. নকীব মোহাম্মদ নসরুল্লাহ। বিশেষ অতিথি হিসেবে ছিলেন প্রো ভাইস চ্যান্সেলর প্রফেসর ড.এম এয়াকুব আলী, সামাজিক বিজ্ঞান অনুষদের সাবেক ডিন প্রফেসর ড. এ কে এম মতিনুর রহমান, ছাত্র উপদেষ্টা প্রফেসর ড. মো: ওবায়দুল ইসলাম। এছাড়াও উপস্থিত ছিলেন সহকারী অধ্যাপক ফিরোজ হোসেনসহ বিভাগের পাঁচ শতাধিক শিক্ষার্থী।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. নকীব মোহাম্মদ নসরুল্লাহ বলেন, “আগামী বিশ্ব তাদেরই হাতের মুঠোয় থাকবে, যারা হবে উন্নয়ন অনুসন্ধানে অনুগামী, যারা যথাযথ উন্নয়ন অভ্যাসকে করতলগত করেছে, দক্ষতা নিয়ে বেড়ে উঠছে, কর্মক্ষেত্রে প্রবেশ করছে। তিনি আরও বলেন, উন্নয়ন হচ্ছে একটি নি:শেষ প্রক্রিয়া যেখানে অব্যাহত পরিবর্তনের মধ্য দিয়ে একটি লক্ষ্য অর্জিত হয়। উন্নয়ন হচ্ছে একটি লক্ষ্য। এই লক্ষ্যে সফল হতে, সফল কর্মী হতে উন্নয়ন বিজ্ঞান অধ্যয়ন অত্যন্ত জরুরী। দেশ এখন তাদেরকেই খুঁজছে। পরিশেষে তিনি সবাইকে দেশ গঠনে, একটি সুন্দর জীবন গঠনে পড়ালেখা সঠিকভাবে রপ্ত করার আহবান জানান।
উল্লেখ্য, অনুষ্ঠানটি প্রাণবন্ত, আবেগঘন ও সৌহার্দ্যপূর্ণ পরিবেশে সম্পন্ন হয়, যা শিক্ষার্থী ও শিক্ষকদের মধ্যে বন্ধন আরও দৃঢ় করেছে বলে মনে করেন শিক্ষার্থীরা।

সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন

2025 © জনপদ সংবাদ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত

প্রয়োজনে যোগাযোগঃ ০১৭১২-০৬৮৯৫৩