নিউজ ডেক্স
- ৬ মে, ২০২৫ / ১৯ বার পঠিত

ইসলাম বিরোধী কর্মকাণ্ড রোধে কঠোর অবস্থানে প্রশাসন
মোঃ ইউসুফ মিয়া, শিবগঞ্জ, বগুড়া :
বগুড়ার শিবগঞ্জ উপজেলার ঐতিহাসিক মহাস্থান গড় এলাকায় অবস্থিত শাহ সুলতান বলখী মাহীসওয়ার (রহঃ) এর মাজারে আগামী ৮ মে বৃহস্পতিবার প্রতিবছরের ন্যায় অনুষ্ঠিতব্য ওরশ শরীফ উপলক্ষে সম্ভাব্য ইসলামবিরোধী কার্যক্রম প্রতিরোধে সেনাবাহিনী, পুলিশ ও প্রশাসনের যৌথ অভিযান পরিচালিত হয়েছে।
৫ মে সোমবার দিনব্যাপী পরিচালিত এই অভিযানে নেতৃত্ব দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা জিয়াউর রহমান। তাঁর সঙ্গে ছিলেন পুলিশ প্রশাসনের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা, সেনাবাহিনীর সদস্যগণ এবং উপজেলা প্রশাসনের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাগন।
অভিযান চলাকালে প্রশাসনের পক্ষ থেকে জনসাধারণকে সকল প্রকার ইসলাম বিরোধী অনৈতিক কার্যক্রম, কুসংস্কার, মাদক ও অসামাজিক কার্যকলাপ পরিহারের আহ্বান জানানো হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা জিয়াউর রহমান বলেন,
ওরশ শরীফ একটি পবিত্র ধর্মীয় আয়োজন। এখানে কোনোভাবেই ইসলামবিরোধী, অশ্লীল বা অসামাজিক কার্যকলাপ বরদাশত করা হবে না। আইন-শৃঙ্খলা রক্ষায় প্রশাসন সর্বদা প্রস্তুত রয়েছে।
তিনি আরও জানান, ওরশকে ঘিরে আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে প্রশাসন, সেনাবাহিনী ও আইনশৃঙ্খলা বাহিনী নিয়মিত টহল ও নজরদারি অব্যাহত থাকবে।
স্থানীয় মুসল্লি ও ধর্মপ্রাণ জনসাধারণ প্রশাসনের এ উদ্যোগকে স্বাগত জানিয়েছেন এবং শান্তিপূর্ণ পরিবেশে ওরশ পালনে সহযোগিতার আশ্বাস প্রদান করেন।