বৃহস্পতিবার, ২২ মে ২০২৫, ০২:৩০ পূর্বাহ্ন

সংবাদ শিরোনামঃ
মহার্ঘ ভাতা নিয়ে নতুন তথ্য দিলেন অর্থ উপদেষ্টা বিতর্কের রাজপথে ৩২ দল, আয়োজনে মাভাবিপ্রবি সাতকানিয়ায় অপহৃত প্রবাসী ইউনুছকে পুলিশের অভিযানে উদ্ধার শিবগঞ্জে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে দুই ডায়াগনস্টিক সেন্টারে ১ লাখ ১৫ হাজার টাকা জরিমানা সপ্তম বাংলাদেশি হিসেবে এভারেস্ট জয় করলেন শাকিল বান্দরবান-চট্টগ্রাম মহাসড়কে পূরবী বাসের চাকায় পিষ্ট হয়ে ৫ বছরের শিশুর মর্মান্তিক মৃত্যু, চালক পলাতক OBE বাস্তবায়নে প্রস্তুত অর্থনীতি বিভাগ: মাভাবিপ্রবিতে কর্মশালা অনুষ্ঠিত নুসরাত ফারিয়াকে গ্রেফতারে বিব্রত উপদেষ্টা ফারুকী প্রথমবারের মতো চীনে আম রপ্তানি শুরু করছে বাংলাদেশ চলছে ইশরাক সামর্থকদের ‘ব্লকেড’ কর্মসূচি, উত্তাল নগর ভবন এলাকা হামাস ৬০ দিনের জন্য যুদ্ধবিরতির বিনিময়ে নয়জন জিম্মিকে মুক্তি দিতে সম্মত ৪০ রোহিঙ্গাকে ধরে নিয়ে আন্দামান সাগরে ফেলে দিল ভারত, তদন্তে জাতিসংঘ হাইকোর্টের সামনে পলিটেকনিক শিক্ষার্থীদের অবস্থান নগর ভবনে টানা চতুর্থ দিনের মতো ইশরাক সমর্থকদের বিক্ষোভ পারভেজের দুর্দান্ত সেঞ্চুরিতে আরব আমিরাতের বিপক্ষে জয় দিয়ে সিরিজ শুরু বাংলাদেশের

ফিলিস্তিনে ইসরায়েলি গণহত্যার প্রতিবাদে খাজা ইউনুস আলী বিশ্ববিদ্যালয়ে মানববন্ধন

আব্দুল আওয়াল, এনায়েতপুর (সিরাজগঞ্জ):

ফিলিস্তিনে ইসরায়েলি নৃশংস গণহত্যা ও বর্বরোচিত হামলার প্রতিবাদে খাজা ইউনুস আলী বিশ্ববিদ্যালয়ে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। খাজা ইউনুস আলী বিশ্ববিদ্যালয়ের ইথিকস ক্লাবের উদ্যোগে বিশ্ববিদ্যালয়ের মেইনগেটে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধনে বিশ্ববিদ্যালয়ের শিক্ষকগণ ও বিভিন্ন বিভাগের শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন।

খাজা ইউনুস আলী বিশ্ববিদ্যালয়ের সহযোগী অধ্যাপক ও উক্ত বিশ্ববিদ্যালয়ের ‘ইথিকস ক্লাব’ এর প্রধান উপদেষ্টা ড. মোহাম্মদ ইয়াকুব শরীফ এর সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন বিশ্ববিদ্যালয়ের ভিসি প্রফেসর ড. হোসেন রেজা। আরও বক্তব্য রাখেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও মানববন্ধনের সমন্বয়ক মু. মাহফুজুর রহমান, ইথিকস ক্লাবের সহসভাপতি নুশরাত জাহান বুশরা, সাংগঠনিক সম্পাদক তারেক খান প্রমুখ।

মানববন্ধনে বক্তাগণ বলেন, ফিলিস্তিনেএই নির্মম হত্যাযজ্ঞের শিকার শুধুই মানুষ নয়—শিকার হয়েছে স্বপ্ন, শিকার হয়েছে স্বাধীনতার অধিকার, এবং সর্বোপরি, শিকার হয়েছে মানবতা। প্রতিদিন শত শত শিশু হত্যা করা হচ্ছে। মায়ের কোল খালি হচ্ছে, বাবার কাঁধে উঠছে লাশের বোঝা। হাসপাতালগুলো বিধ্বস্ত, খাদ্য ও ওষুধের সংকট তীব্র। ফিলিস্তিনে ইসরায়েলের বর্বরোচিত হামলার তীব্র নিন্দা জানানএবং অনতিবিলম্বে গণহত্যা বন্ধ করতে বলেন।
বক্তাগণ বলেন, মুসলমানদের ইসলামের নীতিমালা অনুযায়ী সংগ্রাম করে যেতে হবে। ফিলিস্তিনের বিজয় অনিবার্য।

বক্তাগণ ফিলিস্তিনে হামলা বন্ধে আন্তর্জাতিক চাপ প্রয়োগ, ফিলিস্তিনে ইসরায়েল কতৃক মানবতা বিরোধী অপরাধের বিচার, ফিলিস্তিনের স্বাধীনতার জন্য শক্ত অবস্থান নেয়া, ইসরায়েলকে সহায়তাকারীদের পণ্য বয়কট করা, ফিলিস্তিনের প্রকৃত ইতিহাস নিয়ে গবেষণার আহবান জানান।

মানববন্ধনে আর উপস্থিত ছিলেন খাজা ইউনুস আলী বিশ্ববিদ্যালয়ের প্রক্টর মোহাম্মদ আব্দুল্লাহ আখতার আহমেদ, আইন বিভাগের শিক্ষক প্রফেসর মোহাম্মদ রবিউল ইসলাম, ব্যবসায় শিক্ষা অনুষদের ডিন ড. মোস্তফা মাহমুদ হাসান, রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) মিজানুর রহমান।

সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন

2025 © জনপদ সংবাদ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত

প্রয়োজনে যোগাযোগঃ ০১৭১৫-১২৫২৪৩