রবিবার, ২৩ নভেম্বর ২০২৫, ০৫:২১ পূর্বাহ্ন

সংবাদ শিরোনামঃ
ইনসাফের রাষ্ট্র প্রতিষ্ঠার লক্ষ্যে চৌদ্দগ্রামে জামায়াতের নির্বাচনী সমাবেশ নাসির নগরে এ বছর আমন ধানের বাম্পার ফলন, কৃষক কৃষাণীর মুখে তৃপ্তির হাঁসি আন্তঃবিশ্ববিদ্যালয় লোকসংস্কৃতি প্রতিযোগিতায় রানার-আপ নজরুল বিশ্ববিদ্যালয় ডান্স ক্লাব ত্রিশালে ফেসবুকে ফাঁদ পেতে ডাক্তারকে অপহরণ গ্রেফতার নারীসহ ৪ জন কুবিতে ডিবেটিং সোসাইটির নবীনবরণ ও প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত একবিংশ শতাব্দীতে এসেও শ্রমিকদের ভাগ্যের পরিবর্তন হয়নি- শামসুল আলম বাহাদুর কুড়িগ্রামে ফিস্টুলা রোগী সনাক্তকরণ সংক্রান্ত অ্যাডভোকেসি সভা অনুষ্ঠিত আল-ইসলাহ ও তালামীযের পক্ষ থেকে ফুলতলী সাহেবকে স্বাগতম মুরাদনগরের গুঞ্জরে ডাবল টিভি কাপ ফুটবল টুর্নামেন্টের জমকালো ফাইনাল অনুষ্ঠিত রাজশাহীর চারঘাটে আগুনে পুড়লো ১২ টি বসতবাড়ি সহ ১টি দোকান পুবাইল প্রেসক্লাবের ৮ম বর্ষপদার্পণে আলোচনা সভা ও কমিটি গঠন জাবির ৪৫ তম ব্যাচের রাজা আকাশ, রানী মেলিসা জকসুতে সর্বকনিষ্ঠ সদস্য প্রার্থী হিসেবে লড়বেন অনন্ত জাবিতে ইফসার নতুন কমিটি: সভাপতি মুজাহিদ, সম্পাদক নাসির জাবিতে জলসিঁড়ির নতুন নেতৃত্বে সুরভী–প্রমা রাতের আঁধারে ঘুরে ঘুরে শীতার্ত মানুষের মধ্যে কম্বল বিতরণ করলেন ইউএনও দীপা রাণী জৈন্তাপুরে সশস্ত্র বাহিনী দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত দুমকিতে মৎস্যজীবী দলের কর্মী সভা অনুষ্ঠিত মাদারীপুরের শিবচরে ক্যারিয়ার ক্লাবের উদ্যোগে জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা বানারীপাড়ায় ভূমিকম্পের পর বসতঘর নদীগর্ভে বিলীন

তিন ঘন্টা খুঁটির সাথে বেঁধে মধ্যযুগীয় কায়দায় যুবককে নির্যাতন

আবু বকর সুজন, (কুমিল্লা) চৌদ্দগ্রাম (কুমিল্লা) প্রতিনিধি:

মায়ের সামনে বিদ্যুতের খুঁটির সাথে বেঁধে ইমরান হোসেন (২১) নামে এক যুবককে মধ্যযোগীয় কায়দায় নির্যাতন করেছে একদল সন্ত্রাসী। নির্যাতনের একটি ভিডিও সামাজিক যোগাযোগে মাধ্যমে ছড়িয়ে পড়েছে। নির্যাতনের শিকার ওই যুবকের অবস্থা আশংকাজনক। ইমরান উপজেলার কনকাপৈত ইউনিয়নের দৌলতপুর গ্রামের মোঃ শাহ আলমের ছেলে।
ঘটনাটি ঘটেছে শুক্রবার রাতে উপজেলা কনকপৈত ইউনিয়ন দৌলতপুর মসজিদের সামনে ।
এই ঘটনায় নির্যাতিত পরিবারটি সন্ত্রাসী শহিদুর রেজা রতন মিয়াজীকে প্রধান আসামী করে ১৮ জনের বিরুদ্ধে থানায় একটি অভিযোগ দায়ের করেছেন।
অভিযোগে উল্লেখ করা হয়, ইমরান একজন ইলেকট্রিক মিস্ত্রী। শুক্রবার রাতে স্থানীয় তারাশাইল বাজারের বিকাশ দোকান থেকে ইমরান ৫০ হাজার টাকা উত্তোলন করে বাড়ি ফেরার পথে স্থানীয় সন্ত্রাসী শহিদুর রেজা রতন মিয়াজী নেতৃত্বে একদল সন্ত্রাসী পথরোধ করে অস্ত্রের মুখে তাকে জিম্মি করে মারধর শুরু করে। এ সময়ে তার আত্নচিৎকারে তার মা আফরোজা বেগম এগিয়ে আসলে সন্ত্রাসীরা তাকেও অস্ত্রের মুখে জিম্মি করে তার সামনে ইমরানকে মসজিদের পাশের একটি বৈদ্যুতিক খুঁটির সাথে বেঁধে মধ্যযোগীয় কায়দায় নির্যাতন করে। সন্ত্রাসীরা চতুরদিকে অস্ত্র নিয়ে মহড়া দেওয়াতে স্থানীয় লোকজন এগিয়ে আসতে সাহস পায়নি। সন্ধা ৬টা থেকে প্রায় রাত ৯টা পর্যন্ত এই ভাবে নির্যাতন চালিয়েছে। নির্যাতনের একপর্যায়ে ইমরান অচেতন হয়ে পড়লে মৃত ভেবে সন্ত্রাসীরা তাকে রেখে পালিয়ে যায়। পরে তার আত্নীয়-স্বজন তাকে উদ্ধার করে চৌদ্দগ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। কর্তব্যরত চিকিৎসক প্রাথমিক চিকিৎসা শেষে ইমরানের অবস্থার অবনতি ঘটলে উন্নত চিকিৎসার জন্য তাকে কুমিল্লা মেডিকেল হাসপাতালে প্রেরণ করা হয়। নির্যাতনের একটি ভিডিও চিত্র শনিবার সকালে থেকে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে সন্ত্রাসীরা গাঁ ঢাকা দিয়েছে।
চৌদ্দগ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে জরুরী বিভাগে কর্মরত চিকিৎসক জাবেদ হোসেন বলেন, রাত ১২টা ২০ মিনিটে মুমুর্ষ অবস্থায় ইমরান হোসেনকে হাসপাতালে নিয়ে আসে। তার পুরো শরীরে আঘাতের চিহৃ রয়েছে। প্রাথমিক চিকিৎসা দিয়ে আমরা তাকে আশংকাজনক অবস্থায় কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করি।
ইমরানে মা আফরোজা বেগম বলেন, শহিদুর রেজা রতন মিয়াজী চিহিৃত সন্ত্রাসী। এলাকায় তার নিজস্ব সন্ত্রাসী বাহিনী রয়েছে। তার সামাজিক অপকর্মের বিরুদ্ধে আমার ছেলে প্রায় সময়ে প্রতিবাদ করতো। এতে ক্ষিপ্ত হয়ে আমার ছেলেকে হুমকি দিয়ে আসছিল। শুক্রবার সন্ধার পরে ইমরান তারাশাইল বাজারের বিকাশ দোকান থেকে টাকা উঠিয়ে বাড়ি ফেরার পথে তাকে একা পেয়ে সন্ত্রাসীরা অস্ত্রের মুখে জিম্মি করে মারধর শুরু করে। আমার ছেলের চিৎকার শুনে আমি এগিয়ে গেলে তারা আমাকেও অস্ত্রের মুখে জিম্মি করে পেলে। এ সময়ে তারা মসজিদের সামনের একটি বিদ্যুতের খুঁটির সাথে বেঁধে মধ্যযোগীয় কায়দায় প্রায় ৩ ঘন্টা নির্যাতন করে মৃত ভেবে পেলে রেখে যায়।
চৌদ্দগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ হিলাল উদ্দিন আহমেদ বলেন, ইমরান নামে এক যুবককে নির্যাতনের একটি ভিডিও চিত্র আমার নজরে এসেছে। অভিযুক্ত শহিদুর রেজা রতন মিয়াজী প্রধান আসামী করে ১৩ জনের নাম উল্লেখ করে ১৮ জনের বিরুদ্ধে ভুক্তভোগীর পরিবার থানায় লিখিত অভিযোগ দায়ের করেছে। অভিযুক্তদের গ্রেফতার করতে পুলিশের একাধিক টিম মাঠে কাজ করছে।

সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন

2025 © জনপদ সংবাদ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত

প্রয়োজনে যোগাযোগঃ ০১৭১২-০৬৮৯৫৩