শনিবার, ২৭ ডিসেম্বর ২০২৫, ০৬:১০ অপরাহ্ন

সংবাদ শিরোনামঃ
ধানের শীষের মনোনয়ন পেয়ে ঝিনাইদহ-৪ আসনের ভোটার হচ্ছেন রাশেদ খান দোয়ারাবাজারে অগ্নিসংযোগে খড়ের গাদা পুড়ে ছাই, গরু নিহত কোম্পানীগঞ্জে ধর্ষণ মামলার প্রধান আসামি গ্রেপ্তার নূরানী বোর্ড পরীক্ষায় উজ্জ্বল ফলাফল, জাতীয় পর্যায়ে ৯ম স্থান কোনাখালীর শিক্ষার্থীর ওসমান হাদির কবর জিয়ারত করলেন তারেক রহমান বাউফলে গণ অধিকার পরিষদের প্রার্থী হাবিবুর রহমান এর মনোনয়ন ফরম সংগ্রহ পুঠিয়ায় বাসের ধাক্কায় নিহত ১ কক্সবাজারে সিএনজি ও বলাকা গাড়ির মুখোমুখি সংঘর্ষে সিএনজি চালক নিহত রাজাপুরে স্বেচ্ছাসেবী সংগঠনগুলোর ঐক্যবদ্ধ কর্মপরিকল্পনা, মিলন মেলার ঘোষণা বানারীপাড়ায় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও আওয়ামী লীগ নেতা গ্রেফতার চৌদ্দগ্রামে কোমলমতি শিক্ষার্থীদের মেধাবৃত্তি পরীক্ষা কুবিতে জবির ‘এ’ ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত চৌদ্দগ্রামে হাফেজ খতমে কোরআন প্রতিযোগিতা পুরস্কার বিতরণ অনুষ্ঠিত পৌষের শুরুতে শীতের তীব্রতা, ফুটপাতে খরম কাপড় কিনতে ভিড় র‍্যাবের অভিযানে ৬০ কেজি গাঁজাসহ মাদক ব্যবসায়ী আটক তারেক রহমানের জন্মভূমিতে আগমন উপলক্ষে শার্শা-বেনাপোলে বিএনপি’র আনন্দ মিছিল গাজীপুরে বড়দিন উদযাপিত লালমনিরহাটে বিজিবি’র বিশেষ অভিযানে, বিপুল পরিমাণ জিরা, চাদর ও মাদক উদ্ধার কুবির অর্থ ও হিসাব দপ্তরের কর্মকর্তার মৃত্যুতে বিশ্ববিদ্যালয় প্রশাসনের শোক লংগদুতে বড়দিন পালিত

সিরাজগঞ্জে নিখোঁজের ৩ দিন পর নদীতে মিলল মাদ্রাসার ছাত্রদের মরদেহ

সিরাজগঞ্জের বেলকুচি এলাকায় নিখোঁজের তিনদিন পর যমুনা নদী থেকে আবু বক্কর সিদ্দিক ১২ নামের এক মাদ্রাসাছাত্রের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

সোমবার (২০ জানুয়ারি) সকালে উপজেলার মেঘুল্লা গ্রামের পূর্বপাশে যমুনার শাখা নদী থেকে মরদেহটি উদ্ধার করা হয়।আবু বক্কার সিদ্দিক উপজেলার চালা গ্রামের শাহীন আব্দুল্লাহ’র ছেলে ও স্থানীয় হাফিজিয়া মাদ্রাসার ছাত্র। বেলকুচি থানার পরিদর্শক (তদন্ত) আব্দুল বারিক জানান, শিশু আবু বক্কার সিদ্দিক মাদ্রাসায় থেকে পড়াশুনা করতো।

গত শুক্রবার সকালে সে বাড়িতে আসে। রাতের খাবার নিয়ে বিকেলে সে বাইসাইকেলযোগে আবারো মাদ্রাসায় যাওয়ার জন্য বের হয়। এরপর সে নিখোঁজ হয়। স্বজনরা তার সন্ধান না পেয়ে শনিবার (১৮ জানুয়ারি) থানায় জিডি করেন। পরিদর্শক আব্দুল বারিক আরো বলেন, আজ সকালে ঘটনাস্থলে মরদেহ ভাসতে দেখে স্থানীয়রা থানায় খবর দেন। মরদেহ পচে দুর্গন্ধ ছড়াচ্ছে। সেটি উদ্ধারের পর নৌ-পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।ঘটনাস্থল নদীতে হওয়ায় নৌ-পুলিশ ঘটনার তদন্ত করবে।

এ বিষয়ে সিরাজগঞ্জ সদর নৌ পুলিশের উপ-পরিদর্শক আলতাফ হোসেন জানান, বেলকুচি থানা পুলিশের সহযোগিতায় মেঘুল্লা যমুনা নদীর শাখা থেকে আবু বক্কার সিদ্দিক নামের এক মাদরাসা ছাত্রের মরদেহ উদ্ধার করে সিরাজগঞ্জ জেনারেল হাসপাতালে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। ময়না তদন্ত শেষে মৃত্যুর প্রকৃত কারন জানা যাবে। এ ঘটনায় বেলকুচি থানায় মামলার প্রস্তুতি চলছে

সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন

2025 © জনপদ সংবাদ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত

প্রয়োজনে যোগাযোগঃ ০১৭১২-০৬৮৯৫৩