রবিবার, ১৩ এপ্রিল ২০২৫, ০৬:৩২ পূর্বাহ্ন

সংবাদ শিরোনামঃ
এনায়েতপুরে ফিলিস্তিনে গণহত্যার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন চৌদ্দগ্রামে ঘুমের ঘরে ড্রাইভার মিলন নিহত বাংলাদেশকে বিনিয়োগের স্বর্গরাজ্য বানাতে চায় এনসিপি মুজিববর্ষে ৪ হাজার কোটি টাকা ব্যয়ের অভিযোগ হাসিনা-রেহানার বিরুদ্ধে বাংলাদেশের পণ্য রপ্তানির ট্রান্সশিপমেন্ট সুবিধা বাতিল করল ভারত শিক্ষার্থীকে হত্যাচেষ্টা মামলায় তুরিন আফরোজ ৪ দিনের রিমান্ডে চৌদ্দগ্রাম পাইলট বালিকা বিদ্যালয়ের এস এস সি পরীক্ষার্থীদের বার্ষিক মিলাদ মাহফিল অনুষ্ঠিত খাজা ইউনুস আলী বিশ্ববিদ্যালয়ে ‘গ্লোবাল স্ট্রাইকে’ সংহতি প্রকাশ, র‍্যালী ও মানববন্ধন অনুষ্ঠিত ফিলিস্তিনিদের পক্ষে চৌদ্দগ্রামে বিশাল বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত মার্কিন শুল্ক ইস্যুতে ৪৮ ঘন্টার মধ্যে ট্রাম্পকে চিঠি দিলেন ড. ইউনূস অপরিচ্ছন্ন পরিবেশ ও লাইসেন্স না থাকায় চৌদ্দগ্রামে দুই হোটেলকে জরিমানা শহিদ মিনারে ২ দফা দাবি নিয়ে ‘বিডিআর কল্যাণ পরিষদের’ অবস্থান জুলাই গণহত্যার দুই মামলায় আনুষ্ঠানিক অভিযোগ দাখিল এ মাসেই চৌদ্দগ্রাম উপজেলা ও পৌর বিএনপি’র আহ্বায়ক কমিটি গঠন আহ্বায়ক কামরুল হুদা, সদস্য সচিব ইঞ্জিঃ শাহ আলম চৌদ্দগ্রামে দাম্পত্য কলহের জেরে যুবকের আত্মহত্যা, পরিবারের দাবি পরিকল্পিত হত্যা!

সাইফের ওপর হামলা: গ্রেফতার সন্দেহভাজন যুবক বাংলাদেশি নয়

নবাবখ্যাত বলিউড অভিনেতা সাইফ আলী খানের ওপর হামলার ঘটনায় গ্রেফতার সন্দেহভাজন ব্যক্তি বাংলাদেশি নয় বলে জানিয়েছেন তার আইনজীবী।

গত বুধবার রাতে সাইফের বান্দ্রার বাড়িতে হানা দেয় শরিফুল ইসলাম শেহজাদ নামের এক ব্যক্তি। ভারতীয় গণমাধ্যমের দাবি করে, শরিফুল মূলত বাংলাদেশি, কয়েক মাস আগে অবৈধভাবে ভারতে প্রবেশের পর নাম পরিবর্তন করে মুম্বাইয়ে বাস করছিল।

ভারতের সংবাদ সংস্থা এএনআইয়ের বরাতে বলিউড বাবল বলছে, সন্দেহভাজন ব্যক্তি দীর্ঘ সাত বছর ধরে মুম্বাই বাস করছে। কিন্তু পুলিশ বলছে, ওই ব্যক্তি ছয় মাস আগে থেকে ভারতে রয়েছে। সাইফের ওপর চালানো হামলায় অভিযুক্ত ব্যক্তিকে শুধুমাত্র একবার সিসিটিভি ক্যামেরা ফুটেজে দেখা গেছে।

শরিফুলের নাগরিকত্ব নিয়ে তার আইনজীবী সন্দীপ শেখানে বলেন, আদালত সন্দেহভাজন ব্যক্তির পাঁচদিনের রিমান্ড মঞ্জুর করেছেন। তবে শরিফুল বাংলাদেশি- এমন কোনো তথ্য আদালতকে দিতে পারেনি পুলিশ। তাদের দাবি, শরিফুল ছয় মাস ধরে মুম্বাইয়ে রয়েছে সেটিও মিথ্যা। শরিফুল সাত বছর ধরে মুম্বাইয়ে বসবাস করছে। তার পরিবারও এখানে রয়েছে।

পুলিশের তদন্ত সঠিকভাবে হচ্ছে না- এমনটাও দাবি করেন এই আইনজীবী।

সাইফের ওপর হামলার ঘটনায় দায়ের হওয়া মামলার তদন্তে রয়েছে মুম্বাই পুলিশের ডেপুটি কমিশনার (ডিসিপি)। শরিফুলকে গ্রেফতারে যে অভিযান চালানো হয় তাতে নেতৃত্ব দেন তিনি।

পুলিশের এক ঊর্ধ্বতন কর্মকর্তা গণমাধ্যমকে বলেন, শরিফুল মুম্বাইয়ে কাজ করতো। সাইফ ইস্যুর পর তিনি নিজ আবাসস্থল ও কর্মস্থলে থাকতে ভয় পাচ্ছিল। অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।

সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন

2025 © জনপদ সংবাদ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত

প্রয়োজনে যোগাযোগঃ ০১৭১৫-১২৫২৪৩